Tag Archives: Bizzare

Bizzare News: ৭ মাসের শিশুর পেটে সন্তানের ভ্রূণ, কী করে প্রেগন্যান্ট হয়ে গেল, চিকিৎসক যা বললেন…

: উত্তরাখণ্ডের দেরাদুনে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সাত মাসের শিশুর পেটে একটি মানব ভ্রূণ জন্ম নিয়েছে। না কোনও ভুয়ো হাওয়ায় ভাসা তথ্য নয়৷ এই ঘটনা ঘটেছে৷ Photo- Representative
: উত্তরাখণ্ডের দেরাদুনে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সাত মাসের শিশুর পেটে একটি মানব ভ্রূণ জন্ম নিয়েছে। না কোনও ভুয়ো হাওয়ায় ভাসা তথ্য নয়৷ এই ঘটনা ঘটেছে৷ Photo- Representative
সাত মাসের শিশুর পেটের আকার আকৃতির পরিবর্তন হতে শুরু করাতেই চমকে যান পরিবারের সদস্যরা৷ হঠাৎ করেই শিশুটির পেট বাড়তে শুরু করে, যার জেরে চিন্তিত পরিবারের সদস্যরা। Photo- Representative
সাত মাসের শিশুর পেটের আকার আকৃতির পরিবর্তন হতে শুরু করাতেই চমকে যান পরিবারের সদস্যরা৷ হঠাৎ করেই শিশুটির পেট বাড়তে শুরু করে, যার জেরে চিন্তিত পরিবারের সদস্যরা। Photo- Representative
তারা শিশুটিকে চিকিৎসকের কাছে দেখালে জানা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে। তবে অপারেশনের পর শিশুটির পেট থেকে মানব ভ্রুণ বের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে চিকিৎসকরা বলছেন, এই ধরনের ঘটনাকে বলা হয় "Foetus in Fetu"- অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণ৷  যা কয়েক লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে ঘটতে পারে৷ Photo- Representative
তারা শিশুটিকে চিকিৎসকের কাছে দেখালে জানা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে। তবে অপারেশনের পর শিশুটির পেট থেকে মানব ভ্রুণ বের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে চিকিৎসকরা বলছেন, এই ধরনের ঘটনাকে বলা হয় “Foetus in Fetu”- অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণ৷  যা কয়েক লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে ঘটতে পারে৷ Photo- Representative
লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুসারে, দেরাদুনের স্বামী হিমালয়ান মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জন ডক্টর সন্তোষ সিং মামলার তথ্য দিতে গিয়ে বলেন, '‘৭ মাস বয়সী শিশুটির বাবা-মা তাকে এখানে নিয়ে এসেছিলেন। Photo- Representative
লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুসারে, দেরাদুনের স্বামী হিমালয়ান মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জন ডক্টর সন্তোষ সিং মামলার তথ্য দিতে গিয়ে বলেন, ‘‘৭ মাস বয়সী শিশুটির বাবা-মা তাকে এখানে নিয়ে এসেছিলেন। Photo- Representative
হঠাৎই ওই শিশুর পেটের আকার বৃদ্ধি হয়ে যাচ্ছিল৷ প্রাথমিক তদন্তে আমরা অনুভব করেছি যে শিশুটির পেটে কিছু অস্বাভাবিক পিণ্ড রয়েছে। কিন্তু এক্স-রে করালে দেখা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে।’’ Photo- Representative
হঠাৎই ওই শিশুর পেটের আকার বৃদ্ধি হয়ে যাচ্ছিল৷ প্রাথমিক তদন্তে আমরা অনুভব করেছি যে শিশুটির পেটে কিছু অস্বাভাবিক পিণ্ড রয়েছে। কিন্তু এক্স-রে করালে দেখা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে।’’ Photo- Representative
এরপর চিকিৎসক আরও বলেছেন,  ‘‘তার পরিবারের সদস্যদের বলা হয় অস্ত্রোপচার করাতে হবে, তার প্রস্তুতি শুরু করতে। এরপর অপারেশনের মাধ্যমে ভ্রূণ বার করা হয়। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ।’’ Photo- Representative
এরপর চিকিৎসক আরও বলেছেন,  ‘‘তার পরিবারের সদস্যদের বলা হয় অস্ত্রোপচার করাতে হবে, তার প্রস্তুতি শুরু করতে। এরপর অপারেশনের মাধ্যমে ভ্রূণ বার করা হয়। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ।’’ Photo- Representative
ডাক্তাররা বলছেন যে "Foetus in Fetu" অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণের বিকাশের এটি একটি অস্বাভাবিক ঘটনা। এতে, ভ্রূণ বিকাশের সময়, কিছু অজানা কারণে, একটি ভ্রূণ অন্য ভ্রূণের ভিতরে বিকাশ শুরু করে। মাতৃগর্ভেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি শনাক্ত করা যায়। কিন্তু এখনও বেশির ভাগ ক্ষেত্রেই শিশুর জন্মের পরই এই তথ্য জানা যায়। Photo- Representative
ডাক্তাররা বলছেন যে “Foetus in Fetu” অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণের বিকাশের এটি একটি অস্বাভাবিক ঘটনা। এতে, ভ্রূণ বিকাশের সময়, কিছু অজানা কারণে, একটি ভ্রূণ অন্য ভ্রূণের ভিতরে বিকাশ শুরু করে। মাতৃগর্ভেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি শনাক্ত করা যায়। কিন্তু এখনও বেশির ভাগ ক্ষেত্রেই শিশুর জন্মের পরই এই তথ্য জানা যায়। Photo- Representative

