প্রয়াত হলেন সুশীলকুমার মোদি

Sushil Kumar Modi Demise: বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি প্রয়াত, রাজনীতির জগতে শোকের ছায়া

পটনা: প্রয়াত হলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীলকুমার মোদি। বয়স হয়েছিল ৭২ বছর। গত এক মাস ধরে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস-এর আইসিইউ বিভাগে। সোমবার রাতে তাঁর প্রয়াণ সংবাদ জানানো হয় বিহার বিজেপি-র তরফে। বিহারে বিজেপি-র অন্যতম মুখ ছিলেন এই রাজনীতিক। অসুস্থতার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই জানিয়েছিলেন। গত ৩ এপ্রিল তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘গত ৬ মাস আমি লড়াই করছি কর্কটরোগের সঙ্গে। এখন এটা জনসাধারণকে জানানোর সময় হয়েছে বলে মনে করি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে কিছু করার মতো অবস্থায় আমি সক্ষম নই। আমি প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি। দেশের প্রতি আমি সর্বদা নিবেদিত।’

সোমবার তাঁর প্রয়াণের খবর জানিয়ে বিহারের বিজেপি নেতা সম্রাট চৌধরি এক্স হ্যান্ডলে পোস্ট করেন। লেখেন, ‘বিহারে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমর মোদির প্রয়াণে আমি শোকস্তব্ধ। বিগত কয়েক দশক ধরে তিনি দলে আমার অমূল্য সহকর্মী এবং বন্ধু ছিলেন। বিহারে বিজেপি-র উত্থান এবং সাফল্যে তাঁর মূল্যবান অবদান রয়েছে।’

 

সুশীল মোদির মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রীও। তিনি লেখেন, ‘জরুরি অবস্থার কঠোর বিরোধিতা করে তিনি রাজনীতিতে নিজের নাম প্রতিষ্ঠা করেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ও জনপ্রিয় বিধায়ক ছিলেন। রাজনীতির নানা বিষয়ে তাঁর গভীর জ্ঞান ছিল।’

 

২০০৫ থেকে ২০২০-র মধ্যে ১১ বছরের বেশি সময় ধরে সুশীলকুমার মোদি ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। তাঁর অভাব লোকসভা নির্বাচনে অনুভূত হবে মনে করছেন দলীয় কর্মী সমর্থকরা। তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডলে শোকবার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী সুশীলকুমার মোদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’