Tag Archives: Bollywood film

এই বাবা-ছেলের জুটিই বদলে দিয়েছিল হিন্দি সিনেমার গতিপথ, তাঁরা কারা জানেন?

বাবা-ছেলের জুটি বলিউডে খুব সাধারণ। অনেক হিট এবং ফ্লপ ছবি দেখেছে দর্শক। তবে অনেকেই জানেন না, এরকম এক বাবা-ছেলে জুটির হাত ধরেই নতুন দিশা পেয়েছিল হিন্দি সিনেমা। বড় পর্দায় স্টেরিওফোনিক সাউন্ডের ম্যাজিক শুনেছিল আপামর দেশবাসী। File Photo
বাবা-ছেলের জুটি বলিউডে খুব সাধারণ। অনেক হিট এবং ফ্লপ ছবি দেখেছে দর্শক। তবে অনেকেই জানেন না, এরকম এক বাবা-ছেলে জুটির হাত ধরেই নতুন দিশা পেয়েছিল হিন্দি সিনেমা। বড় পর্দায় স্টেরিওফোনিক সাউন্ডের ম্যাজিক শুনেছিল আপামর দেশবাসী। File Photo
জিপি সিপ্পি। যেন সিনেমা নিয়ে পরীক্ষানিরীক্ষা করার জন্যই তাঁর জন্ম হয়। রূপালি পর্দায় অনবদ্য সব আখ্যান বুনেছেন তিনি। এক মেকানিককে দেখে তৈরি করেছিলেন ‘সাজা’ সিনেমা। অভিনয় করেছিলেন ‘দ্য এভারগ্রিন স্টার’ দেব আনন্দ এবং ‘নাশিলি আঁখোওয়ালি’ নিম্মি। Photo: X
জিপি সিপ্পি। যেন সিনেমা নিয়ে পরীক্ষানিরীক্ষা করার জন্যই তাঁর জন্ম হয়। রূপালি পর্দায় অনবদ্য সব আখ্যান বুনেছেন তিনি। এক মেকানিককে দেখে তৈরি করেছিলেন ‘সাজা’ সিনেমা। অভিনয় করেছিলেন ‘দ্য এভারগ্রিন স্টার’ দেব আনন্দ এবং ‘নাশিলি আঁখোওয়ালি’ নিম্মি। Photo: X
জিপি সিপ্পির আসল নাম গোপালদাস পরমানন্দ সিপাহিমালানি। ব্রিটিশরা তাঁর পুরো নাম উচ্চারণ করতে পারত না। সিপাহিমালানিকে ছোট করে বলত সিপ্পি। সেখান থেকেই জিপি সিপ্পি হিসাবে চলচ্চিত্র জগতে ছড়িয়ে পড়ে তাঁর নাম। ১৪ সেপ্টেম্বর ছিল জিপি সিপ্পির জন্মবার্ষিকী।ব্রিটিশ আমলে ওকালতি করতেন সিপ্পি। কিন্তু সিনেমা ছিল ধ্যান জ্ঞান।
জিপি সিপ্পির আসল নাম গোপালদাস পরমানন্দ সিপাহিমালানি। ব্রিটিশরা তাঁর পুরো নাম উচ্চারণ করতে পারত না। সিপাহিমালানিকে ছোট করে বলত সিপ্পি। সেখান থেকেই জিপি সিপ্পি হিসাবে চলচ্চিত্র জগতে ছড়িয়ে পড়ে তাঁর নাম। ১৪ সেপ্টেম্বর ছিল জিপি সিপ্পির জন্মবার্ষিকী।
ব্রিটিশ আমলে ওকালতি করতেন সিপ্পি। কিন্তু সিনেমা ছিল ধ্যান জ্ঞান।
একসময় ওকালতি ছেড়ে চলে আসেন বলিউডে। ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল তাঁর চোখের মণি। সোচ্চারে বলতেনও সে কথা। তাঁর মতে, “চলচ্চিত্র ব্যবসার মতো আর কোনও ব্যবসা নেই।’’
একসময় ওকালতি ছেড়ে চলে আসেন বলিউডে। ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল তাঁর চোখের মণি। সোচ্চারে বলতেনও সে কথা। তাঁর মতে, “চলচ্চিত্র ব্যবসার মতো আর কোনও ব্যবসা নেই।’’
