Tag Archives: Blue Aparajita

Neel Aparajita Gardening Tips: এই গুঁড়ো জলে মেশালেই কেল্লাফতে! নীল অপরাজিতায় ঢাকবে লতা! দেবী কালীর পায়ে দিন আপনার গাছের ফুল

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ খুবই গুরুত্বপূর্ণ। দেবী কালীর পায়ে অর্পণ করা হয় নীল অপরাজিতা। দেবীকে পরানো হয় অপরাজিতার মালাও।
দুর্গাপুজোর মতো কালীপুজোতেও নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ খুবই গুরুত্বপূর্ণ। দেবী কালীর পায়ে অর্পণ করা হয় নীল অপরাজিতা। দেবীকে পরানো হয় অপরাজিতার মালাও।

 

সামনেই কালীপুজো। দেবীকে পুজো দিন নিজের গাছের ফুল দিয়েই। অনেকেই অভিযোগ করেন বাড়িতে অপরাজিতা গাছ ঝাঁকড়া হয়ে উঠলেও ফুল ফোটে না পর্যাপ্ত পরিমাণে। কিছু সহজ টিপস আছে। সেগুলি মেনে চললে সহজেই অপরাজিতা গাছে ফুল ফুটবে প্রচুর পরিমাণে।
সামনেই কালীপুজো। দেবীকে পুজো দিন নিজের গাছের ফুল দিয়েই। অনেকেই অভিযোগ করেন বাড়িতে অপরাজিতা গাছ ঝাঁকড়া হয়ে উঠলেও ফুল ফোটে না পর্যাপ্ত পরিমাণে। কিছু সহজ টিপস আছে। সেগুলি মেনে চললে সহজেই অপরাজিতা গাছে ফুল ফুটবে প্রচুর পরিমাণে।

 

অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।

 

সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।
সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।

 

বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ। এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।
বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ। এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।

 

 ৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াব না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়। গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।
৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াব না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়। গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।

 

ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন। অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।
ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন। অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।