বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ‘আমরা ভোটাভুটি চাইব না! ফুল সাপোর্ট! কিন্তু গ্যারান্টি দিতে হবে…’, ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ হতেই বললেন শুভেন্দু

কলকাতা: রাজ্য বিধানসভায় পেশ হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)। সোমবারই এই বিলের খসড়া প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল। সেইমতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী-সহ প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর জমা দেওয়া সংশোধনীগুলি নিয়েই বিল পেশ হয়েছে।

বিলে পূর্ণ সমর্থন জানিয়ে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি সাতটা সংশোধনী জমা দিয়েছি। আপনি সেগুলোর কথা আগেই উল্লেখ করেছেন। আইনে পরিণত করার অধিকার কিন্তু সরকার ও মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমরা এর অপেক্ষায় থাকব। কবে আইন কার্যকর হবে তার অপেক্ষায় থাকব। আমরা চাই অবিলম্বে এই বিলের প্রণয়ন। আমরা ডিভিশন চাইব না। আমরা ভোটাভুটি চাইব না। আমরা মুখ্যমন্ত্রীর কথা শান্ত হয়ে শুনব। কোনও বাধা দেব না। কিন্তু বিল কার্যকর করার দায়িত্ব সরকারের। মনে রাখবেন এই অধিবেশন কিন্তু এখনও চলবে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমি সাতটা সংশোধনী নিয়েছি। শেষে বলার চেষ্টা করব এই রকম বিল আনার ক্ষেত্রে যে রীতি রয়েছে মানা হয়েছে কিনা এর দায় পশ্চিমবঙ্গ সরকারের। আমরা অপেক্ষায় থাকব বিলটা রুলসে পরিনত হবে। আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। আমরা ভোটাভুটি চাইব না। ফুল সাপোর্ট। কিন্তু গ্যারান্টি দিতে হবে
এই বিল আনার উদ্দেশ্য জনমত।