ভারতের বড় বিপদ! বিশ্বকাপে নতুন ভয় টিম ইন্ডিয়ার, ২০ জুন বিরাট আশঙ্কা

বার্বাডোজ: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে। গ্রুপ-এ-তে সব কটি ম্যাচ জিতে সুপার-৮-এ জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া।

এবার সুপার-৮-এর প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ ২০ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে।

—- Polls module would be displayed here —-

২০১০ সালে এই মাটিতে ভারত শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। ওই মাঠের পিচ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ বিশ্বকাপে এতদিন নিউ ইয়র্কে ভারত ম্যাচ খেলেছিল। এটাই হবে ক্যারিবীয় দ্বীপে ভারতের প্রথম ম্যাচ। আসুন জেনে নেওয়া যাক, বার্বাডোজে টিম ইন্ডিয়ার পরিসংখ্যান কেমন-

আরও পড়ুন- Team India: সুপার এইটে টিম ইন্ডিয়া কবে কোন দলের বিরুদ্ধে খেলবে? দেখে নিন সূচি

টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত বার্বাডোজের মাটিতে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি ম্যাচেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত এই দুটি ম্যাচ খেলেছিল।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৪৯ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হারে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে বর্তমান টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জয় কঠিন হতে পারে।

বার্বাডোজের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার রোহিত শর্মা। তিনি দুটি ম্যাচ খেলে ৮২ রান করেন। তবে একটি ইনিংসে মাত্র ৫ রানে আউট হয়েছিলেন।

পরের ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হিটম্যান। এই মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কাও রোহিত শর্মার। ৬টি ছক্কা মেরেছেন তিনি। রোহিত শর্মা ভারতের একমাত্র ব্যাটসম্যান যিনি এই মাটিতে হাফ সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন এক ঝলকে

ওই মাঠে ভারতের আরও কিছু পরিসংখ্যান-

দলের সর্বোচ্চ স্কোর: ৯ মে, ২০১০-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান।

সর্বনিম্ন স্কোর: ৭ মে, ২০১০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭.৪ ওভারে ১৩৫ রান।

সর্বাধিক রান: রোহিত শর্মা (দুই ইনিংসে ৮২ রান)।

সর্বাধিক ছক্কা: রোহিত শর্মা- দুই ইনিংসে ৬টি ছক্কা।

সর্বাধিক হাফ সেঞ্চুরি: রোহিত শর্মা- দুই ম্যাচে ১টি হাফ সেঞ্চুরি।

সর্বাধিক উইকেট: আশিস নেহরা- দুই ম্যাচে ৫ উইকেট।

সেরা বোলিং পরিসংখ্যান: আশিস নেহরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ মে, ২০১০ – চার ওভারে ৩৫ রানে ৩ উইকেট।

সর্বাধিক ক্যাচ: রোহিত শর্মা এবং মুরলী বিজয় – ২টি ক্যাচ।

সবচেয়ে ভাল জুটি: ৭ মে, ২০১০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং হরভজন সিংয়ের ৮ম উইকেটে ৪৭ রান।