Tag Archives: cyclone tauktae

Cyclone Tauktae -র দাপটে উত্তাল সমুদ্র, গেটওয়ে অফ ইন্ডিয়াতে একের পর এক ঢেউয়ের ধাক্কা,তারপর…

#মুম্বই: এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! করোনা ভাইরাসের মারণ কামড় যখন ঘুম কেড়েছে গোটা দেশের মানুষের, ঠিক সেই সময় এসে হাজির আরেক সঙ্কট। গত বছর আমফানের (Cyclone Amphan) স্মৃতি উস্কে দিয়ে চলতি বছর ফের আরও এক ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা দেখল ভারত। সোমবার রাত ৯টার দিকে গুজরাত উপকূলে আছড়ে পড়ে সাইক্লোন তাউকতাই (Cyclone Tauktae)। সেই সময়ে এই ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। মহারাষ্ট্রের বেশ কিছু অংশেও তাণ্ডবলীলা চালায় এই ঘূর্ণিঝড়। এই ভয়ঙ্কর বিপর্যয়ের পরেই মহারাষ্ট্র, গুজরাত ও গোয়ার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌসেনা ও বায়ু সেনার তরফে এই পাঁচটি রাজ্যে উদ্ধারকার্য চালানো হচ্ছে।

ইতিমধ্যেই মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে (Gateway of India) প্রবাহিত বিশাল ঢেউয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকটি ভয়ঙ্কর ভিডিওর মধ্যে রয়েছে, ইন্ডিয়া গেটওয়ে এবং সংলগ্ন জেটিতে আছড়ে পড়া বিধ্বংসী তরঙ্গের ভিডিও। অনলাইনে এই ভিডিও দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়েছেন সাধারণ মানুষ।

ভিডিওটি সম্ভবত আইকনিক স্মৃতিস্তম্ভের নিকটবর্তী তাজমহল হোটেল থেকে বানানো হয়েছে, আরব সমুদ্র থেকে তীব্র তরঙ্গ দেখায় যে জলের ধারে ধাতব ব্যারিকেড ছুঁড়েছে। ভিডিওতে প্রচণ্ড বাতাসের শব্দগুলি প্রকৃতির ক্রোধের কারণে অনেকগুলি অনলাইনে বয়ে গিয়েছে। আরব সাগর থেকে তীব্র তরঙ্গ জলের ধারে স্থাপন করা ধাতব ব্যারিকেড টপকে নিজের বেগে বয়ে চলেছে। সেই সঙ্গে ভিডিওতে ঘূূর্ণিঝড়ের ভয়ঙ্কর শব্দ শুনে মনে হচ্ছে, প্রকৃতি যেন তার তাণ্ডবলীলা দেখাতে ব্যস্ত রয়েছে।

দেখুন অশান্ত প্রকৃতির সেই তাণ্ডবলীলার ভিডিও-

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সাইক্লোন তাউকতাইয় সম্ভবত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সকাল ১১ টার মধ্যে ধীরে ধীরে ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’-এ পরিণত হতে চলেছে। আইএমডি (IMD) আজ সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কন এবং রাজস্থানের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গুজরাট। তছনছ হয়েছে বহু এলাকা। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

 

Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ে জলমগ্ন অমিতাভের ‘জনক’, কর্মচারীদের পোশাক বদলাতে কী করলেন খোদ বিগ বি?

 

#মুম্বই : করোনা পরিস্থিতির মধ‍্যে আরব সাগরের ভয়াবহ ঘূর্ণিঝড় (Cyclone) তাউকতাই (Tauktae) জোড়া ধাক্কায় বেসামাল তিন রাজ‍্য। সোমবার রীতিমতো তাণ্ডব চলেছে কেরল, গুজরাট, মহারাষ্ট্রে। বলি (Bollywood) তারকারা অনেকেই ঘূর্ণিঝড়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়।

সোমবার রাতের ভয়াবহতার পর মঙ্গলবার সকাল থেকে অনেকটাই কম ঘূর্ণিঝড়ের দাপট। সোমবার তাউকতাইয়ের তাণ্ডবে ভেসে গিয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দফতর ‘জনক’। বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, “ঝড়ের মাঝে একবার ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। হালকা একটা শব্দ একটানা চলে। সারা দিন ধরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি ও গাছ পড়ে যায় এলাকায়। জলমগ্ন হয়ে যায় গোটা অফিস ‘জনক। সবমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি।”

তিনি এও লেখেন, “আমার কয়েকজন কর্মী যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানকার ছাদ উড়ে যায়। তারা জলে ভিজে যান। ভিজে ভিজেও তারা যেভাবে কাজ করেছেন তা প্রশংসনীয়।” একইসঙ্গে বিগ বি জানিয়েছেন তাঁর অফিসের জিনিস সামলাতে গিয়ে সম্পূর্ণ ভিজে যাওয়া কর্মীদের নিজের ওয়াড্রোব থেকেই পোশাক বের করে দেন অমিতাভ।

গতবছরের আমফানের পর চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় এই তাউকতাই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত সাড়ে আটটা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । গুজরাটের পাশাপাশি কেরল ও মহারাষ্ট্রেও তাণ্ডব লীলা চালিয়েছে এই সুপার সাইক্লোন। তবে এখন ধীরে ধীরে শক্তি অনেকটাই কমে গিয়েছে ঝড়ের। মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এখন কিছুটা হলেও শক্তি কমেছে ঘূর্ণিঝড়ের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রের কোঙ্কনে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন ৬ জন ৷ এমনকি এই ঝড়ের তাণ্ডবে একটি বার্জ (Barge)ডুবে যায় মুম্বই উপকূলে৷ ২৭৩জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন এই বার্জে৷ পি ৩০৫ (P 305)নামের বার্জটি থেকে ১৪৫জনকে উদ্ধার করা গেলেও ১২৭জন নিখোঁজ রয়েছেন৷ অন্যদিকে সাগর ভূষণ অয়েল রিগে আটকে পড়েছেন ১০১জন৷ উদ্ধারের কাজ চলছে৷