Tag Archives: Changes in rules

New Rules: সেভিংস অ্যাকাউন্টে চার্জ বৃদ্ধি-সহ ৫ বড় পরিবর্তন; লাগু হল নতুন KYC নিয়ম

এপ্রিল মাস শেষ হয়ে আজ থেকে শুরু হয়েছে নতুন মে মাস। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক ১ মে থেকে কোন গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরিবর্তিত হয়েছে এবং সেই নিয়মগুলির পরিবর্তন নিজেদের পকেটে কতটা প্রভাব ফেলবে।
এপ্রিল মাস শেষ হয়ে আজ থেকে শুরু হয়েছে নতুন মে মাস। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক ১ মে থেকে কোন গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরিবর্তিত হয়েছে এবং সেই নিয়মগুলির পরিবর্তন নিজেদের পকেটে কতটা প্রভাব ফেলবে।
১) ICICI ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে চার্জ পরিবর্তন -ICICI ব্যাঙ্ক তার সেভিংস অ্যাকাউন্টের চার্জ পরিবর্তন করেছে। এটি আজ অর্থাৎ ১ মে কার্যকর হয়েছে। পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ডেবিট কার্ডে প্রতি বছর ২০০ টাকা পর্যন্ত বার্ষিক ফি। গ্রামীণ অবস্থানের জন্য, ফি প্রতি বছর ৯৯ টাকা। চেক বইতে, এক বছরে ২৫টি চেক লিফলেটের জন্য চার্জ শূন্য হবে এবং তার উপরে, ব্যাঙ্ক প্রতি পাতায় ৪ টাকা চার্জ করবে।
১) ICICI ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে চার্জ পরিবর্তন –
ICICI ব্যাঙ্ক তার সেভিংস অ্যাকাউন্টের চার্জ পরিবর্তন করেছে। এটি আজ অর্থাৎ ১ মে কার্যকর হয়েছে। পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ডেবিট কার্ডে প্রতি বছর ২০০ টাকা পর্যন্ত বার্ষিক ফি। গ্রামীণ অবস্থানের জন্য, ফি প্রতি বছর ৯৯ টাকা। চেক বইতে, এক বছরে ২৫টি চেক লিফলেটের জন্য চার্জ শূন্য হবে এবং তার উপরে, ব্যাঙ্ক প্রতি পাতায় ৪ টাকা চার্জ করবে।
ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) লেনদেনের জন্য স্থানান্তরিত পরিমাণ অনুযায়ী ব্যাঙ্ক প্রতি লেনদেনে ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ নেবে৷ আর্থিক কারণে ECS/NACH ডেবিট রিটার্ন প্রতি ৫০০ টাকা পেনাল্টি চার্জও দিতে হবে। একই আদেশের জন্য প্রতি মাসে সর্বোচ্চ তিনবার পুনরুদ্ধার করা হবে।
ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) লেনদেনের জন্য স্থানান্তরিত পরিমাণ অনুযায়ী ব্যাঙ্ক প্রতি লেনদেনে ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ নেবে৷ আর্থিক কারণে ECS/NACH ডেবিট রিটার্ন প্রতি ৫০০ টাকা পেনাল্টি চার্জও দিতে হবে। একই আদেশের জন্য প্রতি মাসে সর্বোচ্চ তিনবার পুনরুদ্ধার করা হবে।
২) PAN-MF ফোলিওতে নাম ভুল থাকলে, আবেদন বাতিল করা হবে -আজ থেকে যদি মিউচুয়াল ফান্ডের আবেদনে নিজেদের নামটি প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) কার্ডের সঙ্গে না মেলে, তাহলে সেই আবেদন প্রত্যাখ্যান করা হবে। অফিসিয়াল রেকর্ডে নিজেদের নাম কীভাবে প্রদর্শিত হবে তা পরিষ্কার করার জন্য, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-এর বাধ্যতামূলক KYC নিয়মগুলি বলে যে, নিজেদের নাম অবশ্যই অভিন্ন হতে হবে। কেউ যদি প্রথমবারের জন্য একটি মিউচুয়াল ফান্ড ফোলিওতে বিনিয়োগ করেন, তাহলে তাঁর নাম, জন্মতারিখ, প্যান আয়কর রেকর্ডে যেভাবে দেখা যায় সেই একই হওয়া উচিত।
২) PAN-MF ফোলিওতে নাম ভুল থাকলে, আবেদন বাতিল করা হবে –
আজ থেকে যদি মিউচুয়াল ফান্ডের আবেদনে নিজেদের নামটি প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) কার্ডের সঙ্গে না মেলে, তাহলে সেই আবেদন প্রত্যাখ্যান করা হবে। অফিসিয়াল রেকর্ডে নিজেদের নাম কীভাবে প্রদর্শিত হবে তা পরিষ্কার করার জন্য, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-এর বাধ্যতামূলক KYC নিয়মগুলি বলে যে, নিজেদের নাম অবশ্যই অভিন্ন হতে হবে। কেউ যদি প্রথমবারের জন্য একটি মিউচুয়াল ফান্ড ফোলিওতে বিনিয়োগ করেন, তাহলে তাঁর নাম, জন্মতারিখ, প্যান আয়কর রেকর্ডে যেভাবে দেখা যায় সেই একই হওয়া উচিত।
