কলকাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির জেরে স্বাস্থ্যসাথীর খাতে একলাফে বিপুল আকারে খরচ বাড়ল রাজ্যের। বেরিয়ে এল চমকে দেওয়া পরিসংখ্যান। দেখা যাচ্ছে, ১০ই অগাস্ট থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে রাজ্যের প্রায় ৩১৫ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর এই পরিসংখ্যান অন্যান্য সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি।
১০ই আগস্ট থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করেছে রাজ্য। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্ম বিরতির জেরে স্বাস্থ্যসাথীর খরচ কত হল? তা নিয়ে সমীক্ষা করার পরেই রাজ্যের হাতে উঠে এল উদ্বেগজনক এই তথ্য।
আরও পড়ুন: লটারিতে ১ কোটি টাকা জিতলে ‘ট্যাক্স’ দিতে হয় কত…? ঘরে আনবেন ‘কত’ টাকা? চমকে যাবেন শুনলে!
ইতিমধ্যেই এই তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর নবান্নে জমা দিয়েছে বলেই সূত্রের খবর। স্বাস্থ্য সাথী খাতে সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি থেকেই। এমনটাই রিপোর্টে ইঙ্গিত। এই পরিসংখ্যান স্বভাবতই চিন্তা বাড়িয়েছে প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের মধ্যে।