এক দলের ৮০%, আরেক দলের ২০% জেতার সম্ভাবনা! বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী

বার্বাডোজ: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ নিয়ে এখন সব জায়গায় আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট দলকে জয়ের দাবীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অনেকেই অবশ্য দক্ষিণ আফ্রিকাকে খুব একটা পিছিয়ে রাখছেন না। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার, সঞ্জয় মাঞ্জরেকর বলছেন, এই ম্যাচে বারতের জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ। ২০ শতাংশ জয়ের সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার।

আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ ফাইনালে টাকার বৃষ্টি!চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা?প্রতি দল পাবে টাকা

ভারতীয় সময় আজ রাত ৮টায় বার্বাডোজে নামবে দুই দল। এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন সঞ্জয় মাঞ্জরেকর। ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকলেও চিন্তা নেই। কারণ রিজার্ভ ডে রয়েছে।

ভারতীয় দল পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। সঞ্জয় মাঞ্জরেকরের মতে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের পাল্লা ভারী। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই দলই অপরাজিত।

আরও পড়ুন- মেগা টক্করের কাউন্টডাউন শুরু, বৃষ্টিতে ফাইনাল খেলা না হলে কি T20 WC কে জিতবে

ভারতের সম্ভাব্য দল– রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, কুলদীপ যাদব।