Tag Archives: Boycott China

Boycott China|নিজের চাইনিজ ফোন মাটিতে আঁছড়ে ফেলে চিনের বিরুদ্ধে প্রতিবাদ অভিনেতার

#ভিশখাপট্টনম: চিনা পণ্য বর্জন করা হোক৷ সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনের হামলা, ২০জন ভারতীয় সেনার মৃত্যুতে এই দাবি জোড়ালো হয়েছে৷ দিকে দিকে চিনা সামগ্রীর পোড়ানো হয়েছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিনের কুশপুতুল দাহ করা হয়েছে৷ শুধু সীমান্তে চিনের ওপর চাপ বাড়ানো নয়৷ চিনের পণ্য না আমদানি করলে ব্যবসায়ীক দিক থেকে চিনকে চাপে ফেলার কথা বলা হচ্ছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের চিনা ব্র্যান্ডের (Oppo) ফোন মাটিকে আঁছড়ে ভেঙে ফেললেন অভিনেতা৷ এইভাবেই তিনি করলেন প্রতিবাদ৷ ডাক দিলেন চিনা মাল বয়কটের জন্য৷

চিনের ওপর প্রচন্ড রাগ৷ তাই এই কাণ্ড ঘটালাম৷ তবে এর মানে এই নয়, যে আপনাকেও এই পথে চলতে হবে৷ নিজের ফোন ভাঙে টুকরো টুকরো করে দেওয়ার ভিডিও পোস্ট করে এমনই লিখলেন কৌশল৷ অভিনেতা হিসেবে তাঁর সামাজিক দায়িত্ব রয়েছে৷ তিনি কখনওই ধ্বংসাত্মক কিছুর প্রচার করতে পারেন না৷ যার নেতিবাচক প্রভাব পড়বে তাঁর ভক্তদের ওপর৷ তাই তিনি চিনের বিরুদ্ধে রাগ দেখিয়েও কিছুটা দায়িত্বশীল থাকার চেষ্টা চালিয়েছেন৷ দেশের পাশে থাকার কথা লিখেছেন তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে৷

নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করার পরই সেটা ছড়িয়ে পড়েছে৷ তেলুগু নায়কের চিনা ফোন ভাঙার ভিডিও বেশ ভাইরাল হয়েছে৷ উল্লেখ্য চিনা ফোন ছাড়াও বেশ কিছু সামগ্রীর বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত তারকারদের কাছে আর্জি রেখেছে দেশের সর্ববৃহৎ ব্যবসায়ীক সংগঠন৷ তারকাদের এই সব বিজ্ঞাপন থেকে সরে যেতে অনুরোধ করেছে এই সংগঠন৷ তাদের একটাই বক্তব্য ছিল, চিনা পণ্যের বিজ্ঞাপন করে দেশের মানুষের ওপর তার প্রভাব বাড়াচ্ছেন তারকারা৷ এতে চিনের ব্যবসা বাড়ছে৷ ভারতীয় সেনার ওপর চিনের হামলার পর চিনের ব্যবসাতেও কোপ ফেলতে চাইছেন এই সংগঠনের সদস্যরা