ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নতুন মঞ্চ তৈরি করে আরজি কর ইস্যুতে ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তার ঠিক আগেই ভগিনী নিবেদিতার ‘The master as I saw him’ এই বইটি পড়ে রাজনৈতিক নেতা হিসেবে নয়, দাদা হিসেবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নামার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী।
আরজি কর ইস্যুতে বিচার ও নানান দাবিতে নতুনভাবে আন্দোলন সংগঠিত করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের শেষটা কিভাবে হবে সেটা যেন তাঁরা আগে বলে আন্দোলনের পথে নামেন।
ফের বাম এবং অতিবাম শিবিরকে একহাত নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, ‘‘প্রথম দিন থেকেই ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতা আছে। ওরা কেউ জালিয়াতি করে এমবিবিএস বা ডাক্তারি পড়ছে না। কিন্তু আমাদের আক্ষেপ একটাই যে, আপনারা সরকারি আমলা কিম্বা রাজ্যপালের মাধ্যমে দাবি দাওয়ার ব্যাপারে মধ্যস্থতায় না বসে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন? এই ঘটনায় শুধু আমি নই, বাংলার মানুষ খুশি নয়। জুনিয়র চিকিৎসকরা মাকু এবং সেকুদের কথায় আন্দোলন পরিচালিত করতে গিয়েই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন।’’
আরও পড়ুন– ‘গরিবের ড্রাই ফ্রুট’, বছরে ৩ মাস মেলে, শুকোনোর পর দাম বেড়ে যায় ১০ গুণ, শরীরের জন্যও ভাল
শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের শুরুটা ভাল হয়েছিল কিন্তু ফিনিশিংটা খুব খারাপ।’’ নতুন করে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে করুন না কেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই আন্দোলনের শেষটা কোথায় এবং কিভাবে হবে আন্দোলন শুরু করার আগে সেটা বলে আন্দোলনের পথে নামুন। এমন অনেক নাগরিক রয়েছে যারা ভোটে অংশ নেন না, কিন্তু রাত দখলের লড়াইয়ে আপনাদের পাশে থেকেছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে আরও অনেককেই আপনারা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়া করেছেন। অথচ অরাজনৈতিক আন্দোলন বলেও যারা জাতীয় পতাকা তোলেন না, যারা বলেন এ আজাদী ঝুটা হ্যায় বলে স্লোগান দেন তাঁরা আপনাদের আন্দোলনের মধ্যে শামিল হয়ে বললেন, কাশ্মীর মাঙ্গে আজাদী। এটা শুনতে হবে আমাদের? প্রশ্ন তুলে আন্দোলন শুরু করার আগে আগে এই সমস্ত মানুষজনকে আন্দোলনের মঞ্চ থেকে বের করার পরামর্শও দেন বিরোধী দলনেতা। কোনও দেশবিরোধী আন্দোলন কলকাতা তথা বাংলার মাটিতে চলবে না। তাই ভগিনী নিবেদিতার একটা বই পড়ে জুনিয়র চিকিৎসকরা যেন আন্দোলনের পথে নামেন। বইটির নাম “The master as I saw him”.
‘‘ডাক্তার ভাই বোনেরা উচ্চশিক্ষিত। তাই এই বইটি পড়ে হাতে গীতা নিয়ে নেতাজির মাটিতে তাঁরা যেন আন্দোলনে নামেন। আমরা বিগত দিনেও ছিলাম আগামীদিনেও তাঁদের আন্দোলনের পাশে থাকব ৷’’ বলে মন্তব্য করেন শুভেন্দু।