ব্যবসা-বাণিজ্য DA Hike News: ৩ শতাংশ DA বৃদ্ধি, অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী ও কর্মীদের বেতন কত বাড়বে? দেখে নিন হিসেব Gallery October 17, 2024 Bangla Digital Desk কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও বাড়ানো হয়েছে ৩ শতাংশ। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর দাঁড়াল ৫৩ শতাংশ। বর্ধিত ডিএ এবং ডিআর ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার বছরে ২ বার ডিএ বাড়ায়। জানুয়ারি এবং জুলাই মাসে। তবে আনুষ্ঠানিক ঘোষণা সাধারণত পরে করা হয়। তবে ডিএ এবং ডিআর বৃদ্ধির কাট-অফ তারিখ ১ জুলাই থেকেই লাগু হবে। ১৬ অক্টোবর বুধবার ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রিয় সরকারি কর্মীরা অক্টোবরের বেতন এবং ডিএ একসঙ্গে পাবেন। একইসঙ্গে আগের তিন মাস অর্থাৎ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া ডিএ-ও তাঁদের অক্টোবরের বেতনের সঙ্গে দেওয়া হবে। ১৬ অক্টোবর বুধবার ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রিয় সরকারি কর্মীরা অক্টোবরের বেতন এবং ডিএ একসঙ্গে পাবেন। একইসঙ্গে আগের তিন মাস অর্থাৎ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া ডিএ-ও তাঁদের অক্টোবরের বেতনের সঙ্গে দেওয়া হবে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের অন্যতম প্রধান উপাদান হল ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্স। ফলে ডিএ বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের টেক হোম স্যালারিও বাড়ে। বর্তমানে ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বাড়বে তা সহজেই গণনা করে দেখা যায়। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের অন্যতম প্রধান উপাদান হল ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্স। ফলে ডিএ বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের টেক হোম স্যালারিও বাড়ে। বর্তমানে ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বাড়বে তা সহজেই গণনা করে দেখা যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির উপর ডিএ গণনা করা হয়। এখন প্রশ্ন হল বেসিক স্যালারি কী? সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী, বেসিক স্যালারি হল সরকার কর্তৃক গৃহীত সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পে ম্যাট্রিক্স অনুযায়ী প্রাপ্ত বেতন। ধরে নেওয়া যাক, একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক স্যালারি ৪৬,২০০ টাকা। আগে তিনি ৫০ শতাংশ হারে অর্থাৎ ২৩,১০০ টাকা ডিএ পেতেন। এখন ডিএ ৩ শতাংশ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। অক্টোবর থেকে তিনি আরও ১,৩৮৬ টাকা পাবেন। অর্থাৎ তাঁর ডিএ বেড়ে দাঁড়াবে ২৪,৪৮৬ টাকা। যেহেতু ১ জুলাই থেকে তিনি বর্ধিত হারে ডিএ পাবেন, তাই তিন মাসের বকেয়াও এর সঙ্গে যোগ হবে। ডিএ-এর মতো পেনশনভোগীদের ডিআর-ও বেড়েছে ৫৩ শতাংশ। মোট ডিআর বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। তাহলে এখন পেনশনভোগীদের মাসিক পেনশন কত বাড়বে? ধরে নেওয়া যাক, একজন কেন্দ্রীয় সরকারি কর্মী প্রতি মাসে ৫০,৪০০ টাকা বেসিক পেনশন পান। আগে ৫০ শতাংশ ডিআর হিসাবে তিনি পেতেন ২৫,২০০ টাকা। এখন ৩ শতাংশ ডিআর বৃদ্ধির ফলে তিনি ২৬,৭১২ টাকা করে পাবেন। সুতরাং তাঁর মাসিক পেনশন ১,৫১২ টাকা বাড়বে।
ব্যবসা-বাণিজ্য ৩ শতাংশ বাড়ল ডিএ, সঙ্গে মিলবে তিন মাসের বকেয়াও, লাখো কর্মীকে দীপাবলির উপহার কেন্দ্রের, অক্টোবরের বেতন কত হবে? Gallery October 16, 2024 Bangla Digital Desk ধনতেরস ও দীপাবলির আগেই সরকারি কর্মীদের বড় উপহার দিল মোদি সরকার। বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদিও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে অনুমান করা হচ্ছে। আপাতত ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের ৩ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণাও করেছে মোদির মন্ত্রিসভা। উল্লেখ্য, প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এরপর জুলাইয়ের ডিএ বাড়ানো নিয়ে বসে বৈঠক। সেখানেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি এবং ৩ মাসের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বর্ধিত ডিএ-এর টাকা অক্টোবরে মিটিয়ে দেওয়া হবে। বেতন কত বাড়বে: কর্মীর মূল বেতনের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। ধরে নেওয়া যাক, একজন কর্মীর বেসিক স্যালারি ৪০ হাজার টাকা। এখন তাঁর ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছে। তাহলে বর্তমানে তাঁর ১,২০০ টাকা বেতন বাড়বে। একইভাবে মূল বেতন, ডিএ এবং আবাসন ভাতা অর্থাৎ এইচআরএ মিলিয়ে যদি বেতন ৬০ হাজার টাকা হয় তাহলে এখন থেকে তিনি ৬১ হাজার ২০০ টাকা পাবেন। বকেয়া কত টাকা মিলবে: আগেই বলা হয়েছে ৪০ হাজার টাকা বেসিক স্যালারির একজন কর্মী ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সঙ্গে প্রতি মাসে ১,২০০ টাকা অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন। যেহেতু জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধি পাওয়ার কথা ছিল তাই জুলাই অগাস্ট এবং সেপ্টেম্বর, এই তিন মাস মিলিয়ে তাঁকে মোট ৩,৬০০ টাকা বকেয়া হিসাবে দেওয়া হবে। অক্টোবরে কত টাকা বেতন মিলবে: জুলাই মাস থেকে বর্ধিত ডিএ পাবেন কর্মীরা। ফলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে মোট ৪ মাস হচ্ছে। প্রতি মাসে ১২০০ টাকা হিসাবে চার মাসে একজন কর্মী মোট ৪,৮০০ টাকা পাবেন। এখন কোনও কর্মচারীর মূল বেতন ৪০ হাজার এবং অ্যাকাউন্টে আসা স্যালারি ৬০ হাজার হয়, তাহলে ৪ মাসের বকেয়া মিলিয়ে অক্টোবরে তিনি ৬৪,৮০০ টাকা বেতন পাবেন।