Tag Archives: Cyclone Michaung

মিগজাউমের তাণ্ডবে ফেঁসে রবিচন্দ্রন অশ্বিন! নিজেই জানালেন কী ভয়ঙ্কর পরিস্থিতি

চেন্নাই: সাইক্লোন মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। রবিবার থেকেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়। চারিদিকে ধ্বংস্তুপ, জলমগ্ন একাধিক এলাকা। জল নেই, খবার নেই, বিদ্যুৎ নেই বহু জায়গায়। মিগজাউমের তাণ্ডবে ফেঁসে রয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।

বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বিশ্রাম পেয়েছিলেন অশ্বিন। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন। কিন্তু বিশ্বকাপ ফাইনাল হারের পর তাঁকে যে আরও এক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারেননি। মিগজাউমের তাণ্ডবে অশ্বিনের পাড়ার অবস্থা বেহাল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকা জানিয়েছেন কীভাবে দিন কাটছে। এক্স অ্যাকাউন্টে অশ্বিন লিখেছেন,?৩০ ঘণ্টারও বেশি সময় হয়ে গেল, আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অনুমান করছি, অনেক জায়গায় এই একই অবস্থা। জানি না, আমাদের হাতে কী বিকল্প রয়েছে।? সকলের মঙ্গল কামনায় সঙ্গে প্রার্থনার ইমোজিও দিয়েছেন অশ্বিন।

এর আগেও এক্স অ্যাকাউন্টে মিগজাউমের ধ্বংসলীলার একাধিক ভিডিও শেয়ার করেছেন রবিচন্দ্রন অশ্বনি। কোথা ধসে পড়ছে রাস্তা-গাছ-লাইট পোস্ট, কোথাও আবার জলমগ্ন গোটা এলাকা। অন্যান্যদের করা পোস্ট রিপোস্টও করেছেন অশ্বিন। শহর তথা রাজ্যবাসীর পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। নিজে কথা বলেছেন সরকারি আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুনঃ KKR Strategy In IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি তৈরি! কী ভাবছেন গম্ভীর? নাইটদের হাঁড়ির খবর! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই উদ্ধারকাজ, খাবর বন্টন থেকে শুরু করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগেভাগেই নীচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩০০টি ত্রাণ শিবিরের। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী।

Cyclone Michaung: জলে ভাসছে চারদিক! রাস্তায় ওটা কী বেরল, মিগজাউমের সঙ্গেই আরও এক বিপদ তামিলনাড়ুতে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। কয়েক ঘণ্টার মধ্যেই ল্যান্ডফল। তার প্রভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। বিপর্যস্ত গোটা রাজ্য। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চেন্নাইতে। জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। মৃত ২ জন। মিগজাউম বর্তমানে বঙ্গোপসাগরের উপর দিয়ে অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে নেলোর এবং মছলিপত্তনমের মধ্যে আছড়ে পড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের।

ঘূর্ণিঝড় আর প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম, কুড্ডালোর এবং তিরুভাল্লুর জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ের বেশিরভাগ এলাকাই জলের তলায়। নিচু এলাকাগুলিতে প্রায় কোমর সমান জল। জমা জল সরাতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। তবে তাতে খুব একটা কাজ হচ্ছে না। লক্ষাধিক মানুষ ঘরবন্দী। রাস্তার জমা জলে গাড়ি ভেসে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।

মাম্বালাম, মাইলাপুর এবং কোডামবাক্কামের মতো শহর অঞ্চলের বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, আবাসনের সামনে জল জমেছে। সেই জলে ভাসছে গাড়ি। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ৪০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ঘর থেকে বেরোনোই দায়। পল্লীকারনাইয়ের একটি আবাসনের পার্কিং এলাকায় জলে ভাসমান এক ডজনের বেশি গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্যা প্রবণ ভেলাচেরিও ক্ষতিগ্রস্ত। মুদিচুর, পেরুঙ্গালাথুর এবং ভারধরাজপুরমে নৌকো নিয়ে বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়েছে প্রশাসন।

তবে শুধু বৃষ্টি নয়। চেন্নাইয়ের বেশ কিছু এলাকায় বিদ্যুৎও নেই। নেই ইন্টারনেট। অনেকেই নিরাপদ স্থানের খোঁজে বাড়ি ছাড়ছেন। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাকালায় কুমির। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। চেন্নাইয়ের পেরেঙ্গালাথুর এলাকায় এই কুমিরটিকে ঘুরতে দেখা গেছে বলে জানা গিয়েছে। ভিডিওতে কুমিরটিকে রাস্তা পেরিয়ে ঝোপে ঢুকে পড়তে দেখা গিয়েছে।

চেন্নাইতে রেল পরিষেবা আপাতত বন্ধ। বিমানের অবস্থাও তথৈবচ। অধিকাংশ বিমানই দেরিতে ছেড়েছে। উল্লেখ্য, চেন্নাই বিমানবন্দরে সকাল ৯.৪০ থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। লাগাতার বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দরের ৭০টি বিমান বাতিল করা হয়েছে। রানওয়ে এবং টারম্যাকও বন্ধ রয়েছে।