ছবিটা ভাল করে দেখুন, সূর্যর ক্যাচ নিয়ে কেন বিতর্ক! বাউন্ডারি লাইন পিছিয়ে দিয়েছিল কে?

বার্বাডোজ : একটা ক্যাচ নিয়ে এত বিতর্ক!

সূর্যকুমার যাদবের সেই ক্যাচের ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রায় অসম্ভবকে সম্ভব করেছিলেন সূর্য। তিনি যে ক্যাচ ধরেন তা নিয়ে গোটা বিশ্বে আলোচনা। ওই একটা ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে একইসঙ্গে সেই ক্যাচ নিয়ে বিতর্কের সৃষ্টিও হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটভক্তরা বলছেন, মিলারের ক্যাচ ধরার সময় সূর্যকুমার যাদবের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল। কিন্তু ভারতের ক্রিকেট অনুরাগীরা বলছেন উল্টো কথা। তাঁদের দাবি, সূর্যর ক্যাচ একেবারে বৈধ। তাতে কোনও বিকর্কের প্রশ্নই নেই।

তৃতীয় আম্পায়ার ও ধারাভাষ্যকারদের মত, সূর্যকুমার যে ক্যাচ ধরেছিলেন তাতে কোনও বিতর্কের অবকাশ নেই। অনেকে অভিযোগ করেছেন, যখন সূর্যের হাতে বল ছিল, তখন ‘বাউন্ডারি রোপ’-এ পা লেগেছিল তাঁর। আর সেটা নাকি স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়!

আরও পড়ুন- বড় ঢেউ, হাওয়া, লকডাউনের মধ্যে টিম ইন্ডিয়া, এবার এল সুখবর এই সময়ে ফিরবে দল

আবার অনেকের দাবি, বাউন্ডারি লাইন যেখানে থাকার কথা ছিল, সেখান থেকে খানিকটা দূরে সরে গিয়েছিল। ‘বাউন্ডারি রোপ’-এর আগে ঘাসের উপর একটি রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকে দাবি করেছেন, বাউন্ডারি লাইন সরে যাওয়ায় ফায়দা তুলে নিয়েছেন সূর্য।

—- Polls module would be displayed here —-

রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো। কিন্তু অনেকের দাবি, বাউন্ডারির দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বাউন্ডারি দড়ি কিছুটা সরে গিয়েছিল।

ঘাসের ওপর বাউন্ডারি লাইনের একটি সাদা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে বেশ কিছু ছবি ও ভিডিওতে। সেই দাগের ওপরই পা ছিল সূর্যকুমারের। সেই ছবি ও ভিডিও ক্যাচ নিয়ে বিতর্ক আরও উসকে দিচ্ছে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের পর এবার বড় কথা বলে দিলেন হার্দিক পান্ডিয়া! কী বললেন তিনি

আসলে ব্যাপারটা নিয়ে কোনও বিতর্কের জায়গা নেই। কারণ, আইসিসি-র তরফে জানানো হয়েছে, পিচ ও বাউন্ডারি লাইনের মধ্যে যে দূরত্ব থাকতে হয়, সেটাই মেনে চলা হয়েছিল। আর তাই বাউন্ডারি লাইন সরানো হয়। শুধু লং অন-এর ওই জায়গায় নয়, গোটা মাঠেই বাউন্ডারি লাইন সরানো হয়েছিল। অর্থাৎ যেখানে সাদা দাগ দেখা যাচ্ছে, সেই জায়গায় বাউন্ডারি লাইন ছিল না।