৩) ইয়েস ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করেছে -ইয়েস ব্যাঙ্ক আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন চার্জে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত গড় মাসিক ব্যালেন্স (AMB) এর চেয়ে কম বজায় রাখার জন্য সর্বোচ্চ চার্জ বাড়িয়েছে। ব্যাঙ্ক ২৫০ থেকে ১০০০ টাকার মধ্যে চার্জ নেবে৷ আগে, চার্জ ছিল ২৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে।
৩) ইয়েস ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করেছে –
ইয়েস ব্যাঙ্ক আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন চার্জে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত গড় মাসিক ব্যালেন্স (AMB) এর চেয়ে কম বজায় রাখার জন্য সর্বোচ্চ চার্জ বাড়িয়েছে। ব্যাঙ্ক ২৫০ থেকে ১০০০ টাকার মধ্যে চার্জ নেবে৷ আগে, চার্জ ছিল ২৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে।
সেভিংস অ্যাকাউন্টের ধরন, ব্যাঙ্ক শাখার অবস্থান এবং অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণের উপর নির্ভর করে চার্জ পরিবর্তিত হয়। কম ব্যালেন্সের কারণে ECS (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সার্ভিস) রিটার্নের সঙ্গে, ব্যাঙ্ক এখন প্রথমবারের জন্য ৫০০ টাকা চার্জ করবে। ব্যাঙ্ক দ্বিতীয় রিটার্ন থেকে ৫৫০ টাকা চার্জ করবে।
সেভিংস অ্যাকাউন্টের ধরন, ব্যাঙ্ক শাখার অবস্থান এবং অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণের উপর নির্ভর করে চার্জ পরিবর্তিত হয়। কম ব্যালেন্সের কারণে ECS (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সার্ভিস) রিটার্নের সঙ্গে, ব্যাঙ্ক এখন প্রথমবারের জন্য ৫০০ টাকা চার্জ করবে। ব্যাঙ্ক দ্বিতীয় রিটার্ন থেকে ৫৫০ টাকা চার্জ করবে।
৪) ইউটিলিটি বিল পরিশোধ করা ব্যয়বহুল হবে -আজ থেকে ইউটিলিটি বিল পরিশোধ করা হবে ব্যয়বহুল। ১ মে থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টে ব্যাঙ্কগুলিকে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। Yes Bank এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, তারা ১ মে, ২০২৪ থেকে তাদের ক্রেডিট কার্ড থেকে ইউটিলিটি বিল পেমেন্টের উপর অতিরিক্ত ১ শতাংশ চার্জ করবে। কারও যদি ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তবে ১৫,০০০ টাকা বিনামূল্যে ব্যবহারের সীমা থাকবে। যেখানে IDFC ফার্স্ট ব্যাঙ্কের জন্য এটি ২০,০০০ টাকা। এর চেয়ে বেশি বিল পরিশোধে অতিরিক্ত চার্জ দিতে হবে।
৪) ইউটিলিটি বিল পরিশোধ করা ব্যয়বহুল হবে –
আজ থেকে ইউটিলিটি বিল পরিশোধ করা হবে ব্যয়বহুল। ১ মে থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টে ব্যাঙ্কগুলিকে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। Yes Bank এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, তারা ১ মে, ২০২৪ থেকে তাদের ক্রেডিট কার্ড থেকে ইউটিলিটি বিল পেমেন্টের উপর অতিরিক্ত ১ শতাংশ চার্জ করবে। কারও যদি ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তবে ১৫,০০০ টাকা বিনামূল্যে ব্যবহারের সীমা থাকবে। যেখানে IDFC ফার্স্ট ব্যাঙ্কের জন্য এটি ২০,০০০ টাকা। এর চেয়ে বেশি বিল পরিশোধে অতিরিক্ত চার্জ দিতে হবে।
৫) এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হবে -১ মে থেকে এলপিজি সিলিন্ডার এবং এটিএফ-এর দামেও পরিবর্তন আসবে। তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। কোম্পানিগুলি ১৪ কেজি গার্হস্থ্য এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম নির্ধারণ করে। সিএনজি ও পিএনজির দামও নির্ধারিত রয়েছে।
৫) এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হবে –
১ মে থেকে এলপিজি সিলিন্ডার এবং এটিএফ-এর দামেও পরিবর্তন আসবে। তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। কোম্পানিগুলি ১৪ কেজি গার্হস্থ্য এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম নির্ধারণ করে। সিএনজি ও পিএনজির দামও নির্ধারিত রয়েছে।

