Tag Archives: Bangladesh actor

Bangladesh actors protest: ছাত্রদের রক্তই প্রতিবাদের রঙ! ফেসবুক লাল করে ‘রক্তাক্ত’ হয়েছেন যে বাংলাদেশি অভিনেতারা

 

এখনও উত্তপ্ত বাংলাদেশ। সংরক্ষণ (কোটা) ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রবিক্ষোভের আঁচ স্তিমিত হয়েছে। তবু, বিদ্রোহ, প্রতিবাদের আগুন নেভেনি। ছাত্রদের নিথর দেহ থেকে মশাল তুলে নিয়েছেন দেশের আমজনতা। ছাত্রদের রক্ত নিজেদের প্রতিবাদের রঙ করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার লাল করে রক্তাক্ত প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এই লাল বিপ্লবেরও রঙ। দেশের সংস্কার চান তাঁরা। দেখে নিন সেই তালিকায় কারা কারা আছেন।
এখনও উত্তপ্ত বাংলাদেশ। সংরক্ষণ (কোটা) ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রবিক্ষোভের আঁচ স্তিমিত হয়েছে। তবু, বিদ্রোহ, প্রতিবাদের আগুন নেভেনি। ছাত্রদের নিথর দেহ থেকে মশাল তুলে নিয়েছেন দেশের আমজনতা। ছাত্রদের রক্ত নিজেদের প্রতিবাদের রঙ করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার লাল করে রক্তাক্ত প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এই লাল বিপ্লবেরও রঙ। দেশের সংস্কার চান তাঁরা। দেখে নিন সেই তালিকায় কারা কারা আছেন।
অভিনেত্রী অপি করিম তাঁর প্রোফাইল ছবি সম্পূর্ণ লাল করে লিখেছেন, গোটা দেশটারই সংস্কার প্রয়োজন।
অভিনেত্রী অপি করিম তাঁর প্রোফাইল ছবি সম্পূর্ণ লাল করে লিখেছেন, গোটা দেশটারই সংস্কার প্রয়োজন।
ছাত্র আন্দোলনের সমর্থনে প্রোফাইল লাল করেছেন অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব।
ছাত্র আন্দোলনের সমর্থনে প্রোফাইল লাল করেছেন অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব।
প্রোফাইল লাল করে ইনশাল্লাহ লিখেছেন তৌসিফ মাহবুব।
প্রোফাইল লাল করে ইনশাল্লাহ লিখেছেন তৌসিফ মাহবুব।
জিয়াউল হক পলাশ লালের মধ্যে বাংলাদেশের মানচিত্র রেখেছেন। উপরে লিখেছেন, "শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন।"
জিয়াউল হক পলাশ লালের মধ্যে বাংলাদেশের মানচিত্র রেখেছেন। উপরে লিখেছেন, “শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন।”

লাল প্রোফাইল ফোটোতে নিজের মুখ রেখেছেন ইউটিউবার ইনফ্লুয়েনসার সলমন মহম্মদ মুক্তাদির। আন্দোলনের শুরু থেকে তাঁকে স্বর মেলাতে দেখা গিয়েছে।
লাল প্রোফাইল ফোটোতে নিজের মুখ রেখেছেন ইউটিউবার ইনফ্লুয়েনসার সলমন মহম্মদ মুক্তাদির। আন্দোলনের শুরু থেকে তাঁকে স্বর মেলাতে দেখা গিয়েছে।
টেন মিনিট'স স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকও লাল প্রোফাইল পিকচারের মধ্যে বাংলাদেশের হলুদ মানচিত্র রেখেছেন।
টেন মিনিট’স স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকও লাল প্রোফাইল পিকচারের মধ্যে বাংলাদেশের হলুদ মানচিত্র রেখেছেন।
বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও লাল করেছেন তাঁর প্রোফাইল পিকচার। ভিতরে রয়েছে বাংলাদেশের মানচিত্র।
বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও লাল করেছেন তাঁর প্রোফাইল পিকচার। ভিতরে রয়েছে বাংলাদেশের মানচিত্র।
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও রক্তাক্ত বাংলাদেশের মানচিত্র ডিপি করে লিখেছেন, "আল্লা সর্বোত্তম বিচারক।"
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও রক্তাক্ত বাংলাদেশের মানচিত্র ডিপি করে লিখেছেন, “আল্লা সর্বোত্তম বিচারক।”
'হাওয়া' খ্যাত নায়িকা নাজিফা তুশির প্রোফাইল ছবিতে লালের মধ্যে দেখা যাচ্ছে 'ফুলগুলো সব লাল হল কেন?' একই ছবি প্রোফাইলে দেখা যায় অভিনেত্রী নোভা ফিরোজেরও।
‘হাওয়া’ খ্যাত নায়িকা নাজিফা তুশির প্রোফাইল ছবিতে লালের মধ্যে দেখা যাচ্ছে ‘ফুলগুলো সব লাল হল কেন?’ একই ছবি প্রোফাইলে দেখা যায় অভিনেত্রী নোভা ফিরোজেরও।
ফেসবুক প্রোফাইল ছবি লাল করেছেন তমালিকা কর্মকার, আজমেরি হক, ইপ্সিতা শবনম শ্রাবন্তী থেকে শুরু করে আরও অনেকে।
ফেসবুক প্রোফাইল ছবি লাল করেছেন তমালিকা কর্মকার, আজমেরি হক, ইপ্সিতা শবনম শ্রাবন্তী থেকে শুরু করে আরও অনেকে।