Tag Archives: Deewar

Bollywood Flashback: এক নায়ক ‘না’ করায় ‘দিওয়ার’-এ কাজের সুযোগ পেয়েছিলেন অমিতাভ, কোন হিরোর কারণে খুলেছিল বিগ-বি-র ভাগ্য? পড়ুন

বলিউডের বিগ-বি অমিতাব বচ্চনের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এমন কিছু ছবি আছে, যা তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। সেই ছবিগুলো অমিতাভ ছাড়া কল্পনাই করা যায় না। এরমধ্যে অন্যতম হল ১৯৭৫ সালে মুক্তি পাওয়া যশ চোপড়া পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি ‘দিওয়ার’। 'বিজয়'-এর চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।
বলিউডের বিগ-বি অমিতাব বচ্চনের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এমন কিছু ছবি আছে, যা তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। সেই ছবিগুলো অমিতাভ ছাড়া কল্পনাই করা যায় না। এরমধ্যে অন্যতম হল ১৯৭৫ সালে মুক্তি পাওয়া যশ চোপড়া পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি ‘দিওয়ার’। ‘বিজয়’-এর চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।
বলা বাহুল্য 'বিজয়' আসমুদ্র হিমাচলের কাছে বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জানেন কি, 'বিজয়' চরিত্রের জন্য প্রযোজকের প্রথম পছন্দ অমিতাভ ছিলেন না। এই চরিত্রটির অফার প্রথম কোন হিরোর কাছে গিয়েছিল বলুন তো?
বলা বাহুল্য ‘বিজয়’ আসমুদ্র হিমাচলের কাছে বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জানেন কি, ‘বিজয়’ চরিত্রের জন্য প্রযোজকের প্রথম পছন্দ অমিতাভ ছিলেন না। এই চরিত্রটির অফার প্রথম কোন হিরোর কাছে গিয়েছিল বলুন তো?
সেলিম খান এবং জাভেদ আখতার যৌথ ভাবে লিখেছিলেন ‘দিওয়ার’-এর চিত্রনাট্য। 'দিওয়ার'-এর বাজেট ছিল ১.৩ কোটি। ছবিটি বক্সঅফিসে ব্যবসা দেয় ৭.৫ কোটির।
সেলিম খান এবং জাভেদ আখতার যৌথ ভাবে লিখেছিলেন ‘দিওয়ার’-এর চিত্রনাট্য। ‘দিওয়ার’-এর বাজেট ছিল ১.৩ কোটি। ছবিটি বক্সঅফিসে ব্যবসা দেয় ৭.৫ কোটির।
অমিতাভ বচ্চনকে বলিউডের শাহেনশা বানানোর নেপথ্যে এই ছবির ভূমিকা অনস্বিকার্য! কিন্তু জানেন কি, এই ছবির অফার প্রথম অমিতাভের কাছে যায়নি। গিয়েছিল, সেই সময়ের অন্য আরেক সুপারহিট তারকার কাছে। তিনি অফার ফিরিয়ে দেওয়ায় প্রযোজক দ্বারস্থ হন অমিতাভের। বচ্চন রাজি হন। বাকিটা ইতিহাস।
অমিতাভ বচ্চনকে বলিউডের শাহেনশা বানানোর নেপথ্যে এই ছবির ভূমিকা অনস্বিকার্য! কিন্তু জানেন কি, এই ছবির অফার প্রথম অমিতাভের কাছে যায়নি। গিয়েছিল, সেই সময়ের অন্য আরেক সুপারহিট তারকার কাছে। তিনি অফার ফিরিয়ে দেওয়ায় প্রযোজক দ্বারস্থ হন অমিতাভের। বচ্চন রাজি হন। বাকিটা ইতিহাস।
ছবির প্রযোজক প্রথম 'বিজয়' চরিত্রের অফার দেন শ্ত্রুঘ্ন সিনহা-কে। কিন্তু রাজি হন না শত্রুঘ্ন। এরপর ছবির চিত্রনাট্য যায় অমিতাভের কাছে। তিনি ছবিটি করেন। 'বিজয়' চরিত্র, ছবির এক-একটি ডায়লগ কিংবদন্তী হয়ে ওঠে।
ছবির প্রযোজক প্রথম ‘বিজয়’ চরিত্রের অফার দেন শ্ত্রুঘ্ন সিনহা-কে। কিন্তু রাজি হন না শত্রুঘ্ন। এরপর ছবির চিত্রনাট্য যায় অমিতাভের কাছে। তিনি ছবিটি করেন। ‘বিজয়’ চরিত্র, ছবির এক-একটি ডায়লগ কিংবদন্তী হয়ে ওঠে।