Tag Archives: David Miller

ডেভিড মিলারের মনের অবস্থা কেমন এখন? বিশ্বকাপ খুইয়ে নিতে পারেন বড় সিদ্ধান্ত!

কলকাতা: দক্ষিণ আফ্রিকা হয়তো ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা খুইয়েছেন, কিন্তু তাঁর দুর্দান্ত ইনিংস দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছে। ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেছিলেন ডেভিড মিলার। সেই চাপ বজায় ছিল শেষ ওভার পর্যন্ত।

মিলারের প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকেই। এদিকে, ডেভিড মিলার এবার সোশ্যাল মিডিয়া পোস্টে যা লিখলেন, তাতে অনেকেরই মন খারাপ হতে পারে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হার তাঁকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

আরও পড়ুন- রোহিতের ‘ভাই’কে চেনেন?খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটার অবসরের ঘোষণা করেছেন। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা-সহ বেশ কয়েকজন ক্রিকেটার আর দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছেন।

মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ ডেভিড মিলারও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আর এই ঘোষণা তিনি করতে পারেন কয়েকদিনের মধ্যেই।

শরীরে অতিরিক্ত চাপ কমাতে ৩৫ বছর বয়সী এই তারকা টি-টোয়েন্টি থেকে দূরে সরতে পারেন। ভিড মিলার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ফোকাস করতে চান।

—- Polls module would be displayed here —-

টি-টোয়েন্টি থেকে ডেভিড মিলারের অবসরের সবচেয়ে বড় কারণ হবে দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর তাঁকে কাঁদতে দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন- অবসর নিয়ে নিয়েছিলেন! কিন্তু খেলবেন বিরাট- রোহিত, মেগা ঘোষণা জয় শাহের

মিলার লিখেছেন, এমন একটা হার আমার পক্ষে হজম করা কঠিন। আমি খুবই দুঃখিত। কিছুতেই সেই দুঃখ থেকে বেরোতে পারছি না। এমন একটা খারাপ লাগা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে আমি বিশ্বাস করি, এই দলটার বড় কিছু করার ক্ষমতা রয়েছে।

সাত নম্বরে ব্যাট করা ডেভিড মিলার সেদিন বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।  তবে ১৯.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে খেলা ঘুরিয়ে দেন সূর্যকুমার যাদব। মিলার প্যাভিলিয়নে ফেরার পর দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি।

IND vs SA : মিলার, ডুসেনের ব্যাটে বাজিমাত দক্ষিণ আফ্রিকার! বড় রান করেও হার ভারতের

#নয়াদিল্লি: টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিল ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতলে টানা ১৩ টি টোয়েন্টি জিতত টিম ইন্ডিয়া। এর আগে একমাত্র আফগানিস্তান এবং রোমানিয়া জিতেছিল ১২ টি টোয়েন্টি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই নজির স্পর্শ করার জন্য মরিয়া ছিল ভারত।

আরো পরিস্কার করে বললে দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর এই সিরিজটা ৫-০ জয় লক্ষ্য ভারতের। অধিনায়ক টেম্বা বাভুমা এদিন বড় রান করতে পারেননি। ভুবনেশ্বর কুমারের বলে খোঁচা দিয়ে ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান তিনি। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে অলরাউন্ডার প্রিটোরিয়াস দুরন্ত ২৯ করে যান। যার মধ্যে ছিল চারটি ওভার বাউন্ডারি।

স্লোয়ার বলে তাকে বোল্ড করলেন হর্ষল প্যাটেল। কুইন্টন ডি কককে (২২) ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। কিন্তু ডেভিড মিলার এবং ভ্যান দুসেন মিলে জারি রেখেছিল দক্ষিণ আফ্রিকার দুরন্ত লড়াই। মিলার কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ পাওয়া গিয়েছিল এবারের আইপিএলে।

তাই দুশর ওপরে রান করেও স্বস্তি ছিল না ভারতের। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মিলার। আবেশ খান, চাহালরা বুঝতে পারছিলেন না তাকে কোথায় বল করবেন। অনেকক্ষণ পর নিজের টাইমিং খুঁজে পেলেন ভ্যান দের দুসেন। ১৭ ওভারে হর্ষল প্যাটেলকে পিটিয়ে ২২ রান নিলেন। শেষ তিন ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩৪ রান। মিলার এদিন ম্যাচ জিতিয়ে ফিরবেন ঠিক করে নেমেছিলেন।

এই ম্যাচের পর এটুকু পরিষ্কার ভারতীয় দলের ব্যাটিং শক্তিশালী হলেও, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া বোলিং নিয়ে কতটা ভরসা করা যায় তার নিশ্চয়তা নেই। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটাই ছিল সেরা টি টোয়েন্টি রান তাড়া করে জয়।