ভারত-পাকিস্তান ম্যাচের আগে ধাক্কা! নেই তারকা ক্রিকেটার, বড় ঘোষণা বিশ্বকাপে

নিউ ইয়র্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। প্রথম ম্যাচ জিতলে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্নবিশ্বাস অনেকটা বেড়ে যাবে রোহিত শর্মাদের।

বড় ম্যাচের আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ। ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না না দলের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ক্যাপ্টেন বাবর আজম নিশ্চিত করেছেন।

৬ জুন টুর্নামেন্টে অভিযান শুরু করবে পাকিস্তান। প্রথম ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে পাকিস্তান। এই আমেরিকা কিছুদিন আগে বাংলাদেশকে হারিয়েছিল।

আরও পড়ুন- প্রথম ম্যাচেই ভারতের একাদশে বড় চমক! আইরিশদের বিরুদ্ধে বড় জয় চাইছে রোহিতরা

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ইমাদ ওয়াসিমের বাদ পড়াটা বড় ধাক্কা। তাঁর সম্পর্কে আপডেট দিতে গিয়ে বাবর আজম বলেছেন, প্রথম ম্যাচে ইমাদ নেই। ওর সেরে ওঠার উপর অনেক কিছু নির্ভর করছে। ও পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবে কি না তা ওর সুস্থতার উপর নির্ভর করছে।

সম্প্রতি পাকিস্তান ৪ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল। এই সিরিজের মাঝখানে অনুশীলন করতে গিয়ে চোট পান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার পাঁজরে ব্যথা ছিল, তার পরে তাকে স্ক্যানের জন্য নেওয়া হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই তাঁর খেলার কথা ছিল। কিন্তু এবার অধিনায়ক বাবর আজম জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত প্রথম ম্যাচে বাদ পড়বেন।

আরও পড়ুন- খেলা ছাড়লেন ভারতের তারকা ক্রিকেটার, এই তো বিশ্বকাপ শুরু হল, এর মধ্যেই বড় ঘটনা

বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবর বলেন, ‘ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেনে ভুগছে। আমরা মেডিকেল প্যানেলের সাথে আলোচনা করেছি।

পাকিস্তানের বিশ্বকাপ দল-

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহাম্মদ আব্বাস আফ্রিদি, মহাম্মদ আমির, মহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, স্যাম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান খান।