ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে না? নিউ ইয়র্কে পরিস্থিতি ভাল নয়

নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের অপেক্ষার প্রহর শেষ হয়েও যেন হচ্ছে না! দুর্দান্ত এই ম্যাচের উত্তেজনা বৃষ্টির কারণে কিছুটা কমছে। নিউ ইয়র্কে বৃষ্টি। ফলে মাঠ আপাতত ঢাকা। সময়ে টস হয়নি। আউটফিল্ড ভালরকম ভিজে।

নিউ ইয়র্কে ঝড়-বৃষ্টি চলছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কভারে ঢাকা। বৃষ্টির কারণে টসে দেরি হতে পারে আরও কিছুক্ষণ।

ভারত ও পাকিস্তান উভয় দলই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করেছে। একদিকে পিচ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, আমেরিকার কাছে হেরেছে পাকিস্তান।

আরও পড়ুন- Ind vs Pak: সামনে প্রতিপক্ষ পাকিস্তান, নিজের দলের স্ট্র্যাটেজি একেবারে ফাঁস

মেগা ম্যাচের আগে পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ড্রপ ইন পিচে উল্টোপাল্টা বাউন্স দেখা গিয়েছে। এবার আবার বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।

টিম ইন্ডিয়া নিজের গ্রুপে এক নম্বর জায়গা দখল করার চেষ্টা করবে। এক নম্বরে আপাতত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এখনও পর্যন্ত দুটি ম্যাচই জিতেছে। ভারতের রান রেট মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভাল। তাই টিম ইন্ডিয়া আজ ম্যাচ জিতলে এক নম্বরে চলে আসবে। গ্রুপ এ-তে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন- ৬-১! বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, ২ জনকে ভয়! ভারতের টিম কেমন হবে দেখুন

নিউ ইয়র্কে টিম ইন্ডিয়ার থেকেও আজকের ম্যাচ পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের মধ্যে মোট ৭বার খেলা হয়েছে। ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।