Rules Changing: বদলাতে চলেছে এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি, পড়তে চলেছে পকেটে টান

প্রত্যেক মাসের পয়লা তারিখে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম বদল হয়ে থাকে ৷ এর মধ্যে এলপিজি সিলিন্ডার, সিএনজি ও পিএনজি-র দাম সংশোধন করা হয় ৷
প্রত্যেক মাসের পয়লা তারিখে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম বদল হয়ে থাকে ৷ এর মধ্যে এলপিজি সিলিন্ডার, সিএনজি ও পিএনজি-র দাম সংশোধন করা হয় ৷
এর পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক তাদের পরিষেবায় বদল করে থাকে ৷ এই বদলের প্রভাব সরাসরি নাগরিকদের পকেটে পড়ে থাকে ৷ এপ্রিল মাস শেষ হতেই আর মাত্র ৩ দিন বাকি ৷ ১ মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হতে চলেছে যা আপনার জানা অত্যন্ত দরকার ৷
এর পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক তাদের পরিষেবায় বদল করে থাকে ৷ এই বদলের প্রভাব সরাসরি নাগরিকদের পকেটে পড়ে থাকে ৷ এপ্রিল মাস শেষ হতেই আর মাত্র ৩ দিন বাকি ৷ ১ মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হতে চলেছে যা আপনার জানা অত্যন্ত দরকার ৷
অনুমান করা হচ্ছে ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে ৷ সম্প্রতি ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বেশি কিছু বদল করা হয়নি, তবে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিক বদল করা হয়েছে ৷ পাশাপাশি সিএনজি ও পিএনজি-র দামে বদল হতে পারে ৷
অনুমান করা হচ্ছে ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে ৷ সম্প্রতি ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বেশি কিছু বদল করা হয়নি, তবে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিক বদল করা হয়েছে ৷ পাশাপাশি সিএনজি ও পিএনজি-র দামে বদল হতে পারে ৷
ICICI ব্যাঙ্কের নিয়মে বদল - ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ও চার্জে বদল করা হবে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা করে দেওয়া হবে ৷ তবে গ্রামীণ এলাকার ৯৯ টাকা চার্জ নেওয়া হবে ৷
ICICI ব্যাঙ্কের নিয়মে বদল – ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ও চার্জে বদল করা হবে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা করে দেওয়া হবে ৷ তবে গ্রামীণ এলাকার ৯৯ টাকা চার্জ নেওয়া হবে ৷
বছরে ২৫ পাতার চেকবুক বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ এরপর প্রত্যেক চেকের জন্য ৪ টাকা করে দিতে হবে ৷ IMPS-এর মাধ্যমে ট্রানজাকশনের জন্য টাকা দিতে হবে ৷ IMPS-জন্য ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ দিতে হবে ৷
বছরে ২৫ পাতার চেকবুক বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ এরপর প্রত্যেক চেকের জন্য ৪ টাকা করে দিতে হবে ৷ IMPS-এর মাধ্যমে ট্রানজাকশনের জন্য টাকা দিতে হবে ৷ IMPS-জন্য ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ দিতে হবে ৷
ইয়েস ব্যাঙ্ক বদল- ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের আলাদা আলাদা ভেরিয়েন্টের জন্য মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সে বদল করেছে ৷ ১০ হাজার থেকে ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷
ইয়েস ব্যাঙ্ক বদল- ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের আলাদা আলাদা ভেরিয়েন্টের জন্য মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সে বদল করেছে ৷ ১০ হাজার থেকে ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷
প্রো ম্যাক্সের জন্য ৫০ হাজার ও সেভিংস অ্যাকাউন্ট প্রো-এর জন্য ১০০০০ টাকা ৷ ইয়েস রেসপেক্ট অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স ২৫০০০ টাকা রাখা হয়েছে ৷
প্রো ম্যাক্সের জন্য ৫০ হাজার ও সেভিংস অ্যাকাউন্ট প্রো-এর জন্য ১০০০০ টাকা ৷ ইয়েস রেসপেক্ট অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স ২৫০০০ টাকা রাখা হয়েছে ৷