Suvendu Adhikari: ‘যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে…,’ শারীরিক নিগ্রহের অভিযোগে এবার সরাসরি স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারীর!

কলকাতা: বুধবার অধিবেশনের শুরু থেকেই তপ্ত ছিল বিধানসভা৷ তার উপরে যোগ হয়েছে নতুন বিতর্ক৷ অধিবেশন কক্ষ থেকে বেরনোর সময় নাকি পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন। অন্তত, তেমনটাই অভিযোগ শুভেন্দুর৷ এবার এবিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠিও লিখলেন বিরোধী দলনেতা৷

শারীরিক নিগ্রহ করার চেষ্টার অভিযোগ কাণ্ডে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। স্পিকারকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠিতে এ-ও উল্লেখ করেন, ‘‘বিধানসভার অন্দরে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামী দিনে কোনও যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণভাবে স্পিকারের উপর বর্তাবে।’’ বিধানসভার সদস্য, পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানান শুভেন্দু।

শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রসঙ্গ অধিবেশন কক্ষেও তুললেন বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।‌

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহ? বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

অধিবেশন চলাকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর চিঠি পাওয়ার পাশাপাশি অভিযুক্ত বিধায়কও এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। ‌এই ঘটনার তদন্ত হবে। সেই তদন্ত রিপোর্ট আমি জানাব।’’

বিধানসভা সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন, মাধ্যমিকে ফেল করেছেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে। একাধিক ফ্ল্যাট আছে। এই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের।

তৃণমূল বিধায়কের চিঠি

তপন চট্টোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, কোনও শারীরিক নিগ্রহ করা হয়নি। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও জেলা পুলিশে পাল্টা অভিযোগ জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তপনবাবু সংবাদ মাধ্যমকে জানান, লোকসভার সময় শুভেন্দু তাঁর এলাকায় গিয়ে মেয়েকে অসম্মান করেছেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার করেছে। কলকাতায় দু’টো ফ্ল্যাট নাকি আছে আমার। তাই চাবি চেয়েছি। উল্লেখ্য, এর আগে বিষয়টি নিয়ে তপনবাবু শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। স্পিকারকেও জানিয়েছিলেন।

আরও পড়ুন: অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ঘোষণা, মমতার মন্তব্যে কী প্রতিক্রিয়া ঢাকার?

প্রসঙ্গত, এদিন শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। নারী নির্যাতন নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, আলোচনায় না করেন অধ্যক্ষ। আলোচনা চেয়ে জোরাল দাবি করে বিজেপি। পাল্টা কটাক্ষ করে শাসকদল। অধিবেশনে আলোচনা না হওয়ায় বিধানসভার বাইরে অবস্থানে বসেন বিজেপি বিধায়করা।