বিশ্বকাপের সুপার এইটে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত? এবারই আসল পরীক্ষা টিম ইন্ডিয়ার

নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের রাউন্ড-ওয়ান-এ টানা তিনটি জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার-8-এ পৌঁছেছে।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সুপার-৮-এ উঠেছে ভারত। গ্রুপের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত।

আরও পড়ুন- বয়স ৬৮! তাতে কী! নীল পাঞ্জাবিতে শ্বশুরবাড়িতে ক্রিকেটার! জামাইষষ্ঠী জমজমাট

এবার ভারতের আসল পরীক্ষা হতে চলেছে। কারণ সুপার-৮-এ হারলে ভারতের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক, পরবর্তী রাউন্ডে কোন ৩ টি দলের মুখোমুখি হতে চলেছে ভারত।

টিম ইন্ডিয়া সুপার-8-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ২৪ জুন ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে লড়াই হবে।সবার চোখ থাকবে সেই বড় ম্যাচের দিকে।

আইসিসির শেষ দুটি ইভেন্টে অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা ভারতের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের দিকে যেতে চাইবে ভারত।

ভারত-অস্ট্রেলিয়া গ্রুপ-এ-তে আছে। এর পর এই গ্রুপে আরও দুটি দল আসবে। গ্রুপ-ডি-এর দ্বিতীয় র‌্যাঙ্কিং দল এবং গ্রুপ-সি-এর প্রথম র‌্যাঙ্কিং দল। সুপার-৮-এ এই দুই দলের সঙ্গে ভারতের ম্যাচ হবে। ফলে এই পরিস্থিতিতে আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ভারতের ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। এই ২টি দল গ্রুপের শীর্ষে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন- এই ভাঙাচোরা বাড়িটা কার জানেন? সারা বিশ্ব চেনে যে ক্রিকেটারকে, এখন তিনি ‘রাজা’

একইসঙ্গে গ্রুপ ডি-তে দ্বিতীয় অবস্থানের জন্য লড়ছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। সুপার-৮-এর প্রথম দুই ম্যাচ কার বিরুদ্ধে ভারত খেলবে, তা আগামী ম্যাচগুলোতেই স্পষ্ট হয়ে যাবে।