টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে আরও একবার সমালোচকদের যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন বিরাট কোহলি। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ উইনিং ইনিংসও খেলেছেন তিনি।

সারা দেশ যা ভেবেছিল, তাই হল! বিরাট কোহলি যা করলেন, মনে রাখবে গোটা ভারত

বার্বাডোজ: এক ভুলে ভুগতে গোটা বিশ্বকাপে। ভুল করল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। ভুগল গোটা দল। বিরাট কোহলি এবার আইপিএলে ওপেন করে ভাল রান করেছিলেন। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ভেবেছিল, কোহলিকে ওপেন করালে হয়তো বড় কিছু হতে পারে। বাস্তবে হল তার উল্টো।

ভারতীয় দলের জার্সি গায়ে ওপেন করতে নেমে কোহলি সুপার ফ্লপ। গোটা বিশ্বকাপে বড় রানের দেখা পাননি। একমাত্র ফাইনালে এসে কোহলির হাফ সেঞ্চুরি। তাও আরও একবার তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে আজ যে পরিস্থিতিতে কোহলি খেললেন তাতে স্লো ব্যাটিং ছাড়া অন্য বিকল্প ছিল না।

আরও পড়ুন- ‘বেরিল’ আসছে! বিশ্বকাপ ফাইনালে বড়সড় আশঙ্কা! আজ ম্যাচ কি হবে না?

রোহিত, পন্থ, সূর্যকুমারের উইকেট হারিয়ে ভারতীয় দল যখন ধুঁকছে, ঠিক তখনই নিজের মতো করে দলকে টানলেন কোহলি। আসলে যখনই দলের প্রয়োজন তাঁকে, তিনি পারফর্ম করেছেন। তা সে পাকিস্তানের বিরুদ্ধে হোক বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিনও ৫৯ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি।

—- Polls module would be displayed here —-

গোটা বিশ্বকাপে ববড় রানের মুখ না দেখা কোহলি ফাইনালে পারফর্ম করলেন। ফাইনালে রোহিত শর্মা রান পাননি। সূর্যকুমার, পন্থরা খেললেন দায়িত্বজ্ঞানহীনদের মতো। এই পরিস্থিতিতে আজ কোহলি দায়িত্ব না নিলে কী যে হত, তা ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভালমতোই জানেন। সারা দেশ ভেবেছিল, ফাইনালে অন্তত বিরাট কোহলি ভাল খেলবেন, শেষমেশ তাই হল। কোহলির এই ইনিংস মনে থাকবে তাঁর ভক্তদের।

আরও পড়ুন- এক দলের ৮০%, আরেক দলের ২০% জেতার সম্ভাবনা! বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী

কোহলিকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল। এই বিশ্বকাপে অক্ষর আর কুলদীপ ভারতের ট্রাম্প কার্ড। একের পর এক ম্যাচে ২জনে দুর্দান্ত পারফর্ম করছেন। অক্ষর ব্যাট-বলে পারফর্ম করছেন আদর্শ অলরাউন্ডারের মতো। এদিন অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন তিনি। তবে অক্ষরের এই ইনিংস অনেকেরই দীর্ঘদিন মনে থেকে যাবে।