ফলে বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ফাইনালে কি এরপরও বিরাট কোহলিকে খেলানো হবে? ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তুলছেন এই প্রশ্নও।

আজ বিরাট-রোহিত নয়! শর্মাজির সঙ্গে ওপেন করবেন ‘এই’ তারকা, বিশ্বকাপে বড় বদল

ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত বিরাট কোহলি রান পাননি। তিন ম্যাচে ওপেনিং করে মাত্র ৫ রান করেছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম সুপার-৮ ম্যাচের আগে আলোচনার বিষয় কোহলি।

—- Polls module would be displayed here —-

অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বিরাট কোহলির ওপেন করা উচিত নয়। তাঁর পছন্দের জায়গা তিন নম্বরই ঠিক ছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্সের তরফে বিরাট বিবৃতি এসেছে। বিরাট কোহলির ওপেন করা উচিত কি না তা  নিয়ে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- সুপার এইটে ভারতের সবথেকে বড় চিন্তা! কোপ পড়বে তাঁর উপর? জেনে নিন বিস্তারিত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 8 ম্যাচে বিরাট কোহলিকে ৩ নম্বরে পাঠানোর কথা বলেছেন এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি সবসময় বলেছি, দয়া করে বিরাটকে তিন নম্বরে ব্যাট করানো হোক। তিন নম্বরে খেলা সেরা ক্রিকেটার বিরাট কোহলি। কোহলি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। কিন্তু ও মিডল ওভারে ভাল ব্যাট করে। ফলে ওকে ওপেন করানোর কোনও মানে হয় না।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে ভারত আইসিসি ট্রফি জেতার জন্য অপেক্ষা করছে। এই বিষয়ে ডিভিলিয়ার্স বলেছেন, এই খরা কাটাতে ভারতকে আরও একটু আগ্রাসী হতে হবে।

আইপিএল ২০২৪-এ ওপেনার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন গোটা টুর্নামেন্টে। ৭৪১ রান করেছিলেন তিনি। কিন্তু আইসিসি টুর্নামেন্টে কোহলি ওপেন করে সফল হন না। বিশ্বকাপের ৩ ম্যাচে কোহলি ৯ বলে ১.৬৬ গড়ে এবং ৫৫.৫৫ স্ট্রাইক-রেটে মাত্র ৫ রান করেছেন।

আরও পড়ুন- EURO 2024: ইউরোতে অব্যাহত জার্মান দাপট, প্রথম দল হিসেবে শেষ ষোলোয় আয়োজকরা

আরও পড়ুন- EURO 2024: ইউরোতে অব্যাহত জার্মান দাপট, প্রথম দল হিসেবে শেষ ষোলোয় আয়োজকরা

২০ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হয়তো কোহলিকে ওপেনিং করতে দেখা যাবে না। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আজ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ঋষভ পন্থ।