ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে দেশকে ভালোবেসে মাঠে নেমেই কামাল রিজওয়ানের

গ#নয়াদিল্লি: পাকিস্তানের দ্বিতীয়বারের টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) জয়ের স্বপ্ন ভেঙে গেল৷ তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়া (AUS vs PAK) পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে৷ এটাই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের প্রথম হার৷ আর তারই ধাক্কায় অভিযানই শেষ হয়ে গেল তাদের৷ এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান যার জন্য তারা ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে৷ কিন্তু পাকিস্তানের এক ক্রিকেটারের নাম এখন সকলের মুখে মুখে৷ তাঁর লড়াইয়ের স্পিরিট সকলকে মুগ্ধ করে দিচ্ছে৷ তিনি হলেন পাকিস্তানের উইকেটরক্ষক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)৷ তিনি আইসিইউতে ২ দিন থাকার পরেও সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছিলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধ তিনি ৫২ বলে ৬৭ রান করেন৷

ম্যাচের আগে অবশ্য কেউই জানতেন না রিজওয়ান (Mohammed Rizwan) হাসপাতালে ভর্তি ছিলেন৷ হঠাৎই ওঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেমিফাইনালের ঠিক আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান ভীষণ অসুস্থ ছিলেন৷ পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন ম্যাচের মধ্যে এই খবর নিজে দেন৷ ২৪ ঘণ্টা আগে ফুসফুসে সংক্রমণের দরুণ রিজওয়ান আইসিইউতে ভর্তি ছিলেন৷ কিন্তু তারপরেও তিনি সেমিফাইনালে খেলতে নামেন এবং অর্ধশতরানও করেন৷ তিনি একজন প্রকৃত যোদ্ধা৷ তাঁর সাহস খুবই প্রশংসনীয়৷

Mohammed Rizwan spent two days in icu score stunning 67 in the semifinals
Mohammed Rizwan spent two days in icu score stunning 67 in the semifinals

রিজওয়ান সেমিফাইনালের ২ দিন আগে আইসিইউতে ছিলেন

পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক নজীব সোমরু বলেছেন, রিজওয়ান ফুসফুসে সংক্রমণের কারণে ২ দিন ধরে আইসিইউতে ছিলেন৷ তিনি আরও জানান, ‘‘মহম্মদ রিজওয়ান ৯ নভেম্বর বুকের গভীর সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন৷ তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ উনি ২ রাত আইসিইউতে থাকেন৷ কিন্তু উনি খুব দ্রুত সেরে ওঠেন৷ সমস্ত পরীক্ষার পর তাঁকে ফিট ঘোষণা করা হয়৷ আমরা ওঁর মজবুত ইচ্ছাশক্তি দেখতে পাই, তিনি চাইছিলেন দেশের জার্সিতে পারফরম্যান্স দিতে৷ তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত পুরো টিম ম্যানেজমেন্ট নিয়েছে৷ এটা পুরো দলের মনোবলের বিষয় ছিল, তাই এই খবর সকলকে দেননি৷ ’’

আরও পড়ুন – ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে মাঠে নেমেই কামাল রিজওয়ানের

আরও পড়ুন – Panchang 12 November: পঞ্জিকা ১২ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর দিন দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল, কখন সারবেন ভালো কাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যখন খেলতে নামেন তখন তাঁর মুখ চোখে অস্বস্তি দেখা যাচ্ছিল৷ কিন্তু তারপরেও তিনি ব্যাটিং ও উইকেটকিপিং দুটোই করেন৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর ভূয়সী প্রশংসা করেন, তিনি বলেন রিজওয়ান সত্যি সত্যি দলের জন্য সমর্পিত ক্রিকেটার৷

এর পাশাপাশি প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও তাঁর ভূয়সী প্রশংসা করেন৷ তিনি তাঁকে আসল নায়ক বলেন৷

রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০ গড়ে ২৮১ রান করেন৷ টুর্নামেন্টে তিনি ৩ টি অর্ধশতরান করেন৷ রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০ গড়ে ২৮১ রান করেছেন৷