Viral Video: ব্যাটসম্যান কীভাবে আউট হলেন বলুন তো, সচিনের শেয়ার করা ভিডিও ভাইরাল

#মুম্বই: স্টুয়ার্ট ব্রডের নেতৃত্বাধীন ইংল্যান্ড এই মুহূর্তে জেমস অ্যান্ডারসনকে ছাড়া খেলছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ৷ এই ম্যাচে কিউয়ি ক্রিকেটার হেনরি নিকোলাস যেভাবে আউট হলেন তাতে অবাক ক্রিকেট দুনিয়া, বল খুঁজতে ঘোল খেয়ে যাচ্ছেন নেটিজেনরা৷ নিউজিল্যান্ড হেডিংলিতে তৃতীয় টেস্টে প্রথম দিনে এই অদ্ভুত ঘটনা ঘটিয়েছে৷ বৃহস্পতিবার তারা ৫ উইকেটে ১২৩ রান করেছিল চা বিরতি অবধি৷ ব্রড , টম ল্যাথাম প্রথম ওভারে ম্যাচের শুরুতেই ধাক্কা দেয়৷ নিউজিল্যান্ড অধিনায়কের কেন উইলিয়ামসনের উইকেটও তিনি নেন৷

চা -র সময় নিকোলাস খুব লড়াই করে ৯৯ বলে ১৯ রান করেছিলেন৷ তিনি খুব জোরে বাঁহাতি স্পিনার  জ্যাক লিচের বল মারেন৷ বলটা ডিফ্লেক্ট হয় নন স্ট্রাইকার ডেরি মিচেলের ব্যাটে লেগে ছিটকে যায়৷ এই বলটি অ্যালেক্স  লিস মিড অফে দাঁড়িয়ে ক্যাচ নেন৷ আনলাকি এই আউট নিয়ে একেবারে হাহাকার৷

আরও পড়ুন – Healthy Lifestyle: মিলনে অনীহা, দামী ওষুধ না খেয়ে ঘরোয়া খাবারেই হতে পারে কামাল

 সচিন তেন্ডুলকরও এই ভিডিও দেখে অভিভূত হয়ে যান, তাঁর একেবারে গলি ক্রিকেটের কথা মনে পড়ে যায়৷ তাঁর মনে হয়েছে এটাই নন স্ট্রাইকারের আউট হওয়া উচিত ছিল৷

 

দেখে নিন ভাইরাল ভিডিও

ইংল্যান্ড এই মুহূর্তে ২-০ সিরিজে এগিয়ে গিয়েছিল৷ দারুণ ব্যাটিং পিচে তারা টস হারে৷ কিন্তু বেন স্টোকসের অধিনায়কত্ব এবং টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালামের জুটিতে ইংল্যান্ড জেতার মানসিকতায় দারুণ চাঙ্গা হয়ে রয়েছে৷

তাঁরা অ্যান্ডারসন ছাড়া খেলছে৷ টেস্ট উইকেটের সর্বোচ্চ উইকেট শিকারী৷ তাঁকে ছাড়া এই সিরিজে খেলছে৷ কিন্তু অ্যান্ডারসনের লম্বা সময়ের জন্য নতুুন বলের পার্টনার স্টুয়ার্ট ব্রডের তাঁর না থাকাটা অতটা অনুভূত হতে দিচ্ছেন না৷ টম ল্যাথামকে ছ বলে শূন্য রানে ব্যাটের কানায় লেগে জো রুটের কাছে প্রথম স্লিপে ক্যাচ দেন৷

ব্রড তাছাড়া তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন যিনি ৩১ -এ পাঁচটা চার মেরেছিলেন৷