শোয়েব আখতার একটা সময় সময় বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, বুমরাহর বোলিং অ্যাকশন যা তাতে তাঁর চোটের কবলে পড়ার সম্ভাবনা প্রবল। তবে আখতারকে ভুল বলে প্রমাণ করেছেন বুমরাহ।

India vs Pakistan:’পাকিস্তানের মেরুদণ্ডটাই ভেঙে দিল’, বুমরাহের আগুনে পুড়ে ছারখার বাবররা! রোহিত-গাভাসকররা বললেন বড় কথা

টি-২০ বিশ্বকাপের প্রেস্টিজ ফাইটে লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ১১৯ রান ডিফেন্ড করে ৬ রানে  জয়. এই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে।  (Photo Courtesy- BCCI X)
টি-২০ বিশ্বকাপের প্রেস্টিজ ফাইটে লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ১১৯ রান ডিফেন্ড করে ৬ রানে জয়. এই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে। (Photo Courtesy- BCCI X)
একটা সময় মাত্র ১২০ টার্গেট ও পাকিস্তানের ভাল শুরু দেখে হাল ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কিন্তু ভারতের এই জয়ের অন্যতম কারিগর হলেন জসপ্রীত বুমরাহ। বুম-বুমের আগুনে স্পেলের সামনে রীতিমত নাকানি চোবানি খেয়েছে পাকিস্তান।  (Photo Courtesy- BCCI X)
একটা সময় মাত্র ১২০ টার্গেট ও পাকিস্তানের ভাল শুরু দেখে হাল ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কিন্তু ভারতের এই জয়ের অন্যতম কারিগর হলেন জসপ্রীত বুমরাহ। বুম-বুমের আগুনে স্পেলের সামনে রীতিমত নাকানি চোবানি খেয়েছে পাকিস্তান। (Photo Courtesy- BCCI X)
ম্যাচের পঞ্চম বাবর আজমের উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তারপর একটা সময় যখন মনে হচ্ছিল মহম্মদ রিজওয়ান ভারতের হারের স্বাদ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তখন সেট রিজওয়ানকে বোল্ড করে বুমরাহ বুঝিয়ে দেন এখনই হাল ছাড়ছে না ভারত।  (Photo Courtesy- BCCI X)
ম্যাচের পঞ্চম বাবর আজমের উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তারপর একটা সময় যখন মনে হচ্ছিল মহম্মদ রিজওয়ান ভারতের হারের স্বাদ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তখন সেট রিজওয়ানকে বোল্ড করে বুমরাহ বুঝিয়ে দেন এখনই হাল ছাড়ছে না ভারত। (Photo Courtesy- BCCI X)
শেষের দিকে পাকিস্তানের আরও এক মারকাটারি ব্যাটার ইফতিকর আহমেদের উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। ইফতিকরও বিগ হিটার। এক-দুই ওভারেই খেলা ঘোরানোর ক্ষমতা রাখেন। কিন্তু বুমরাহের আগুনে তিনিও পুড়ে ছারখার হয়ে যায়।  (Photo Courtesy- BCCI X)
শেষের দিকে পাকিস্তানের আরও এক মারকাটারি ব্যাটার ইফতিকর আহমেদের উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। ইফতিকরও বিগ হিটার। এক-দুই ওভারেই খেলা ঘোরানোর ক্ষমতা রাখেন। কিন্তু বুমরাহের আগুনে তিনিও পুড়ে ছারখার হয়ে যায়। (Photo Courtesy- BCCI X)
ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এমন ম্যাচ উইনিংস আগুনে স্পেলের কারণে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারতীয় পেসারের এমন আগুন ঝরানো স্পেল স্মরণীয় হয়ে থাকবে চিরদিন।   (Photo Courtesy- BCCI X)
ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এমন ম্যাচ উইনিংস আগুনে স্পেলের কারণে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারতীয় পেসারের এমন আগুন ঝরানো স্পেল স্মরণীয় হয়ে থাকবে চিরদিন। (Photo Courtesy- BCCI X)
ম্যাচের পর বুমরাহ বলেছেন,"আমরাও বুঝে গিয়েছিলাম, নিজেদের লাইন এবং লেংথে নিখুঁত রাখতে পারলে পাল্টা লড়াই করা সম্ভব। সেটাই কিন্তু হয়েছে। আমার দর্শন অত্যন্ত স্বচ্ছ ছিল। সিম-কে (বলের সেলাই) বেশি করে ব্যবহার করেছি এই পিচে। কী ভাবে বলকে নিখুঁত নিশানায় রাখতে পারব, সেটা নিয়ে আমার চিন্তা ছিল অনেকটাই বেশি।"  (Photo Courtesy- BCCI X)
ম্যাচের পর বুমরাহ বলেছেন,”আমরাও বুঝে গিয়েছিলাম, নিজেদের লাইন এবং লেংথে নিখুঁত রাখতে পারলে পাল্টা লড়াই করা সম্ভব। সেটাই কিন্তু হয়েছে। আমার দর্শন অত্যন্ত স্বচ্ছ ছিল। সিম-কে (বলের সেলাই) বেশি করে ব্যবহার করেছি এই পিচে। কী ভাবে বলকে নিখুঁত নিশানায় রাখতে পারব, সেটা নিয়ে আমার চিন্তা ছিল অনেকটাই বেশি।” (Photo Courtesy- BCCI X)
রোহিত শর্মাও প্রশংসা করেছেন জসপ্রীত বুমরাহের। ভারত অধিনায়ক বলেছেন,"বুমরার বোলিং নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। প্রত্যেকটা ওভারে ও যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ওর থেকে আমরা এমনই মানসিকতা নিয়ে বোলিং প্রত্যেকটা ম্যাচে চাই।"  (Photo Courtesy- BCCI X)
রোহিত শর্মাও প্রশংসা করেছেন জসপ্রীত বুমরাহের। ভারত অধিনায়ক বলেছেন,”বুমরার বোলিং নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। প্রত্যেকটা ওভারে ও যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ওর থেকে আমরা এমনই মানসিকতা নিয়ে বোলিং প্রত্যেকটা ম্যাচে চাই।” (Photo Courtesy- BCCI X)
প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর বুমরাহের প্রশংসা করে বলেছেন,"এমন একটা টানটান ম্যাচে একটা ছেলে চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়ে পাক দলের মেরুদণ্ডটাই ভেঙে দিল! এটাই যশপ্রীত বুমরার বিশেষত্ব। এই ফর্ম ধরে রেখো বুমরাহ।"  (Photo Courtesy- BCCI X)
প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর বুমরাহের প্রশংসা করে বলেছেন,”এমন একটা টানটান ম্যাচে একটা ছেলে চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়ে পাক দলের মেরুদণ্ডটাই ভেঙে দিল! এটাই যশপ্রীত বুমরার বিশেষত্ব। এই ফর্ম ধরে রেখো বুমরাহ।” (Photo Courtesy- BCCI X)