১৯৫৩ সালে ‘শাহেনশাহ’ ছবিতে প্রথম গেভাকালার ব্যভার করা হয়েছিল। সিপ্পি ছিলেন এর পথিকৃৎ। একাধিক ছবির পরিচালনাও করেছেন জেপি সিপ্পি। এর মধ্যে ১৯৫৫ সালের ‘মেরিন ড্রাইভ’, ১৯৫৯ সালের ‘ভাই বেহেন’ এবং ১৯৬১ সালের ‘আই মিস্টার ইন্ডিয়া’ অন্যতম। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। ‘ভাই বহেন’ ছবিতে তাঁর সঙ্গে যোগ দেন ছেলে রমেশ সিপ্পি। হিন্দি সিনেমার সে এক মাহেন্দ্রক্ষণ।
১৯৫৩ সালে ‘শাহেনশাহ’ ছবিতে প্রথম গেভাকালার ব্যভার করা হয়েছিল। সিপ্পি ছিলেন এর পথিকৃৎ। একাধিক ছবির পরিচালনাও করেছেন জেপি সিপ্পি। এর মধ্যে ১৯৫৫ সালের ‘মেরিন ড্রাইভ’, ১৯৫৯ সালের ‘ভাই বেহেন’ এবং ১৯৬১ সালের ‘আই মিস্টার ইন্ডিয়া’ অন্যতম। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। ‘ভাই বহেন’ ছবিতে তাঁর সঙ্গে যোগ দেন ছেলে রমেশ সিপ্পি। হিন্দি সিনেমার সে এক মাহেন্দ্রক্ষণ।
বাবা জেপি সিপ্পি প্রয়োজক আর ছেলে রমেশ সিপ্পি পরিচালক। দু’জনে জুটি বেঁধে তৈরি করলেন ‘আনজাম’, সীতা অউর গীতা’-এর মতো কালজয়ী ছবি। এরপর এল ১৯৭৫ সাল। বাবা-ছেলে জুটি বড়পর্দায় এক ডাকাতের গল্প বলল। নাম ‘শোলে’।
বাবা জেপি সিপ্পি প্রয়োজক আর ছেলে রমেশ সিপ্পি পরিচালক। দু’জনে জুটি বেঁধে তৈরি করলেন ‘আনজাম’, সীতা অউর গীতা’-এর মতো কালজয়ী ছবি। এরপর এল ১৯৭৫ সাল। বাবা-ছেলে জুটি বড়পর্দায় এক ডাকাতের গল্প বলল। নাম ‘শোলে’।
হিন্দি ছবিতে এর আগেও ডাকাতদের নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে। কিন্তু ‘শোলে’-তে গল্প বলার ধরন, অভিনেতা, লোকেশন সবই চমকে দেওয়ার মতো।এই ছবির হাত ধরেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করেন তরুণ অভিনেতা আমজাদ খান। পরবর্তী কয়েক যুগ ধরে তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ থেকেছে দেশ। সেই সময় ‘শোলে’ ছিল সবচেয়ে ব্যয়বহুল ছবি। খরচ হয়েছিল ৩ কোটি টাকা। কিন্তু মুক্তির ৪৯ বছর পরেও এই ছবি দর্শক মনে অমলিন।
হিন্দি ছবিতে এর আগেও ডাকাতদের নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে। কিন্তু ‘শোলে’-তে গল্প বলার ধরন, অভিনেতা, লোকেশন সবই চমকে দেওয়ার মতো।
এই ছবির হাত ধরেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করেন তরুণ অভিনেতা আমজাদ খান। পরবর্তী কয়েক যুগ ধরে তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ থেকেছে দেশ। সেই সময় ‘শোলে’ ছিল সবচেয়ে ব্যয়বহুল ছবি। খরচ হয়েছিল ৩ কোটি টাকা। কিন্তু মুক্তির ৪৯ বছর পরেও এই ছবি দর্শক মনে অমলিন।

