Tag Archives: Box office

মেগাস্টার বাবা নায়ক, সুপারস্টার ছেলে প্রযোজক, অথচ ২৭৫ কোটির সিনেমা এভাবেই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে!

নামী অভিনেতা-অভিনেত্রী। বড় প্রযোজক সংস্থা। বিপুল বাজেট। কিন্তু বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ছবি। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ হোক কিংবা ‘ঠগস অফ হিন্দুস্থান’। বলিউডে এমন ঘটনা হামেশাই ঘটেছে। দক্ষিণী সিনেমাও এর ব্যতিক্রম নয়। বছর পাঁচেক আগে অর্থাৎ ২০১৯ সালে ঢাকঢোল পিটিয়ে মুক্তি পেয়েছিল ‘সায়রা নরসিমহা রেড্ডি’ (Sye Raa Narasimha Reddy)।
নামী অভিনেতা-অভিনেত্রী। বড় প্রযোজক সংস্থা। বিপুল বাজেট। কিন্তু বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ছবি। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ হোক কিংবা ‘ঠগস অফ হিন্দুস্থান’। বলিউডে এমন ঘটনা হামেশাই ঘটেছে। দক্ষিণী সিনেমাও এর ব্যতিক্রম নয়। বছর পাঁচেক আগে অর্থাৎ ২০১৯ সালে ঢাকঢোল পিটিয়ে মুক্তি পেয়েছিল ‘সায়রা নরসিমহা রেড্ডি’ (Sye Raa Narasimha Reddy)।
অ্যাকশন প্যাকড তেলেগু ছবি। নায়ক আর কেউ নন, দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। ছবির প্রযোজক চিরঞ্জীবীর ছেলে রাম চরণের প্রোডাকশন কোম্পানি। কিন্তু লাভ হয়নি। বাবা-ছেলের যুগলবন্দী ঝড় তুলতে পারেনি বক্স অফিসে। উয়ালাপডার রাজা ছিলেন নরসিমহা রেড্ডি। ১৮৪৭ সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে তিনি।
অ্যাকশন প্যাকড তেলেগু ছবি। নায়ক আর কেউ নন, দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। ছবির প্রযোজক চিরঞ্জীবীর ছেলে রাম চরণের প্রোডাকশন কোম্পানি। কিন্তু লাভ হয়নি। বাবা-ছেলের যুগলবন্দী ঝড় তুলতে পারেনি বক্স অফিসে। উয়ালাপডার রাজা ছিলেন নরসিমহা রেড্ডি। ১৮৪৭ সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে তিনি।
ইতিহাসের এই চরিত্রকেই পর্দায় নিয়ে এসেছিলেন চিরঞ্জীবী। অন্যান্য চরিত্রেও চোখধাঁধানো সব নাম। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন তো ছিলেনই, সঙ্গে দক্ষিণের সুপারস্টার কিচ্ছা সুদীপ, বিজয় সেতুপতি এবং জগপতি বাবুও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ। দক্ষিণের অভিনেত্রীদের সবচেয়ে বড় দুই নাম নয়নতারা এবং তামান্না ভাটিয়াও অভিনয় করেছেন এই ছবিতে।
ইতিহাসের এই চরিত্রকেই পর্দায় নিয়ে এসেছিলেন চিরঞ্জীবী। অন্যান্য চরিত্রেও চোখধাঁধানো সব নাম। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন তো ছিলেনই, সঙ্গে দক্ষিণের সুপারস্টার কিচ্ছা সুদীপ, বিজয় সেতুপতি এবং জগপতি বাবুও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ। দক্ষিণের অভিনেত্রীদের সবচেয়ে বড় দুই নাম নয়নতারা এবং তামান্না ভাটিয়াও অভিনয় করেছেন এই ছবিতে।
‘সায়রা নরসিমহা রেড্ডি’ মূলত পিরিয়ড ড্রামা। অ্যাকশন এবং স্টান্টে চিরঞ্জীবী অনবদ্য। ছবির প্রতিটা দৃশ্যই মন জয় করে নেয়। মুক্তির আগে থেকেই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। বক্স অফিস জয় করা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু মুক্তির পর ঘটে ঠিক উল্টো। ভরপুর অ্যাকশন থাকলেও গল্পে বিশেষ কিছুই ছিল না। তারই প্রভাব পড়ে বক্স অফিসে।
‘সায়রা নরসিমহা রেড্ডি’ মূলত পিরিয়ড ড্রামা। অ্যাকশন এবং স্টান্টে চিরঞ্জীবী অনবদ্য। ছবির প্রতিটা দৃশ্যই মন জয় করে নেয়। মুক্তির আগে থেকেই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। বক্স অফিস জয় করা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু মুক্তির পর ঘটে ঠিক উল্টো। ভরপুর অ্যাকশন থাকলেও গল্পে বিশেষ কিছুই ছিল না। তারই প্রভাব পড়ে বক্স অফিসে।
বড় পর্দার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল ‘সায়রা নরসিমহা রেড্ডি’। সিনেমা হলে ঢুকতেই তার আভাসও মেলে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ছবি তৈরিতে খরচ হয়েছিল ২৭৫ কোটি টাকা। কিন্তু লাভ তো দূরের কথা, খরচও ওঠেনি। তেলেগুতে কিছুটা ব্যবসা করেছিল ঠিকই।
বড় পর্দার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল ‘সায়রা নরসিমহা রেড্ডি’। সিনেমা হলে ঢুকতেই তার আভাসও মেলে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ছবি তৈরিতে খরচ হয়েছিল ২৭৫ কোটি টাকা। কিন্তু লাভ তো দূরের কথা, খরচও ওঠেনি। তেলেগুতে কিছুটা ব্যবসা করেছিল ঠিকই।
বাকি রাজ্যে কার্যতই মুখ থুবড়ে পড়েছিল চিরঞ্জীবীর সাধের ‘সায়রা নরসিমহা রেড্ডি’। হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবি। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ২৪৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যাকে সুপারফ্লপ বললেও অত্যুক্তি হবে না ৷
বাকি রাজ্যে কার্যতই মুখ থুবড়ে পড়েছিল চিরঞ্জীবীর সাধের ‘সায়রা নরসিমহা রেড্ডি’। হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবি। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ২৪৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যাকে সুপারফ্লপ বললেও অত্যুক্তি হবে না ৷