Tag Archives: Babul supriyo

সিডনির নায়ক হনুমা বিহারীর সমালোচনা বাবুলের! মন্ত্রীকে জবাব দিলেন ক্রিকেট ভক্তরা

#দিল্লি: ক্রিকেটপ্রেমীরা তাঁর এই ইনিংসকে ধন্য ধন্য করছেন৷ কিন্তু সিডনিতে টেস্ট ড্র রাখার অন্যতম নায়ক হনুমা বিহারীর ব্যাটিংয়ের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ বাবুলের মতে, হনুমা শুধু ভারতের জয়ের আশাই শেষ করে দেননি, ক্রিকেটকেও হত্যা করেছেন! যদিও ট্যুইটারে বাবুলের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অনেকেই৷ বিহারীর পাশেই দাঁড়িয়েছেন তাঁরা৷

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৪০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৫ উইকেট খুইয়ে হারের মুখে দাঁড়িয়েছিল ভারত৷ কিন্তু সেখান থেকেই রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে ভারতের হার রুখে দেন তরুণ হনুমা বিহারী৷ দুই ব্যাটসম্যান মিলে ৪২ ওভারেরও বেশি ব্যাট করেন৷ জুটিতে ওঠে মাত্র ৬২ রান৷ কিন্তু ভারতের হার বাঁচাতে সেটাই প্রয়োজন ছিল৷ হনুমা বিহারী নিজে ১৬১ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন৷ কিন্তু পরিস্থিতির বিচারে তাঁর এই ইনিংসই অমূল্য হয়ে ওঠে৷

কিন্তু বিহারীর এই অতি শ্লথ ব্যাটিং নিয়েই প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘১০৯ বল খেলে ৭ রান! এটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না৷ হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকেই শেষ করে দেয়নি, ক্রিকেটকেও খুন করেছে৷ ক্ষীণ সম্ভাবনা থাকলেও জেতার চেষ্টা না করাটা অপরাধ৷’ একই সঙ্গে বাবুল অবশ্য লেখেন, ‘আমি জানি আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না৷’

যদিও কেন্দ্রীয় বন এবং পরিবেশমন্ত্রীর এ হেন মতামতকে সমর্থন করেননি অধিকাংশ ক্রিকেটপ্রেমী৷ হনুমার সমর্থনে অনেকেই পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেন৷ অধিকাংশ ট্যুইটার ব্যবহারকারী নিজেদের জবাবে বুঝিয়ে দেন, পরিস্থিতির বিচারে যথার্থ ইনিংস খেলেছেন হনুমা৷

এর পরেই ফের একটি ট্যুইট করেন বাবুল৷ সেখানে তিনি লেখেন, ‘হনুমা যদি শুধু উইকেটে টিকে থেকে খারাপ বলগুলিকেই বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করত, তাহলেও ভারতের জেতার সম্ভাবনা থাকত৷ কারণ ঋষভ পন্থ অত ভাল খেলবে আমরা কেউ আশা করিনি৷ আমি আবারও বলছি, উইকেটে সেট হয়ে যাওয়ায় হনুমা শুধু খারাপ বলগুলি মারার চেষ্টা করতে পারত৷’

তবে বাবুল যাই বলুন না কেন, গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন হনুমা বিহারী৷ কারণ অশ্বিনের সঙ্গে ৪২ ওভারেরও বেশি সময় ব্যাট করে দলের নিশ্চিত হার রোখাই নয়, হ্যামস্ট্রিংয়ের ব্যথাতেও কাবু ছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান৷ ব্যথা কমানোর কড়া ইঞ্জেকশন নিয়েই খেলতে হয় তাঁকে৷ কিন্তু দাঁতে দাঁত কামড়ে লড়াই করেন তিনি৷ একই ভাবে প্রশংসিত হয়েছে অশ্বিনের ইনিংসও৷