Tag Archives: Amazon India

Amazon: উৎসবের মরশুমে অ্যামাজন থেকে চুটিয়ে কেনাকাটা করেছে পশ্চিমবঙ্গবাসী, ই-কমার্স সাইটের ব্যবসা কত বাড়ল দেখুন

কলকাতা: উৎসবের মরশুমে ই-কমার্স সাইটের কেনাকাটা এমনিতেই বেড়ে যায়। তবে এবারের উৎসবের মরশুম বিশেষ হয়ে রইল। একদিকে যেমন পশ্চিমবঙ্গের জন্য, তেমনই দেশের প্রথম সারির ই-কমার্স সাইট অ্যামাজনের জন্যও।

কলকাতা এবং পশ্চিমবঙ্গ, সত্যি বলতে কী, বরাবরই Amazon.in-এর জন্য এক গুরুত্বপূর্ণ বাজার। কাস্টমার-সেলার বেস হোক বা রাজ্যব্যাপী MSME- নতুন প্রযুক্তি, উদ্ভাবনে সব সময়েই তাকে সমৃদ্ধ করেছে অ্যামাজন। শুধুমাত্র এই রাজ্যেই রয়েছে অ্যামাজন ইন্ডিয়ার ৯৫টিরও বেশি সার্ভিস পার্টনার, ৩ ডেলিভারি স্টেশন এবং ৬২ হাজারেরও বেশি সেলার। এই পরিষেবা এবং গ্রাহকের আস্থা এবার উৎসবের মরশুমে অ্যামাজন ইন্ডিয়ার ২০ শতাংশ বার্ষিক বৃদ্ধির সহায়ক হল, যা এসেছে হোম, কিচেন, আউটডোর বিজনেস থেকে। অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে যে এটি তাদের পক্ষে ডবল ডিজিট গ্রোথ। সঙ্গত কারণেই তারা দেশব্যাপী এক দুর্ধর্ষ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং শুধুমাত্র কলকাতার কথা মাথায় রেখে ৩ ফুলফিলমেন্ট সেন্টার ও সর্টেশন সেন্টারে বিনিয়োগ করেছে।

আরও পড়ুন– ছিলেন চাঁদ ওঠার অপেক্ষায়, করবা চৌথের সন্ধ্যাবেলায় স্ত্রীর চিঠি পেয়ে মাথা ঘুরে গেল স্বামীর ! খোঁজ মিলল শুধু মহিলার চপ্পলের

পশ্চিমবঙ্গ এবং কলকাতা হোম ডেকরের ক্ষেত্রে ৩০ শতাংশ বার্ষিক বৃদ্ধির সহায়ক হয়েছে। কীভাবে তা হয়েছে, সেই ধারা দেখে নেওয়া যাক এক নজরে।

– স্টোরেজ বেড, ওয়ার্ড্রোব, বড় সোফার মতো আসবাবে কলকাতা থেকে কেনাকাটা বেড়েছে যা বার্ষিক হিসাবে ৩০ শতাংশ চাহিদার বৃদ্ধি তুলে ধরেছে।

– কিচেনওয়্যার অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, রান্নার বাসনের ক্ষেত্রে যথাক্রমে বার্ষিক ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ চাহিদা বৃদ্ধি পেয়েছে।

– পিছিয়ে নেই অটোমোটিভ সেগমেন্টও। ভেহিক্যাল টুলের কথা ধরলে চাহিদা প্রায় বার্ষিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বার্ষিক ভিত্তিতে পেট্রল টু-হুইলালের চাহিদা বেড়েছে ৮ গুন, ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বেড়েছে ১০ গুন।

– বাড়ছে সোলার পোর্টফোলিওর মতো রিনিউএবল প্রোডাক্টের চাহিদাও, বার্ষিক হিসাবে ৬৫ শতাংশেরও বেশি। সোলার প্যানেলের চাহিদাই যেমন বার্ষিক ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

– কলকাতার নাগরিক বাগান করার নানা জিনিস, এমনকি বীজও কিনেছেন এখান থেকে সাগ্রহে, যা বার্ষিক ৩০ শতাংশ চাহিদা বৃদ্ধির হিসাব তুলে ধরেছে।

অ্যামাজন ইন্ডিয়ার হোম, কিচেন অ্যান্ড আউটডোর ডিরেক্টর কে এন শ্রীকান্ত (K N Srikanth, Director, Home, Kitchen and Outdoors, Amazon India) এই প্রসঙ্গে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। “এবারের উৎসবের মরশুমে অ্যামাজন ইন্ডিয়ায় আমরা দারুণ সব ডিলের সঙ্গে পণ্যবৈচিত্র্য, অভূতপূর্ব যোগাযোগ সুবিধা এবং এক অভিনব কেনাকাটার অভিজ্ঞতা গ্রাহকের কাছে এনে দিতে বদ্ধপরিকর ছিলাম। কলকাতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই হোম, কিচেন, আউটডোর বিজনেসে বার্ষিক ২০ শতাংশ বৃদ্ধি এসেছে। উৎসবের মরশুমে এই চাহিদা বিশেষ করে বৃদ্ধি পেয়েছে, কেন না কেনাকাটার জন্য গ্রাহকরা Amazon.in-কেই বেছে নিয়েছিলেন। ভবিষ্যতেও আমরা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গে আমাদের ব্র্যান্ড পার্টনার এবং সেলারদের পাশে যেমন একদিকে থাকব, তেমনই অন্য দিকে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দেব আনন্দ, ’’ বলেছেন তিনি।