Virat Kohli Daughter Reaction: ‘বাবা কাঁদছে কী হবে….’ ভারত জয়ের পর বিরাট কন্যার প্রতিক্রিয়া! ঘরে বসে মা অনুষ্কা কীভাবে সামলালেন? রইল ছবি

টানটান উত্তেজনার ম্যাচ৷ বিশ্বকাপ ফাইনাল সম্ভবত এমনই হওয়া বাঞ্ছনীয়৷ আর তারপরই বিশ্বসেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারা ম্যাচ ৭ রানে জিতল ভারত। ব্যাটিংয়ে স্বপ্ন দেখিয়েছিলেন বিরাট, বোলিংয়ে সেই স্বপ্ন সার্থক করলেন বুমরা, হার্দিক, আরশদীপ।
টানটান উত্তেজনার ম্যাচ৷ বিশ্বকাপ ফাইনাল সম্ভবত এমনই হওয়া বাঞ্ছনীয়৷ আর তারপরই বিশ্বসেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারা ম্যাচ ৭ রানে জিতল ভারত। ব্যাটিংয়ে স্বপ্ন দেখিয়েছিলেন বিরাট, বোলিংয়ে সেই স্বপ্ন সার্থক করলেন বুমরা, হার্দিক, আরশদীপ।
এই জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা কান্নায় ফেটে পড়েন৷ ২০১১-র পর আবার ২০২৪ এ টি-২০ বিশ্বকাপ এল ভারতের ঘরে৷

এই জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা কান্নায় ফেটে পড়েন৷ ২০১১-র পর আবার ২০২৪ এ টি-২০ বিশ্বকাপ এল ভারতের ঘরে৷
বিরাট এবং টিম ইন্ডিয়ার জন্য গ্যালারি থেকে গলা ফাটান৷ তবে এবার একটু ব্যতিক্রম ছিল৷ ঘরে বসেই এবার খেলা দেখছিলেন বিরাট পত্নী অনুষ্কা৷ তিনি তো আবেগতাড়িত হয়ে পড়েন৷ দুই সন্তানকে নিয়ে তিনি আমেরিকা সফরে আসেননি বিরাটের সঙ্গে৷ সাধারণত তিনি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকেন৷
বিরাট এবং টিম ইন্ডিয়ার জন্য গ্যালারি থেকে গলা ফাটান৷ তবে এবার একটু ব্যতিক্রম ছিল৷ ঘরে বসেই এবার খেলা দেখছিলেন বিরাট পত্নী অনুষ্কা৷ তিনি তো আবেগতাড়িত হয়ে পড়েন৷ দুই সন্তানকে নিয়ে তিনি আমেরিকা সফরে আসেননি বিরাটের সঙ্গে৷ সাধারণত তিনি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকেন৷
মায়ের সঙ্গে বসে বাবার খেলা টিভিতে দেখছিল ছোট্ট মেয়ে ভমিকাও৷ আর জয়ের পর বিরাট কন্যার প্রতিক্রিয়া ছিল অনন্য৷ মা অনুষ্কা নিজে ইনস্টাগ্রামে তুলে ধরেন সে কথা৷ ৷
মায়ের সঙ্গে বসে বাবার খেলা টিভিতে দেখছিল ছোট্ট মেয়ে ভমিকাও৷ আর জয়ের পর বিরাট কন্যার প্রতিক্রিয়া ছিল অনন্য৷ মা অনুষ্কা নিজে ইনস্টাগ্রামে তুলে ধরেন সে কথা৷ ৷
বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি।বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি।বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়ার বলা হয় বিরাট কোহলিকে।সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়ার বলা হয় বিরাট কোহলিকে।সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
সারা জীবনে বড় মঞ্চে বড় রান না করার জন্য বার বার কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। ৫৯ বলে ৭৬ করে দেশকে টি২০ বিশ্বকাপ দিয়ে নিজেকে প্রমাণ করলেন বিরাট।টি২০ আন্তর্জাতিকে ১২৫টি ম্যাচে ৪১৮৮ রান করেছেন বিরাট। গড় ৪৮.৬৯।
