কলকাতা Indian Railways: বদলেছে দার্জিলিং মেল-পদাতিক-সহ একাধিক ট্রেনের সময়সূচি, কেন? নতুন টাইমটেবিল জানুন Gallery October 22, 2024 Bangla Digital Desk বেড়াতে যাওয়ার জন্য হোক বা কোনও কাজে, ট্রেনের সময়সূচিতে সামান্য অদল-বদল মানেই সব কিছুর সময়ে বদল আসে। উৎসবের সময় বেড়াতে যাওয়া বা শীতকালের ছুটিতে পাহাড়-ডুয়ার্সে ভ্রমণ। উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। রেলপথের ট্র্যাকের গতি বৃদ্ধি করে সবোর্চ্চ ১৩০ কিমি প্রতি ঘন্টা করার ফলে কিছু মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধিত হয়েছে। এই সময় বদল হয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে আসার সময়ের ক্ষেত্রে। যারা শীতের শুরুতেই উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করেছিলেন তাদের জন্য বড় খবর। কারণ ট্রেনের টাইম বদলে গিয়েছে সেটা না জানা থাকলে সমস্যায় পড়তে হতে পারে। এমনকি ট্রেন মিস করে ঘোরার প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময়সূচি বদলে গেল। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে। গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাজিরাঙা এ্ক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেসের সূচি বদলে যাচ্ছে। এই ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন। তবে এবার একাধিক ট্রেনের সময় বদল করা হচ্ছে। সময়ের যে বিরাট বদল হচ্ছে এমনট নয়। আগে দার্জিলিং মেল শিয়ালদহে পৌঁছত ৫টা বেজে ৩০ মিনিটে। এবার দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছবে ৫টা বেজে ৪০ মিনিটে। আবার সময় বদল হচ্ছে পদাতিক এক্সপ্রেসেরও। পদাতিক এক্সপ্রেস ৬টা বেজে ৪৫ মিনিটের বদলে ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদায় আসবে। অর্থাৎ কোথাও ১০ মিনিট কোথাও আবার ৫ মিনিটের এদিক-ওদিক হবে। কাজিরাঙা এক্সপ্রেসের কলকাতায় আসত ১১টা বেজে ৫৫ মিনিটে। সেই ট্রেনই এবার আসবে ১২টা বেজে ৫ মিনিটে। গৌড় এক্সপ্রেস এবার আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। আগে শিয়ালদায় আসত ৪টে বেজে ৩৫ মিনিটে। বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদহে আসবে ৪টে বেজে ২৫ মিনিটে। কার্যত কয়েকটি মাত্র ট্রেনের সময়সূচিত কিছুটা বদল আসছে এবার।