Tag Archives: blind couple

Hyderabad Blind Parents: ঘুমের মধ্যে মৃত্যু; বেশ কয়েক দিন ধরে পুত্রের নিথর দেহের সঙ্গেই থাকলেন দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি

হায়দরাবাদ : দিন চারেক আগেই মৃত্যু হয়েছে ছেলের। অথচ কাছে থেকেও জানতেই পারেননি দৃষ্টিহীন মা-বাবা। অবশেষে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করেছে ষাটোর্ধ্ব ওই প্রবীণ দম্পতিকে। হায়দরাবাদের ব্লাইন্ডস কলোনির মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।

পুলিশ জানিয়েছে যে, গত সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতির পড়শিরা। এরপর পুলিশ এসে উদ্ধার করে ওই বৃদ্ধ দম্পতির ৩০ বছর বয়সি পুত্রের দেহ। আর তাঁর পাশ থেকেই আধা-অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে দৃষ্টিহীন মা-বাবাকে। জানা গিয়েছে যে, মৃত ওই যুবকের নাম প্রমোদ।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, দিন চার-পাঁচেক আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এমনই সন্দেহ তদন্তকারীদের। নাগোল স্টেশন হাউজ অফিসার এ সূর্য নায়ক বলেন যে, দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি জানতেই পারেননি তাঁদের ছোট ছেলের মৃত্যু হয়েছে। সন্তানের কাছে বারবার খাবার এবং জল চাইলেও কোনও রকম সাড়া পাননি তাঁরা। এমনকী দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতির ক্ষীণ গলার আর্তি পৌঁছয়নি পড়শিদের কানেও। তবে তাঁদের বাড়ি থেকে দুর্গন্ধ আসায় প্রতিবেশীদের সন্দেহ গাঢ় হয়। অবিলম্বে তাঁরা যোগাযোগ করেন কর্তৃপক্ষের সঙ্গে। ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে তাঁদের খাবার এবং জল দেওয়া হয়েছে। এরপর খবর পাঠানো হয়েছে ওই দম্পতির বড় ছেলের কাছে। যিনি ওই শহরের অন্য এলাকায় থাকেন।

আরও পড়ুন : দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দেবালয় এখানেও! দেবী আনন্দময়ীর পুজো উপলক্ষে ভিড় ভক্তদের

আপাতত দৃষ্টিহীন ওই দম্পতির দেখভালের জন্য তাঁদের একটি বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত প্রমোদ দীর্ঘ দিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন। প্রায় বছর খানেক আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর। আপাতত ময়নাতদন্তের জন্য মৃত প্রমোদের দেহ একটি রাজ্য-পরিচালিত হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চালানো হচ্ছে এবং এই সংক্রান্ত ঘটনায় একটি মামলাও রুজু করা হয়েছে।