সারা জীবনে বড় মঞ্চে বড় রান না করার জন্য বার বার কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। ৫৯ বলে ৭৬ করে দেশকে টি২০ বিশ্বকাপ দিয়ে নিজেকে প্রমাণ করলেন বিরাট।টি২০ আন্তর্জাতিকে ১২৫টি ম্যাচে ৪১৮৮ রান করেছেন বিরাট। গড় ৪৮.৬৯।
৬টি টি২০ বিশ্বকাপে ১৫টি অর্ধ শতরান-সহ ১২৯২ রান করেছেন বিরাট, যা নজির। টি২০ বিশ্বকাপে বিরাটের ধারেকাছে কেউ নেই। টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআই বিরাট-রোহিতকে টি২০ ক্রিকেট থেকে দূরেই রেখেছিলেন। ভাবাই যায়নি যে বিরাট-রোহিত আবার সুযোগ পাবেন। সুযোগ পেয়ে রূপকথা রচনা করলেন বিরাট। ২০১১ সালের ধোনি আর ২০২৪ সালের বিরাট, যেন মহারণের মহানায়ক।
৬টি টি২০ বিশ্বকাপে ১৫টি অর্ধ শতরান-সহ ১২৯২ রান করেছেন বিরাট, যা নজির। টি২০ বিশ্বকাপে বিরাটের ধারেকাছে কেউ নেই।টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআই বিরাট-রোহিতকে টি২০ ক্রিকেট থেকে দূরেই রেখেছিলেন। ভাবাই যায়নি যে বিরাট-রোহিত আবার সুযোগ পাবেন। সুযোগ পেয়ে রূপকথা রচনা করলেন বিরাট। ২০১১ সালের ধোনি আর ২০২৪ সালের বিরাট, যেন মহারণের মহানায়ক।
বিরাটের পারফর্মেন্স ও টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত স্ত্রী অনুষ্কা৷
বিরাটের পারফর্মেন্স ও টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত স্ত্রী অনুষ্কা৷
বাবার খেলা খুবই এন্জয় করেন মেয়ে৷ আর ছেলে অকায় এখন অনেকটাই ছোট৷ বিরাট যেমন ক্রিকেট মাঠের রাজা, তেমনই তিনি খুবই দায়িত্বশীল পিতা৷
বাবার খেলা খুবই এন্জয় করেন মেয়ে৷ আর ছেলে অকায় এখন অনেকটাই ছোট৷ বিরাট যেমন ক্রিকেট মাঠের রাজা, তেমনই তিনি খুবই দায়িত্বশীল পিতা৷
খেলার বাইরে সংসার-সন্তান নিয়ে তাঁর সময় কাটে৷ বিভিন্ন সময় মেয়ে কোলে তাঁর ছবি দেখা যায়৷ এমনকী ছেলের জন্মের আগে বেশ কয়েকদিন অনুষ্কার সঙ্গেই সময় কাটান তিনি৷
খেলার বাইরে সংসার-সন্তান নিয়ে তাঁর সময় কাটে৷ বিভিন্ন সময় মেয়ে কোলে তাঁর ছবি দেখা যায়৷ এমনকী ছেলের জন্মের আগে বেশ কয়েকদিন অনুষ্কার সঙ্গেই সময় কাটান তিনি৷
টি-২০ জয়ের পর বাবা এবং তাঁর সতীর্থদের মাঠের মধ্যে কাঁদতে দেখে ছোট মেয়ে ভামিকা বেশ চিন্তিত হয়ে পড়ে৷ সে জানতে চায় যে তাঁর বাবা ও অন্যদের সামলানোর জন্য কারা রয়েছে সেখানে!
টি-২০ জয়ের পর বাবা এবং তাঁর সতীর্থদের মাঠের মধ্যে কাঁদতে দেখে ছোট মেয়ে ভামিকা বেশ চিন্তিত হয়ে পড়ে৷ সে জানতে চায় যে তাঁর বাবা ও অন্যদের সামলানোর জন্য কারা রয়েছে সেখানে!
অনুষ্কা একথা নিজে লেখেন ইনস্টাগ্রামের পোস্টে৷ তিনি আরও জানান যে মেয়েকে তিনি আশ্বস্ত করেছেন যে টিম ইন্ডায়াকে সামলানোর জন্য গোটা দেশ রয়েছে৷ ভারতীয় জয়ের এমন সরল প্রতিক্রিয়া অত্যন্ত বিরল৷
অনুষ্কা একথা নিজে লেখেন ইনস্টাগ্রামের পোস্টে৷ তিনি আরও জানান যে মেয়েকে তিনি আশ্বস্ত করেছেন যে টিম ইন্ডায়াকে সামলানোর জন্য গোটা দেশ রয়েছে৷ ভারতীয় জয়ের এমন সরল প্রতিক্রিয়া অত্যন্ত বিরল, এবং মন ছুঁয়ে যায়