ICC T20 World Cup: টি২০ বিশ্বকাপে ভারতের খেলা কবে কার বিরুদ্ধে ? জেনে নিন টুর্নামেন্টের খুঁটিনাটি

কলকাতা: ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এর থেকে বড় সুখবর হয়তো আর হত না। ভারতীয় ক্রিকেটে আবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সারপ্রাইজ এন্ট্রি। কেউ আন্দাজই করতে পারেননি, ধোনি আবার এভাবে টিম ইন্ডিয়ায় ফিরে আসবেন। না হলে তো ধোনি অবসর নেওয়ার পর থেকে তাঁর ভক্তরা মুষড়েই পড়েছিলেন প্রায়। তবে এবার তাঁদের মুখে চওড়া হাসি।

টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। আর সেই দলে এবার সব থেকে বড় দুটি চমকের একটি ধোনির এন্ট্রি। অবসরের পর তিনি এভাবে ফিরবেন বলে কেউ কার্যত ভাবতেই পারেননি। তবে ধোনির ভারতীয় দলের মেন্টর হওয়াটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, অশ্বিনের ভারতীয় দলে ডাক পাওয়াটাও কম বড় চমক নয়। অশ্বিন অবশ্যই ম্যাচ উইনার। তবে তাঁকে কার্যত ছোট ফর্ম্যাটের খেলায় বসিয়েই রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

টি২০ বিশ্বকাপে ভারতের সূচি

গ্রুপ লিগে ভারতের মোট ৫টি ম্যাচ রয়েছে ৷ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে ভারত ৷ দেখে নিন একনজরে ভারতের খেলা কবে কবে রয়েছে ৷

আরও পড়ুন– রবি শাস্ত্রীর জায়গায় কি এবার ধোনি ভারতীয় দলের কোচ! বিসিসিআই কীভাবে দিল ইঙ্গিত, দেখুন

টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল

  • বিরাট কোহলি (অধিনায়ক)
  • রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
  • কেএল রাহুল
  • সূর্যকুমার যাদব
  • ঋষভ পন্থ (উইকেটকিপার)
  • ইশান কিষান (উইকেটকিপার)
  • হার্দিক পান্ডিয়া
  • রবীন্দ্র জাদেজা
  • রাহুল চাহার
  • রবিচন্দ্রন অশ্বিন
  • অক্ষর প্যাটেল
  • বরুণ চক্রবর্তী
  • জসপ্রীত বুমরাহ
  • ভুবনেশ্বর কুমার
  • মহম্মদ শামি

স্ট্যান্ড বাই- শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

টি২০ বিশ্বকাপের ফাইনাল- ১৪ নভেম্বর, ২০২১

১. ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে ম্যাচ

টি২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায়

২. টি২০ বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে ?

ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar-এ

করোনার জেরে টি২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সরে যায় সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানের মাস্কাটে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে। সুপার ১২-এ রয়েছে দুটি গ্রুপ, যেখানে ছয়টি দলকে রাখা হয়েছে। রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। গ্রুপ এ-র জয়ী ও  গ্রুপ বি-র রানার আপ দল টি২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ ২-তে খেলবে।