Tag Archives: bhadrapada purnima

Lunar Eclipse on Bhadrapada Purnima Astrological Tips: সামনেই ভাদ্রপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কবে সেই মাহেন্দ্রক্ষণ? জানুন সেই তিথিতে কী করবেন, কী করবেন না

এ বছর ভাদ্রপদা পূর্ণিমা বা ভাদ্রমাসের পূর্ণিমা পড়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। সেদিন হবে আংশিক চন্দ্রগ্রহণও।
এ বছর ভাদ্রপদা পূর্ণিমা বা ভাদ্রমাসের পূর্ণিমা পড়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। সেদিন হবে আংশিক চন্দ্রগ্রহণও।

 

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১.৪৬ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা। এই পুণ্যতিথি থাকবে ১৮ সেপ্টেম্বর রাত ৮.০৬ মিনিট পর্যন্ত।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১.৪৬ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা। এই পুণ্যতিথি থাকবে ১৮ সেপ্টেম্বর রাত ৮.০৬ মিনিট পর্যন্ত।

 

এই পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ পড়েছে। তাই গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। কী করবেন, কী করবেন না জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব।
এই পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ পড়েছে। তাই গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। কী করবেন, কী করবেন না জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব।

 

চন্দ্রগ্রহণের দিন গ্রহণ শুরুর আগে এবং শেষ হওয়ার পরে পুণ্যনদীতে স্নান করুন। যদি গঙ্গাস্নান সম্ভব না হয়, তাহলে বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন।
চন্দ্রগ্রহণের দিন গ্রহণ শুরুর আগে এবং শেষ হওয়ার পরে পুণ্যনদীতে স্নান করুন। যদি গঙ্গাস্নান সম্ভব না হয়, তাহলে বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন।

 

পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দোষমুক্ত হতে গ্রহণ করুন সাত্ত্বিক আহার। পাঠ করুন ধর্মগ্রন্থ। দরিদ্রদের দান করুন অন্নবস্ত্র।
পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দোষমুক্ত হতে গ্রহণ করুন সাত্ত্বিক আহার। পাঠ করুন ধর্মগ্রন্থ। দরিদ্রদের দান করুন অন্নবস্ত্র।

 

জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন খাবার খাওয়া, ঘুমনো, ধারাল অস্ত্র ব্যবহার, কারওর সঙ্গে বাকবিতণ্ডা এবং রান্না করা সম্পূর্ণ বর্জনীয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন খাবার খাওয়া, ঘুমনো, ধারাল অস্ত্র ব্যবহার, কারওর সঙ্গে বাকবিতণ্ডা এবং রান্না করা সম্পূর্ণ বর্জনীয়।