Tag Archives: Agriculture News

North Dinajpur News: সবুজ অ্যালোভেরা থেকে আজীবন হবে মোটা টাকা আয়, দেখে নিন কীভাবে

#উত্তর দিনাজপুর: সাম্প্রতিক সময়ে বাজার গুলিতে বাড়ছে অ্যালোভেরার চাহিদা। কসমেটিক পণ্য থেকে শুরু করে আয়ুর্বেদিক ওষুধ সব কিছুতেই ব্যবহার হচ্ছে অ্যালোভেরার। এই কারণে বাজারে অ্যালোভেরার চাহিদা বেড়েই চলছে। অ্যালোভেরার চাষ করে অল্প দিনে আপনিও লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। এর জন্য অল্প কিছু জমিতে চাষ শুরু করুন অ্যালোভেরার।

কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ সাহা জানান অ্যালোভেরা চাষে সবচেয়ে ভালো বিষয় হলো এটি শুধুমাত্র একবার ইনভেস্টমেন্ট করতে হয় আর এই গাছের একটি চারা আপনাকে ৫ বছর পর্যন্ত লাভ দিতে পারবে।

আরও পড়ুন: ৪ সমবায় ব্যাঙ্ককে আর্থিক জরিমানা RBI-র, আপনার অ্যাকাউন্ট রয়েছে? গ্রাহকদের টাকার কী হবে?

একবার অ্যালোভেরা গাছ লাগালেই পরে আপনি এই চারা থেকে বের হওয়া প্লান্ট অন্য জায়গায় লাগাতে পারেন । তিন থেকে চার মাসে বহু বেবি প্ল্যান্ট তৈরি করে এই অ্যালোভেরা গাছ দেবে লক্ষ লক্ষ টাকা। তারা প্রসাদ জানান এক বিঘা জমিতে অ্যালোভেরার গাছ লাগালে ১২০০০ চারা রোপন করা যায়। একটি অ্যালোভেরা গাছের দাম তিন থেকে চার টাকা। এর মানে হল।

আরও পড়ুন: Sukanya Samriddhi Yojana: ১০০০, ২০০০, ৩০০০, ৫০০০- কত টাকা বিনিয়োগে কত টাকা রিটার্ন পাবেন ? জানলে অবাক হবেন

৪৮০০০ হাজার টাকা খরচ করে এক বিঘে জমিতে অ্যালোভেরা গাছ লাগানো যাবে। একটি গাছ থেকে চার কেজি অ্যালোভেরা পাতা পাওয়া যায়। এক একটি অ্যালোভেরা পাতার দাম সাত থেকে আট টাকা। এক বিঘে জমিতে এই অ্যালোভেরা চাষ করে ৩/৪ লক্ষ টাকা ঘরে আসবে । জানা যায়অ্যালোভেরার চাষ ফেব্রুয়ারি থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত করা সম্ভব। গাছ লাগানোর সময় দুটি গাছের মাঝে ২ ফুট দূরত্ব থাকতে হবে। অ্যালোভেরা লাগানোর পরে কৃষকেরা বছরে দুবার পাতা কাটা এবং মুনাফা লাভ করতে পারেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাই অল্প সময় মোটা টাকা আয় করতে চাইলে অল্প বাড়িতে পড়ে থাকা জমিতে অ্যালোভেরা চাষ শুরু করুন।
পিয়া গুপ্তা