বিস্ফোরক শুভেন্দু অধিকারী (File Photo)

Suvendu Adhikari: ‘আরজি করে হামলা, তাণ্ডব শাসক দলের গুন্ডাদের…’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী ! রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের রাত দখলের রাতেই দুষ্কৃতীদের হাতে ‘দখল’ হল আরজি কর। আর তা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ‘‘আরজি করের ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভেঙে দেওয়া এবং তথ্যপ্রমাণ লোপাটের কারণেই তূণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আরজি করে তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’’ বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘আরজি করের সামনে প্রতিবাদীদের সঙ্গে মিশে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের তরফে ‘সেফ প্যাসেজ’ করে দেওয়ার সুবাদে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেতরে ঢুকে তারা আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ এবং হাসপাতালের ভেতরেও যথেচ্ছ ভাঙচুর চালায়।’’

আরও পড়ুন– সাবধান! বিমানবন্দরে ভুলেও মুখে আনবেন না এই ৫টা শব্দ, কারাবাস পর্যন্ত হতে পারে, দিল্লি-কোচিতে ইতিমধ্যেই গ্রেফতার ৩

এই গোটা তাণ্ডবলীলা শাসক দলের পরিকল্পনা মাফিকই করা হয়েছে বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আরজি করের চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে তদন্তভার সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। তদন্তে সিবিআই যাতে কোনও তথ্য প্রমাণ না পায় তা লোপাট করার জন্যই পরিকল্পনা মাফিক তৃণমূল কংগ্রেসের তরফে এই গুন্ডামি ও হামলা চালানো হয়েছে।’’

গোটা রাজ্য জুড়ে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে। কেন শুধুমাত্র আরজিকরেই অশান্তির ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলে সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘রাজ্যপালকে অশান্তির ঘটনাস্থল পরিদর্শন করে তাঁর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।’’ পাশাপাশি অবিলম্বে শান্তি ফেরাতে আরজি কর চত্বর জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার পক্ষেও জোর সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।