তবে ভারতের যা নেট রানরেট রয়েছে আর যে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া তাতে প্রথম দল হিসেবে সেমিতে যাওয়ার প্রথম দাবিদার রোহিতরা। খুব বড় অঘটন না ঘটলে ভারতের সেমির টিকিট কার্যত নিশ্চিত।

বিশ্বকাপের সুপার এইটে উঠল ‘এই’ দল, আজ বড় দলের বিদায়! চার বিশ্বজয়ী এবার বাদ!

নিউ ইয়র্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের তৃতীয় ম্যাচে জিতে সুপার-৮-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে তারা সুপার এইটে উঠেছে।

অন্যদিকে, ওমান ৩টি হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বর্তমান সমীকরণের দিকে তাকালে দেখা যাচ্ছে, বাদ পড়ার শঙ্কায় রয়েছে চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দেশের।

ভারত, স্কটল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সুপার-৮-এ ওঠার ব্যাপারে এগিয়ে।  অন্যদিকে আজ হারলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল।

গ্রুপ-ডি-তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়ে সুপার-৮-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৩ জয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬।

আরও পড়ুন- অর্ধেক বিশ্বকাপ শেষ! ‘এই’ ২জন কি আর খেলবেন না? জামাইষষ্ঠীর দিন বড় ম্যাচ

অন্যদিকে গ্রুপ-বি থেকে বাদ পড়েছে ওমান। এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচই হেরেছে ওমান।

ভারতের কাছে হারের পর সুপার-৮-এ জায়গা করাটা কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। এখনও পর্যন্ত খেলা দুটি ম্যাচেই হেরেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থাও খারাপ। দুই ম্যাচে তাদের মাত্র ১ পয়েন্ট। সুপার-৮-এ উঠতে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে তাদের। স্কটল্যান্ড (৫ পয়েন্ট) ও অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট) তাদের উপরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অবস্থাও খারাপ। দুটি ম্যাচের দুটিতেই হেরেছে তারা। সুপার-৮-এর দৌড়ে থাকতে হলে তাদের এবার বাকি দুটি ম্যাচই জিততে হবে।

গ্রুপ এ পয়েন্ট টেবিল

ভারত – ৪ পয়েন্ট (২ ম্যাচ)
USA – ৪ পয়েন্ট (2 ম্যাচ)
কানাডা – ২ পয়েন্ট (২ ম্যাচ)
পাকিস্তান – 0 পয়েন্ট (২ ম্যাচ)
আয়ারল্যান্ড – 0 পয়েন্ট (২ ম্যাচ)

আরও পড়ুন- আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক বদল! ভাঙবে উইনিং কম্বিনেশন? থাকবে বড় চমক!

গ্রুপ বি-

স্কটল্যান্ড – ৫ পয়েন্ট (৩ ম্যাচ)
অস্ট্রেলিয়া – ৪ পয়েন্ট (২ ম্যাচ)
নামিবিয়া – ২ পয়েন্ট (২ ম্যাচ)
ইংল্যান্ড – ১ পয়েন্ট (২ ম্যাচ)
ওমান – 0 পয়েন্ট (২ ম্যাচ)

গ্রুপ সি-

আফগানিস্তান – ৪ পয়েন্ট (২ ম্যাচ)
ওয়েস্ট ইন্ডিজ – ৪ পয়েন্ট (২ ম্যাচ)
উগান্ডা – ২ পয়েন্ট (৩ ম্যাচ)
পাপুয়া নিউ গিনি – 0 পয়েন্ট (২ ম্যাচ)
নিউজিল্যান্ড – 0 পয়েন্ট (১ ম্যাচ)

গ্রুপ ডি-

দক্ষিণ আফ্রিকা – ৬ পয়েন্ট (২ ম্যাচ)
বাংলাদেশ – ২ পয়েন্ট (২ ম্যাচ)
নেদারল্যান্ডস – ২ পয়েন্ট (2 ম্যাচ)
নেপাল – 0 পয়েন্ট (১ ম্যাচ)
শ্রীলঙ্কা – 0 পয়েন্ট (২ ম্যাচ)