বিশ্বকাপে কবে নামছে ভারত?

T20 world cup 2024: আইপিএলের পরে শুরু হতে চলেছে বিশ্বকাপ, ভারতের ম্যাচ কবে কোথায়?

ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আইপিএলের পরেই রয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এ বারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপে খেলা হবে মোট ৫৫টি ম্যাচ। দুই দেশের মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ক’টি ম্যাচ।

আরও খবর: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। ফাইনাল সমেত মোট ৯টি ম্যাচ খেলা হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ৮টি করে ম্যাচ খেলা হবে অ্যান্টিগুয়া এবং বার্বুডা এবং নিউ ইয়র্কে। ৫৫টি ম্যাচের মধ্যে ৩৯টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ১৬টি ম্যাচ আয়োজন করবে আমেরিকা।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

এ বারের বিশ্বকাপে এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়।