বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়ল ভারত, প্রথম ভিডিও! বিরাট কোহলি এখনও নেই!

কলকাতা: ভারতীয় দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রচার শুরু করেছে। ভারতীয় দলের প্রথম গ্রাউন্ড সেশন নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেন হার্দিক পান্ডিয়াও।

এই সেশনের ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে ভিডিওতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গিয়েছে। বিরাট কোহলি এবং রিঙ্কু সিং পরে এই দলে যোগ দেবেন।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল তাদের একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এর পর ৯ জুন ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- আসছে ফলহারিণী অমাবস্যা, তারাপীঠ মন্দিরে পুণ্যলগ্নে মহাপুজোর প্রস্তুতি তুঙ্গে

বুধবার (ভারতীয় সময়) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল তাদের প্রথম গ্রাউন্ড সেশন অনুষ্ঠিত হয়েছে। দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেছেন, ‘আমরা মাত্র দুদিন আগে এখানে এসেছি। এখন আমরা এখানে দলের সাথে আমাদের রুটিন শুরু করছি, যাতে আমরা সময় ও পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি।’

জসপ্রিত বুমরাহ এই ভিডিওতে বলেছেন, আমরা আজ এখানে ক্রিকেট খেলিনি। আমরা দলগত কার্যকলাপের জন্য এখানে এসেছি। এখানকার আবহাওয়া ভাল। পুরো দল এখানে ফুটবল-ভলিবল খেলেছে। ব্যায়াম করেছে।

আরও পড়ুন- গরমে মাত্র ২ মাস পাওয়া যায় এই ফল; ওজন কমানো থেকে BP নিয়ন্ত্রণ সবেতেই কার্যকর

টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। জসপ্রিত বুমরাহ।

রিজার্ভ ক্রিকেটার: শুভমান গিল, রিঙ্কু সিং, আভেশ খান, খলিল আহমেদ।