Tag Archives: Asaduddin Owaisi

আসাদউদ্দিন ওয়াইসি: ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কেরিয়ার একনজরে

পুরো নাম: আসাদউদ্দিন ওয়াইসি।

জন্ম: ১৯৬৯ সালের ১৩ মে, তেলঙ্গানার হায়দরাবাদে।

রাজনৈতিক দল: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন।

আসাদউদ্দিন ওয়াইসি পরিবার (Asaduddin Owaisi Family):

বাবা – সুলতান সালাউদ্দিন ওয়াইসি,

মা – নাজমুন্নিসা।

ফারহিন ওয়াইসির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের ৬ সন্তান।

আসাদউদ্দিন ওয়াইসি সম্পর্কে:

চারবারের লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। দেশের ২০ কোটি মুসলমানের চাহিদাকে ভাষা দেন তিনি। তাঁর কথা বলার ভঙ্গি, সাহস এবং উচ্চাভিলাস প্রতিনিয়ত আলোচনায় রাখে তাঁকে। এসব দেখে অনুগামীরা তাঁকে ডাকেন নকিব-ই-মিল্লাত নামে। অর্থাৎ ‘সম্প্রদায়ের জন্য ভবিষ্যতের বাহক’। আর রাজনৈতিক সহকর্মীরা তাঁকে ‘আসাদ ভাই’ বলে ডাকেন। তবে একাধিকবার বিতর্কিত বয়ানের জন্যও খবরের শিরোনামে থেকেছেন আসাদউদ্দিন।

আসাদউদ্দিন ওয়াইসি অজানা তথ্য  (Asaduddin Owaisi unknown Fact):

  • আসাদউদ্দিনের বাবা সুলতান সালাউদ্দিন ওয়াইসিও ছিলেন হায়দরাবাদের বিশিষ্ট রাজনৈতিক নেতা। হায়দরাবাদ থেকে একটানা ৬ বার লোকসভার সাংসদ নির্বাচিত হন।
  • ওয়াইসিও বারবার বিতর্কে জড়িয়েছেন। শুরু থেকেই সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের কেন্দ্র করেই তাঁর রাজনীতি আবর্তিত হয়েছে।
  • আসাদউদ্দিনের ভাই আকবরউদ্দিনও বারবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। তাঁকে একাধিকবার আটকও করেছে পুলিশ।
  • ২০০৮ সালে মুম্বই হামলার পর জাকিউর রহমান লকভি এবং হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন আসাদউদ্দিন। তিনি বলেন, ‘দেশের শত্রু মুসলমানের শত্রু’।
  • ওয়াইসি সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনগ্রসর মুসলমানদের সংরক্ষণের দাবি তুলেছেন।
  • মওলানা আবদুল ওয়াহিদ ওয়াইসির নামে হায়দরাবাদে হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠা করেছেন আসাদউদ্দিন। তিনিই এই দুটি সংস্থার চেয়ারম্যান। হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত। গবেষণা ও চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করছে। খ্যাতনামা জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর সহযোগিতায় হাসপাতালগুলোতে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।  
  • তাঁর মোটরবাইক প্রেম সুবিদিত। সময় পেলেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আসাদউদ্দিন।
  • ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ থেকে দিল্লি ফেরার সময় তাঁর কনভয়ে হামলা হয়। ওয়াইসি যে এসইউভি-তে যাচ্ছিলেন তাতে গুলি চালায় দুজন। অল্পের জন্য রক্ষা পান তিনি। ঘটনার পরই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্র। কিন্তু তা প্রত্যাখ্যান করেন আসাদউদ্দিন। তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রথম শ্রেণীর নাগরিকের মতো আচরণ করুন। জেড শ্রেণীর নিরাপত্তার প্রয়োজন নেই’।

আসাদউদ্দিন ওয়াইসি বিতর্ক :

  • ২০০৫ সালে আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে মেদক জেলা কালেক্টরকে হেনস্থার অভিযোগ ওঠে। এই নিয়ে মামলাও হয়।
  • রাস্তা তৈরির জন্য মাসজিদ ভাঙার বিরুদ্ধে মিম-এর প্রতিবাদ সংক্রান্ত একটি মামলায় ২০১৩ সালে তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল।
  • ২০০৯ সালে তেলেগু দেশম পার্টির একজন পোলিং এজেন্টকে তাড়া এবং মারধর করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচন কমিশন।
  • ২০১৩ সালে অনুমতি ছাড়াই সভা এবং লাইসেন্স ছাড়া বন্দুক রাখার জন্য ওয়াইসিকে আটক করা হয়।
  • ২০১৪ লোকসভা নির্বাচনের সময় মুসলিম সমর্থন চাইতে গিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেন বলে অভিযোগ।
  • ২০১৬ সালে মহারাষ্ট্রের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে ওয়াইসি বলেন, ‘ভারত মাতা কি জয় কখনও বলব না’।

AIMIM Chief Asaduddin Owaisi: “পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাজমহলের জন্য”: আসাদউদ্দিন ওয়াইসি

#নয়াদিল্লি: শাহজাহান যদি তাজমহল তৈরি না করতেন, তাহলে এই সময় পেট্রোলের দাম প্রতি লিটারে ৪০ টাকা হত! সমস্ত সমস্যায় সংখ্যালঘুদের বিষয় টেনে আনার জন্য বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই ব্যঙ্গাত্মক আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

দেশের সব সমস্যার জন্য শাসক দলকে মুঘল ও সংখ্যালঘুদের দোষারোপ করছে বলে অভিযোগ করে ওয়াইসি একটি জনসভায় বলেন, “দেশের তরুণরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল প্রতি লিটার ১০২ টাকায় বিক্রি হচ্ছে! নিশ্চয়ই আওরঙ্গজেবই এই সবের জন্য দায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। বেকারত্বের জন্য দায়ী সম্রাট আকবর। পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১১৫ টাকায়, তাজমহল যিনি তৈরি করেছেন তিনিই দায়ী।”

আরও পড়ুন- মর্মান্তিক! কেদারনাথে পিঠু থেকে ফসকে গেল ৫ বছরের শিশু, খাদে উদ্ধার নিথর দেহ!

“যদি তিনি তাজমহল তৈরি না করতেন, তাহলে আজ পেট্রোল ৪০ টাকায় বিক্রি হত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি স্বীকার করছি যে শাহজাহান তাজমহল এবং লালকেল্লা তৈরি করে ভুল করেছেন। তাঁর উচিত ছিল সেই টাকা সঞ্চয় করে ২০১৪ সালে মোদিজিকে দেওয়া।” বলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের সভাপতি। এই ভাষণের একটি ভিডিও তাঁর ট্যুইটার প্রোফাইলেও শেয়ার করা হয়েছে।

তিনি বলেন, “শুধু মুঘলরাই কি ভারত শাসন করেছে? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি শুধু মুঘলদেরই দেখতে পায়।” ওয়াইসি আরও বলেন, “আমরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং এই বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করব। এই দেশের ২০ কোটি মুসলিম এই সত্যের সাক্ষী যে তাঁদের পূর্বপুরুষরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং ভারতেই থেকেছিলেন।”

আরও পড়ুন- হুইলচেয়ারে বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম, আশীর্বাদ গ্রহণ নরেন্দ্র মোদির! কে এই নবতিপর?

“ভারত আমাদের প্রিয় দেশ। আমরা ভারত ছাড়ব না। আপনি যতই স্লোগান তুলুন না কেন, আমাদের চলে যেতে বলুন না কেন আমরা এখানেই বাঁচব এবং এখানেই মরব,” বলেন ওয়াইসি।