Tag Archives: Anushka Shetty

Bahubali Actor Anushka Shetty: হাতের বাইরে হাসিকান্না! বিরল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অনস্ক্রিন অরুন্ধতী, অভিনেত্রী অনুষ্কা

মুম্বই: জটিল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অরুন্ধতী৷ বিরল এই শারীরিক পরিস্থিতিতে হাসিকান্নার উপর নিজের কোনও নিয়ন্ত্রণ থাকে না৷ যাঁর এই অসুখ হয়, তিনি ক্রমাগত হেসে বা কেঁদে যেতে থাকেন৷ একবার কান্না বা হাসি শুরু হলে কার্যত কোনও কারণ ছাড়াই সেটা চলতে থাকে৷ অর্থাৎ কোনও কারণে হাসি বা কান্না শুরু হলে সেই কারণের প্রভাবকালের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বন্ধ হয় না৷

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুষ্কা শেট্টী জানিয়েছেন, ‘‘আমার হাসিরোগ হয়েছে৷ বলতে পারেন এটা হাসির ব্যারাম৷ একবার হাসতে শুরু করলে আমি ১৫ থেকে ২০ মিনিটের আগে থামি না৷ কমেডি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে বা সেরকম কোনও দৃশ্য দেখলে আমি হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ি৷ সেই কারণে অনেক বার শ্যুটিং বন্ধও করে দিতে হয়েছে৷’’

ঠিক কী এই অসুখ? এর পোশাকি নাম সিউডোবাবলার এফেক্ট বা পিবিএ Pseudobulbar Affect (PBA)৷ বিরল এই স্নায়বিক পরিস্থিতিতে মস্তিষ্ক হাসি বা কান্নার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না৷ অনুষ্কার অভিজ্ঞতা, এই রোগে আক্রান্তদের কাছে বা তাঁর চারপাশে যাঁরা থাকবেন, দু’ পক্ষের কাছেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে৷

আরও পড়ুন : জগন্নাথদেবের আশীর্বাদে এই ৪ রাশির হাতের মুঠোয় অর্থসুখ,সাফল্য,আনন্দ! জানুন রথযাত্রার আগেই

স্ট্রোক, মাল্টিপল স্কেরোসিস, ট্রম্যাটিক ব্রেন ইঞ্জুরি, অ্যালঝাইমার্স ডিজিজ-সহ একাধিক কারণে মস্তিষ্ক অসুস্থ হলে পিবিএ-এর উপসর্গ দেখা দিতে পারে৷ সেই লক্ষণের মধ্যে পড়ে পরিস্থিতির বিপক্ষে গিয়েও হাসি কান্না শুরু হওয়া৷ অর্থাৎ দুঃখের পরিস্থিতিতে কেউ হয়তো হেসে উঠলেন৷ বা আনন্দের সময়ে হাউ হাউ কান্নায় ভেঙে পড়লেন৷ এবং সেই হাসিকান্না চলতেই থাকল৷ এর জেরে সামাজিক লজ্জা, উদ্বেগ, হতাশা-সবই বাড়তে পারে৷

পিবিএ অসুখ ধরা পড়া খুব সহজ নয়৷ সাধারণত স্নায়ুর অন্যান্য অসুখের উপসর্গের সঙ্গে মিলেমিশে যায়৷ আধুনিক চিকিৎসায় এই রোগের চিকিৎসা আয়ত্তাধীন৷ তবে ওষুধের পাশাপাশি মানবিক স্পর্শও দরকার৷ আক্রান্ত এবং তাঁর পরিবার পরিজনদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার জন্য সচেতন হতে হবে৷ এখন এই অসুখ নিয়ে সচেতনতা বাড়ছে৷ ফলে আক্রান্তদেরও অস্বাভাবিক বলে চিহ্নিত করার দিন গিয়েছে৷