Tag Archives: Datura Plant

Health Tips: এই গাছের পাতা-ফল-ফুল সব-ই ওষুধ, হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট, আলসার থেকে চুল পড়ার মত যেদি রোগের যম, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

আয়ুর্বেদিক চিকিৎসায় বৃক্ষ এবং উদ্ভিদের অপরিসীম গুরুত্ব রয়েছে, রোগ নিরাময়ের জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এখানে এমনই একটি ঔষধি গাছের হদিশ রইল, যার সঠিক ব্যবহারে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মিলবে। ঔষধি গাছটির নাম ধুতরো। এর পাতা, ফল এবং বীজ স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
আয়ুর্বেদিক চিকিৎসায় বৃক্ষ এবং উদ্ভিদের অপরিসীম গুরুত্ব রয়েছে, রোগ নিরাময়ের জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এখানে এমনই একটি ঔষধি গাছের হদিশ রইল, যার সঠিক ব্যবহারে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মিলবে। ঔষধি গাছটির নাম ধুতরো। এর পাতা, ফল এবং বীজ স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
ভারতীয় সংস্কৃতিতে ধুতরো গাছকে পবিত্র মানা হয়। দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য এর ফল এবং ফুল নিবেদন করা হয়। বিশ্বাস করা হয়, ভগবান শিব ধুতরো পছন্দ করেন। কিন্তু অনেকেই জানেন না, ভগবান শঙ্করের প্রিয় ধুতরো ঔষধি গুণেও ভরপুর। এর পাতা, বীজ ও ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, আলসার এবং চুল পড়ার মতো অনেক রোগ নিরাময় করে।
ভারতীয় সংস্কৃতিতে ধুতরো গাছকে পবিত্র মানা হয়। দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য এর ফল এবং ফুল নিবেদন করা হয়। বিশ্বাস করা হয়, ভগবান শিব ধুতরো পছন্দ করেন। কিন্তু অনেকেই জানেন না, ভগবান শঙ্করের প্রিয় ধুতরো ঔষধি গুণেও ভরপুর। এর পাতা, বীজ ও ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, আলসার এবং চুল পড়ার মতো অনেক রোগ নিরাময় করে।
বারাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমিত ভার্মা (এমডি, মেডিসিন) জানান, ধুতরো গাছের অনেক ঔষধি গুণ থাকলেও এর বীজ, ফল ও পাতায় বিষও পাওয়া যায়। যদি কেউ হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট এবং শরীর কাঠ হয়ে যাওয়ার মত সমস্যায় ভোগেন তাহলে ধুতরোর বীজের সঙ্গে ধুতরো পাতার রস ব্যবহার করলে উপকার মিলতে পারে।
বারাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমিত ভার্মা (এমডি, মেডিসিন) জানান, ধুতরো গাছের অনেক ঔষধি গুণ থাকলেও এর বীজ, ফল ও পাতায় বিষও পাওয়া যায়। যদি কেউ হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট এবং শরীর কাঠ হয়ে যাওয়ার মত সমস্যায় ভোগেন তাহলে ধুতরোর বীজের সঙ্গে ধুতরো পাতার রস ব্যবহার করলে উপকার মিলতে পারে।
শিরাজনিত ব্যথা হলে বা পেটের কোথাও আলসার-সহ ক্ষত থাকলে ধুতরো পাতার রস জলের সঙ্গে গুলে খেলে ক্ষত ও ব্যথায় দারুণ উপশম হয়।
শিরাজনিত ব্যথা হলে বা পেটের কোথাও আলসার-সহ ক্ষত থাকলে ধুতরো পাতার রস জলের সঙ্গে গুলে খেলে ক্ষত ও ব্যথায় দারুণ উপশম হয়।
যাঁদের চুল পড়া বা খুশকির মতো সমস্যা আছে তাঁরা এই পাতার রস চুলে লাগাতে পারেন। প্রথমে চুলে ধুতরো পাতার রস লাগিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। এতে খুশকি ও চুল পড়া বন্ধ হবে।
যাঁদের চুল পড়া বা খুশকির মতো সমস্যা আছে তাঁরা এই পাতার রস চুলে লাগাতে পারেন। প্রথমে চুলে ধুতরো পাতার রস লাগিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। এতে খুশকি ও চুল পড়া বন্ধ হবে।
জয়েন্টের ব্যথাতেও ধুতরো ম্যাজিকের মত কাজ করে। পা ফোলা বা ভারি হয়ে গেলে ধুতরো পাতা বেটে পেস্ট করে লাগাতে হবে। এতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

জয়েন্টের ব্যথাতেও ধুতরো ম্যাজিকের মত কাজ করে। পা ফোলা বা ভারি হয়ে গেলে ধুতরো পাতা বেটে পেস্ট করে লাগাতে হবে। এতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
ধুতরোর বীজও উপকারী- বেদনানাশক, অ্যানথেলমিন্টিক এবং প্রদাহবিরোধী। কৃমি, দাঁতের ব্যথা এবং প্রদাহজনিত জ্বর থেকে পেট এবং অন্ত্রের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়।
ধুতরোর বীজও উপকারী- বেদনানাশক, অ্যানথেলমিন্টিক এবং প্রদাহবিরোধী। কৃমি, দাঁতের ব্যথা এবং প্রদাহজনিত জ্বর থেকে পেট এবং অন্ত্রের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়।