Tag Archives: boney kapoor

Bollywood Gossip: এক সময় ঠাঁই হয়েছিল রাজ কাপুরের পরিচারকদের কোয়ার্টারে, আজ বলিউডে সুপ্রতিষ্ঠিত, জীবন সংগ্রামের কাহিনি শুনলে চমকে উঠবেন

 মুম্বই: বলিউডের স্বনামধন্য প্রযোজক তিনি। সন্তানরাও যে যাঁর ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সম্প্রতি তাঁর প্রযোজনাতেই মুক্তি পেয়েছে অজয় দেবগন ও প্রিয়া মণি অভিনীত ‘ময়দান’। সেই সাফল্যই এখন উপভোগ করছেন তিনি। এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে প্রযোজক বনি কাপুরের প্রসঙ্গে! সম্প্রতি তিনি তুলে ধরেছেন নিজের পরিবারের এক সময়ের জীবন সংগ্রামের কাহিনি।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বনি কাপুর বলেন, তাঁর বাবা সুরিন্দর কাপুরকে এক সময় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। এমনকী ওই সময় তাঁকে পরপর প্রায় ১০টি চাকরি খোয়াতে হয়েছিল। কারণ তিনি শ্রমিকদের অধিকার রক্ষার দাবিকে সমর্থন করেছিলেন। আর একের পর এক চাকরি খুইয়ে সপরিবার মুম্বইয়ে আসতে বাধ্য হন সুরিন্দর কাপুর।

বনির কথায়, “আমার বাবাকে বম্বে (তৎকালীন)-তে এনেছিলেন পৃথ্বীরাজ কাপুর। আসলে আমার ঠাকুর্দাই আমার বাবাকে পৃথ্বীরাজজির হাতে তুলে দিয়েছিলেন। কারণ আমার বাবাকে অন্তত ১০-১২টি চাকরি ছাড়তে হয়েছিল। আসলে ছাড়েননি, বরং তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ আমার বাবা শ্রমিকদের পাশে ছিলেন। তাঁদের অধিকারের জন্য লড়াই করছিলেন।”

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এরপর নিজের কথা বলতে গিয়ে জনপ্রিয় প্রযোজক বলেন, “যখন আমার ঠাকুরমা মারা যান, তখন অনিল এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। অনিল ঠিক করে ও অভিনয় করবে আর আমি প্রোডাকশন সামলাব। বাড়ির দিকটাও তো কাউকে সামলাতে হত। আসলে আমার বাবার হার্টের সমস্যা ছিল, তাই তাঁকে চাপ দিতেই চাইনি।”

এখানেই শেষ নয়, বনি আরও বলেন যে, তাঁর বাবা বিয়ের পর রাজ কাপুরদের আউটহাউজে থাকতেন। প্রসঙ্গত এই আউটহাউজগুলিতে আদতে বাড়ির চাকর অথবা গাড়ির চালকদের মতো কর্মচারীরা বসবাস করেন।এরপর নিজের কেরিয়ারের প্রথম দিকের দিনগুলির কথা মনে করে বনি জানান, তাঁর বাবার প্রযোজিত ছবির এক পরিচালক মারা যান। সেই সময় থেকে তাঁদের কঠিন সময় শুরু হয়ে যায়। আর্থিক বাধাবিপত্তি তো ছিলই, এর পাশাপাশি তাঁদের মাথায় ঋণের বোঝাও চাপে।

যদিও এই সমস্ত প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ পার করে বনি কাপুর আজ সফল কেরিয়ারের স্বাদ আস্বাদন করছেন। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ প্রতিষ্ঠিত সফল প্রযোজক তিনি। তাঁর সাম্প্রতিক কাজ ‘ময়দান’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এই ছবি ৩১.৮৬ কোটি টাকা আয় করেছে।

Bollywood Celebrity: রাজ কাপুরের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে বাস! আজ ১৫০ কোটির মালিক! জানেন কে সেই বলি সেলেব

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ‍্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য।

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ‍্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য।
সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে নিজের পরিবারের আর্থিক সংগ্রামের সময়ের দিনগুলির কথা তুলে ধরলেন বনি কাপুর। একাধিক হিট ছবির প্রজোযক বনি কাপুর। তাঁর দুই ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরও প্রতিষ্ঠিত অভিনেতা।

সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে নিজের পরিবারের আর্থিক সংগ্রামের সময়ের দিনগুলির কথা তুলে ধরলেন বনি কাপুর। একাধিক হিট ছবির প্রজোযক বনি কাপুর। তাঁর দুই ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরও প্রতিষ্ঠিত অভিনেতা।
বনি কাপুরের দুই কন‍্যা জাহ্ণবী কাপুর এবং খুশি কাপুরও পা রেখেছেন বলিউডে। একাধিক ছবিতে ইতিমধ‍্যেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্ণবী। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও অভিনেতা। অন‍্যদিকে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন এবং কন‍্যা সোনমও অভিনয় জগতে সমান ভাবে প্রতিষ্ঠিত।
বনি কাপুরের দুই কন‍্যা জাহ্ণবী কাপুর এবং খুশি কাপুরও পা রেখেছেন বলিউডে। একাধিক ছবিতে ইতিমধ‍্যেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্ণবী। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও অভিনেতা। অন‍্যদিকে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন এবং কন‍্যা সোনমও অভিনয় জগতে সমান ভাবে প্রতিষ্ঠিত।
বর্তমানে কাপুর পরিবারে অর্থের অভাব নেই। কিন্তু একসময় এই প্রতিষ্ঠিত পরিবারকেই যেতে হয়েছে আর্থিক সংগ্রামের মধ‍্য দিয়ে। এমনকী বলিউডের অন‍্য এক কাপুর পরিবরের 'সার্ভেন্ট কোয়ার্টারে' থাকতে বাধ‍্য হয়েছিল বনি কাপুরের পরিবারে।
বর্তমানে কাপুর পরিবারে অর্থের অভাব নেই। কিন্তু একসময় এই প্রতিষ্ঠিত পরিবারকেই যেতে হয়েছে আর্থিক সংগ্রামের মধ‍্য দিয়ে। এমনকী বলিউডের অন‍্য এক কাপুর পরিবরের ‘সার্ভেন্ট কোয়ার্টারে’ থাকতে বাধ‍্য হয়েছিল বনি কাপুরের পরিবারে।
বনি কাপুর জানান, তাঁর বাবা সুরিন্দর কাপুর জীবনে অনেক সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন‍্য লড়াই করে দশবার চাকরি হারান তিনি। এরপর পৃথ্বীরাজ কাপুরই বনি কাপুরের বাবাকে মুম্বইতে নিয়ে আসেন।
বনি কাপুর জানান, তাঁর বাবা সুরিন্দর কাপুর জীবনে অনেক সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন‍্য লড়াই করে দশবার চাকরি হারান তিনি। এরপর পৃথ্বীরাজ কাপুরই বনি কাপুরের বাবাকে মুম্বইতে নিয়ে আসেন।
তাঁর কথায়, ‘‘ পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।' আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন। কারণ ততদিনে তিনি ১০-১২টার চাকরি ছেড়ে দিয়েছেন। শ্রমিকদের অধিকারের কথা বলার জন‍্য তাঁকে চাকরিচ্যুত করা হয়’’
তাঁর কথায়, ‘‘ পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।’ আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন। কারণ ততদিনে তিনি ১০-১২টার চাকরি ছেড়ে দিয়েছেন। শ্রমিকদের অধিকারের কথা বলার জন‍্য তাঁকে চাকরিচ্যুত করা হয়’’
বনি কাপুর জানান, বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি কাপুর পরিবারের চাকর ও চালকদের জন্য বিশেষভাবে তৈরি। কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক।
বনি কাপুর জানান, বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি কাপুর পরিবারের চাকর ও চালকদের জন্য বিশেষভাবে তৈরি। কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক।
তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তাঁর বাবা একটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করার সময়ই মারা যান। এই ঘটনার পর থেকে কাপুর পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে, যার কারণে তার অনেক ঋণ হয়।
তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তাঁর বাবা একটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করার সময়ই মারা যান। এই ঘটনার পর থেকে কাপুর পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে, যার কারণে তার অনেক ঋণ হয়।
বনি কাপুরের কথায়, ‘‘ঠাকুমা মারা যাওয়ার পর অনিল অভিনয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি প্রজোযনার সিদ্ধান্ত নিই।’’বনি কাপুর আরও বলেন, ‘‘'আমার বাবা ঋণে ডুবে ছিলেন।’’ তবে সাংসারিক প্রতিকূলতা সামলেই সুনাম অর্জন করেন দুই ভাই৷
বনি কাপুরের কথায়, ‘‘ঠাকুমা মারা যাওয়ার পর অনিল অভিনয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি প্রজোযনার সিদ্ধান্ত নিই।’’বনি কাপুর আরও বলেন, ‘‘’আমার বাবা ঋণে ডুবে ছিলেন।’’ তবে সাংসারিক প্রতিকূলতা সামলেই সুনাম অর্জন করেন দুই ভাই৷
'লাইফস্টাইল এশিয়া ডট কম'-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বনি কাপুর প্রজোযিত 'ময়দান' ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ এই ছবিতে  মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও প্রিয়মণি।
‘লাইফস্টাইল এশিয়া ডট কম’-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বনি কাপুর প্রজোযিত ‘ময়দান’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও প্রিয়মণি।