সূর্যকুমার যাদব

Surya Kumar Yadav: আরজি কর কাণ্ডে এবার সরব সূর্যকুমার যাদব, কী বললেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার

নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার মুখ খুললেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড় তথা ভারতের আন্তর্জাতিক টি২০ ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। ভারতের নির্ভরযোগ্য এই ব্যাটার এই ঘটনার প্রতিবাদে রীতিমত গর্জে উঠেছেন। এই বিষয়ে তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি নিজের মতামত সরাসরি সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করলেন। এর আগে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মূলত কিছু পোস্ট শেয়ার করেন। তবে সূর্যকুমার যাদবই প্রথম ক্রিকেটার যিনি সরাসরি নিজের বক্তব্য তুলে ধরলেন।

সূর্যকুমারের ইন্সটাগ্রাম পোস্ট
সূর্যকুমারের ইন্সটাগ্রাম পোস্ট

ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি নিজের বক্তব্য প্রকাশ করেন। ওই পোস্টের শুরুতে লেখা ছিল “প্রোটেক্ট ইউর ডটার” অর্থাৎ নিজের কন্যাসন্তানদের রক্ষা করুন। এরপর তা কেটে লেখা ‘এডুকেট ইউর সন’ অর্থাৎ নিজের পুত্রসন্তানকে শিক্ষিত করুন। তার নিচে লেখা শুধু পুত্র নয়, ভাই, পিতা, স্বামী, বন্ধু, সমাজের প্রতিটি পুরুষকে শিক্ষিত করে তুলুন।

গত ৯ই অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত হয়ে পড়ে সকলেই। এরপরেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য থেকে দেশ থেকে বিশ্বে। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সোচ্চার হন বহু তারকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও মুখ খোলেন বুমরা থেকে সিরাজ।

এবার নিজের বক্তব্য পেশ করলেন সূর্যকুমারও। এই ঘটনার প্রতিবাদে কলকাতা জুড়েও বিক্ষোভ শুরু হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাত্রে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাত্রে মহিলাদের নিরাপত্তা প্রদানে শুরু করা হয়েছে এক বিশেষ অ্যাপ।