লাইফস্টাইল Body Care Tips: দামী ক্রিম-সাবান ফেল, শরীরের জেদি কালচে ছোপ তুলবে মা-দিদিমার ঘরোয়া টোটকা জিন্দাবাদ! কাজ হবে নিমেষেই Gallery October 24, 2024 Bangla Digital Desk শরীরের কালো দাগছোপ নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকেই। স্নানের সময়ে ওই অংশ গুলিতে বারবার সাবান দিলেও কাজ হয়না একেবারেই। চুলের যত্নআত্তি করাতে যেমন কালঘাম ছুটে যায় অনেকের। তেমনই এই শরীরের জেদি কালো দাগছোপ বিরক্ত করে তোলে অনেকটাই। অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ঘাম ও রোদের তাপে এমন কালচে দাগছোপ তৈরি হয়। এক্ষেত্রে ঘরোয়া তিন উপকরণ ব্যবহার করলেই উপকার পাবেন একেবারে নিশ্চিত ভাবে। ছোট একটি পাত্রে বেসন, একচিমটে হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিলেই হবে। এবার কালচে ছোপযুক্ত অংশে বেসনের প্যাক মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে নিন। তিন থেকে চার চামচ বেকিং সোডা অল্প জলে গুলে একটি থকথকে মিশ্রণ বানাতে হবে। তারপর সেই মিশ্রণটির প্রলেপ দিতে হবে। সপ্তাহে কয়েক দিনের ব্যবহারেই উধাউ হবে জেদি দাগছোপ। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। এটি জেদি দাগ তুলতে সাহায্য করে। অ্যালোভেরা জেল বার করে মালিশ করে নিন। ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন নিশ্চিত।