Tag Archives: Curtain

Cool Curtain: ঘর হবে কাশ্মীরের মতো ঠান্ডা, পর্দাতে লুকিয়ে রহস্য! ১ টাকাও বিলের চিন্তা ছাড়াই পান ‘এই বিশেষ’ সুবিধা

বর্ষা এসেছে, বৃষ্টিও হচ্ছে৷ কিন্তু কোনও ভাবেই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না৷ আর বারবার এসি চালাতে ইলেকট্রিকের বিলের চিন্তাও বাড়ছে৷ ফলে করবেন কী?
বর্ষা এসেছে, বৃষ্টিও হচ্ছে৷ কিন্তু কোনও ভাবেই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না৷ আর বারবার এসি চালাতে ইলেকট্রিকের বিলের চিন্তাও বাড়ছে৷ ফলে করবেন কী?
উপায় বার করেছেন ভগবান জি ঝা৷ এমন এক পর্দা বানিয়েছেন তিনি যাতে ঘর হবে ঠান্ডা, কোনও বিলও দিতে হবে না৷ একেবারে শূন্য খরচে পান এসির মতো ঠান্ডা হাওয়া, যাতে রাতের ঘুম হবে নিশ্চিন্তে৷
উপায় বার করেছেন ভগবান জি ঝা৷ এমন এক পর্দা বানিয়েছেন তিনি যাতে ঘর হবে ঠান্ডা, কোনও বিলও দিতে হবে না৷ একেবারে শূন্য খরচে পান এসির মতো ঠান্ডা হাওয়া, যাতে রাতের ঘুম হবে নিশ্চিন্তে৷
এই কাজটি করে ফেলেছেন ভগবান জি ঝা৷ ছোট থেকেই নানান উদ্ভাবনী ক্ষমতা। চাকরি ছেড়েছেন একই কারণে। মনের মত কাজ আরও বেশি করে করতে চান । আর মনের মত কাজ বলতে পর্দা তৈরি।
এই কাজটি করে ফেলেছেন ভগবান জি ঝা৷ ছোট থেকেই নানান উদ্ভাবনী ক্ষমতা। চাকরি ছেড়েছেন একই কারণে। মনের মত কাজ আরও বেশি করে করতে চান । আর মনের মত কাজ বলতে পর্দা তৈরি।
তাঁর তৈরি অভিনব পর্দার চাহিদা বাড়ছিল। শেষে ঘর সাজানোর পর্দায় কীভাবে ইনোভেটিভ টাচ দেওয়া যায় সে চিন্তা মাথায় ঘোরে সর্বক্ষণ। রিমোট কন্ট্রোল দেওয়া পর্দা করেছেন। পরিবেশ বান্ধব পর্দা করেছেন।
তাঁর তৈরি অভিনব পর্দার চাহিদা বাড়ছিল। শেষে ঘর সাজানোর পর্দায় কীভাবে ইনোভেটিভ টাচ দেওয়া যায় সে চিন্তা মাথায় ঘোরে সর্বক্ষণ। রিমোট কন্ট্রোল দেওয়া পর্দা করেছেন। পরিবেশ বান্ধব পর্দা করেছেন।
এবার তাঁর এই বিশেষ পর্দার ৫ বছর পূর্তি৷ তাতেই সামনে এল ঘর ঠান্ডা করার অভিনব পর্দা৷ পর্দা কেনার জন্য এক কালীন টাকা লাগবে৷ তারপর আর কোনও বাড়তি খরচ নেই৷
এবার তাঁর এই বিশেষ পর্দার ৫ বছর পূর্তি৷ তাতেই সামনে এল ঘর ঠান্ডা করার অভিনব পর্দা৷ পর্দা কেনার জন্য এক কালীন টাকা লাগবে৷ তারপর আর কোনও বাড়তি খরচ নেই৷
একেবারে তাক লাগানো পর্দা৷ পর্দাতে রয়েছে পাখা!যা চলবে সোলার প্যানেল। আর উল্টোদিকে পাখা লাগানো। পর্দা থেকেই হাওয়া বের হবে।
একেবারে তাক লাগানো পর্দা৷ পর্দাতে রয়েছে পাখা!যা চলবে সোলার প্যানেল। আর উল্টোদিকে পাখা লাগানো। পর্দা থেকেই হাওয়া বের হবে।
এর তিনটি উপকার রয়েছে বলে দাবি করা হচ্ছে৷ ১)যাঁদের এসি তে সমস্যা বিশেষ করে বয়স্কদের তাঁদের সমস্যার সমাধান হবে। ২) লোডশেডিং এর সময় কাজ চলবে। ৩) সৌর শক্তিতে চলে বলে বিদ্যুৎ খরচ নেই। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্দা।
এর তিনটি উপকার রয়েছে বলে দাবি করা হচ্ছে৷ ১)যাঁদের এসি তে সমস্যা বিশেষ করে বয়স্কদের তাঁদের সমস্যার সমাধান হবে। ২) লোডশেডিং এর সময় কাজ চলবে। ৩) সৌর শক্তিতে চলে বলে বিদ্যুৎ খরচ নেই।
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্দা।