Stree 2 Movie New Record: ‘স্ত্রী ২’ ছবির মুকুটে যোগ একের পর এক নতুন পালক, পিছনে ফেলে দিয়েছে জওয়ান, পাঠান, বাহুবলীকেও

হরর কমেডি স্ত্রী ২ প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে৷ টানা ১৪ দিন সিনেমা হলে কামাল করছে এই মুভি৷ শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের এই মুভির মুকুটে প্রতিদিন নতুন নতুন পালক যোগ হচ্ছে৷হরর কমেডি স্ত্রী ২ প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে৷ টানা ১৪ দিন সিনেমা হলে কামাল করছে এই মুভি৷ শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের এই মুভির মুকুটে প্রতিদিন নতুন নতুন পালক যোগ হচ্ছে৷

এই মুভিটি মাত্র চারদিনে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ এই প্রথম ভারতীয় কোনও হরর কমেডি বক্স অফিসে এই বিপুল পরিমাণে ব্যবসা করল৷ জওয়ান, পাঠান, পশুর পর বক্স অফিসে দ্রুততম কালেকশনের নিরিখে চতুর্থ স্থান লাভ করেছে৷
এই মুভিটি মাত্র চারদিনে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ এই প্রথম ভারতীয় কোনও হরর কমেডি বক্স অফিসে এই বিপুল পরিমাণে ব্যবসা করল৷ জওয়ান, পাঠান, পশুর পর বক্স অফিসে দ্রুততম কালেকশনের নিরিখে চতুর্থ স্থান লাভ করেছে৷
‘স্ত্রী ২’ বিগত রবিবার ৪০.৭৫ কোটি টাকা আয় করেছে৷ যা ‘গদর ২’, ‘বাহুবলি’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’-এর মতো চলচ্চিত্রকে পরাজিত করেছে৷
‘স্ত্রী ২’ বিগত রবিবার ৪০.৭৫ কোটি টাকা আয় করেছে৷ যা ‘গদর ২’, ‘বাহুবলি’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’-এর মতো চলচ্চিত্রকে পরাজিত করেছে৷
‘জওয়ান’, ‘পাঠান’, ‘পশু’, এবং ‘গদর ২’-এর পরে এই ছবি সবচেয়ে দ্রুততম বক্স অফিস কালেকশনে ছবি হয়ে উঠেছে৷ ছবিটি ৩০০ কোটির গন্ডিতে পৌঁছতে লেগেছে মাত্র ৯ দিন৷১১ দিন পর পশু ও গদর ২-এর মতো পাঠানের মতো চলচ্চিত্রকে পিছনে ফেলে ১১ দিনে ৪০১.০৫ কোটি টাকা আয় করেছে৷
‘জওয়ান’, ‘পাঠান’, ‘পশু’, এবং ‘গদর ২’-এর পরে এই ছবি সবচেয়ে দ্রুততম বক্স অফিস কালেকশনে ছবি হয়ে উঠেছে৷ ছবিটি ৩০০ কোটির গন্ডিতে পৌঁছতে লেগেছে মাত্র ৯ দিন৷
১১ দিন পর পশু ও গদর ২-এর মতো পাঠানের মতো চলচ্চিত্রকে পিছনে ফেলে ১১ দিনে ৪০১.০৫ কোটি টাকা আয় করেছে৷
এই বছরে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি৷ এর পরই রয়েছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনের ‘ফাইটার’ সিনেমাটি
এই বছরে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি৷ এর পরই রয়েছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনের ‘ফাইটার’ সিনেমাটি