Tag Archives: Bollywood Star

Guess the Celebrity: ডাস্টবিন থেকে তুলে খাবার খেয়েছেন, কখনও আবার সেটুকুও জোটেনি, ‘এই’ একটি শো খুলে দিয়েছে ভাগ্য! তারপর ১১ বছর ধরে গোপনে করেছেন…

টিনসেল টাউনের এমন অনেক তারকা আছেন, যাদের ব্যক্তিগত জীবনটা পুরো চলচ্চিত্রের মতো৷ বাস্তবে ঠিক কতটা কঠোর সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারকারা, শুনলে চোখে জল আসবে৷
টিনসেল টাউনের এমন অনেক তারকা আছেন, যাদের ব্যক্তিগত জীবনটা পুরো চলচ্চিত্রের মতো৷ বাস্তবে ঠিক কতটা কঠোর সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারকারা, শুনলে চোখে জল আসবে৷
তিনি এমন একজন তারকা যিনি সর্বদা হাসিমুখে সকলকে বিনোদন দিয়ে চলেছেন৷ আজ তিনি প্রতিটি পর্বের জন্য প্রচুর পারিশ্রমিক নিলেও, তার শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে। বাড়ির পরিস্থিতি এমনটাই ছিল যে কখনও দু'বেলা ঠিকমতো খাবার জুটত না। তিনি হলেন সকলের প্রিয় কমেডি ক্যুইন ভারতী সিং৷
তিনি এমন একজন তারকা যিনি সর্বদা হাসিমুখে সকলকে বিনোদন দিয়ে চলেছেন৷ আজ তিনি প্রতিটি পর্বের জন্য প্রচুর পারিশ্রমিক নিলেও, তার শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে। বাড়ির পরিস্থিতি এমনটাই ছিল যে কখনও দু’বেলা ঠিকমতো খাবার জুটত না। তিনি হলেন সকলের প্রিয় কমেডি ক্যুইন ভারতী সিং৷
ভারতী সিং মঞ্চে আসা মানেই মুহূর্তের মধ্যে সমস্ত দুঃখ-কষ্ট গলে জল হয়ে যাওয়া৷ যিনি সবসময় আমাদের হাসিয়ে মনোরঞ্জন করেন৷ তবে তার ব্যক্তিগত জীবনের গল্প শুনলে চোখে জল আসবে।
ভারতী সিং মঞ্চে আসা মানেই মুহূর্তের মধ্যে সমস্ত দুঃখ-কষ্ট গলে জল হয়ে যাওয়া৷ যিনি সবসময় আমাদের হাসিয়ে মনোরঞ্জন করেন৷ তবে তার ব্যক্তিগত জীবনের গল্প শুনলে চোখে জল আসবে।
খুব অল্প বয়সেই ভারতী সিং তার বাবাকে হারান, তারপরে তাঁর সংসার চালানোর দায়িত্ব তার মায়ের উপর পড়ে। ছোট ভারতীকে সঙ্গে নিয়ে তার মা লোকের ঘরে ঘরে ঘুরতেন এবং বাসন ধোয়ার কাজ করতেন।
খুব অল্প বয়সেই ভারতী সিং তার বাবাকে হারান, তারপরে তাঁর সংসার চালানোর দায়িত্ব তার মায়ের উপর পড়ে। ছোট ভারতীকে সঙ্গে নিয়ে তার মা লোকের ঘরে ঘরে ঘুরতেন এবং বাসন ধোয়ার কাজ করতেন।
একাধিক সাক্ষাৎকারে 'কমেডি ক্যুইন' তাঁর শৈশব এবং তাঁর মায়ের সংগ্রামের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তার মাকে দু'বেলা খাবারের জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে। প্রচণ্ড লড়াই করেও অনেক সময় তাকে খালি পেটে ঘুমাতে হয়েছে, আবার অনেক সময় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে ফেলতেন।
একাধিক সাক্ষাৎকারে ‘কমেডি ক্যুইন’ তাঁর শৈশব এবং তাঁর মায়ের সংগ্রামের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তার মাকে দু’বেলা খাবারের জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে। প্রচণ্ড লড়াই করেও অনেক সময় তাকে খালি পেটে ঘুমাতে হয়েছে, আবার অনেক সময় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে ফেলতেন।
ভারতী সিং তার কেরিয়ার শুরু করেছিলেন 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' দিয়ে। তিনি তাঁর কমেডি দিয়ে মানুষকে অনেক হাসাতেন। সেই শো-তে তাঁর 'লাল্লি' চরিত্রটি আজও ভুলতে পারেননি দর্শকরা।
ভারতী সিং তার কেরিয়ার শুরু করেছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে। তিনি তাঁর কমেডি দিয়ে মানুষকে অনেক হাসাতেন। সেই শো-তে তাঁর ‘লাল্লি’ চরিত্রটি আজও ভুলতে পারেননি দর্শকরা।
এরপর 'কমেডি সার্কাস' শো-তে দেখা যায় তাঁকে। এই শো-টিও বেশ জনপ্রিয় হয়েছিল। এই শো-তেই তাঁর বর্তমান স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে দেখা হয় ভারতীর। যেখানে ভারতী ছিলেন অভিনয় শিল্পী, হর্ষ ছিলেন এর লেখক।
এরপর ‘কমেডি সার্কাস’ শো-তে দেখা যায় তাঁকে। এই শো-টিও বেশ জনপ্রিয় হয়েছিল। এই শো-তেই তাঁর বর্তমান স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে দেখা হয় ভারতীর। যেখানে ভারতী ছিলেন অভিনয় শিল্পী, হর্ষ ছিলেন এর লেখক।
শো-এর সাক্ষাতের পর ধীরে ধীরে প্রেমে  হয় তাঁদের এবং তারা দু'জনেই প্রায়শই দেখা করতে শুরু করেন, কিন্তু তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। প্রায় ১১ বছর গোপনে ডেটিং করার পর,  ২০১৭ সালে বিয়ে করেন তারা।
শো-এর সাক্ষাতের পর ধীরে ধীরে প্রেমে হয় তাঁদের এবং তারা দু’জনেই প্রায়শই দেখা করতে শুরু করেন, কিন্তু তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। প্রায় ১১ বছর গোপনে ডেটিং করার পর, ২০১৭ সালে বিয়ে করেন তারা।
বর্তমানে হর্ষর সঙ্গে সুখী দাম্পত্য ভারতীর৷ বিয়ের ৫ বছর পর ছেলে হয় হর্ষ ও ভারতীর। দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন লক্ষ লিম্বাচিয়া, কিন্তু তারা তাকে আদর করে গোলা বলে ডাকে।
বর্তমানে হর্ষর সঙ্গে সুখী দাম্পত্য ভারতীর৷ বিয়ের ৫ বছর পর ছেলে হয় হর্ষ ও ভারতীর। দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন লক্ষ লিম্বাচিয়া, কিন্তু তারা তাকে আদর করে গোলা বলে ডাকে।