ক্যাচ মিস, ম্যাচ মিস! পাকিস্তানের এ কী দশা! হাওয়ায় বল উঠলেই ‘খেল খতম’!

নিউ ইয়র্ক; ক্যাচ মিস, ম্যাচ মিস। এ কথা বহু পুরনো। ক্রিকেটের বহু প্রসিদ্ধ প্রবচন। কিন্তু আধুনিক ক্রিকেট কী আর এসব পুরনো পুঁথির ধার ধারে! এখন নিয়ম-টিয়মের বালাই নেই। তাই বলে বিশ্বকাপ জয়ের আশা নিয়ে আসা পাকিস্তানের এ কী দশা!

আমেরিকার এই উইকেট নিয়ে নিন্দে-মন্দের শেষ নেই। তবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল পাওয়ার প্লে-র ৫ ওভারে ৪০ রানের গণ্ডি পেরিয়ে গেল। যা কি না এই টুর্নামেন্টে এখনও কোনও দল পারেনি। ভারতই পারল প্রথম।

আরও পড়ুন- IND vs PAK: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? কী বলছে ওয়েদার আপডেট

বিশ্বসেরা দলের এই এক ভাল দিক। পরিস্থিতি যদি এদিক-ওদিক হয়, তা হলে একটু সমস্যা হয় ঠিকই, তবে ভরাডুবি হয় না দলের। ভারতেরও এদিন তাই হল। নৌকো ডুবল না, তবে পাল ছুটিয়ে দিতেও পারল না। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এত আত্মবিশ্বাসের অভাব বিশ্বকাপে অন্তত আর কখনও দেখা যায়নি।

ঋষভ পন্থ তো সেই কখন আউট হয়ে যান! মহম্মদ আমিরের ওভারে একের পর এক ক্যাচ ফেললেন পাক ফিল্ডাররা। সেই ক্যাচ মিসের খেসারত পাকিস্তানকে দিতে হবে কি না শেষমেশ, তা এখনই বলা মুশকিল। তবে এদিন পন্থের ৩১ বলে ৪২ রানের ইনিংস পাকিস্তানের দান।

মহম্মদ আমির অবসর ভেঙে ফিরেছেন। পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গাও পাকা করে ফেলেছেন। পাকিস্তানকে কেন পেসার জন্মের পূণ্যভূমি বলা হয়, তা এদিন দেখিয়ে দিলেন আমির। সঙ্গে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেস অ্যাটাক ‘মাসাল্লাহ’।

আরও পড়ুন- পাকিস্তান ম্যাচে বাদ টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার! কবে ফিরবেন দলে? উত্তর অজানা

লো স্কোরিং ম্যাচ। আমেরিকার নাসাউ স্টেডিয়ামে সেটাই হত, তা আন্দাজ করেছিলেন যে কোনও ক্রিকেটভক্ত। তবে ভারত-পাক ম্যাচে কোথাও যেন অতৃপ্ত থাকলেন সমর্থকরা!