Tag Archives: Earthquake In Jammu Kashmir

Earthquake: কাকভোরে কেঁপে উঠল কাশ্মীর, একের পর এক ভূমিকম্পে আতঙ্ক উপত্যকায়

শ্রীনগর: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বারামুলা জেলা। মঙ্গলবার সকালে সাত মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে আতঙ্ক ছড়াল উপত্যকায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই জানানো হয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে রিখটার স্কেলে প্রায় ৪.৯ এবং ৪.৮ । মঙ্গলবার ভোরবেলায় পর পর দুইবার এই কম্পনে গোটা এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, পরিচিতদের খোঁজ নিতে একের পর এক ফোন আসতে থাকে। ফলে গোটা এলাকাজুড়েই এক ভয়ে আবহের সৃষ্টি হয়। কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও প্রকাশ করেনি প্রশাসন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়, প্রথম ভূমিকম্প অনুভূত হয় ভোর ৬টা বেজে ৪৫ মিনিটে। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে প্রায় ৪.৯। এই কম্পনের মূলকেন্দ্র ছিল উত্তর কাশ্মীরের বারামুলা জেলা। ঠিক তার সাত মিনিট পর ভোর ৬টা বেজে ৫২ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়।

যার তীব্রতা ছিল রিখটার স্কেলে প্রায় ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে যেহেতু জম্মু এবং কাশ্মীর ভূমিকম্পনপ্রবণ অঞ্চলের অন্তর্গত তাই এই ধরনের কম্পন অস্বাভাবিক নয়।

আরও পড়ুন: Mpox নিয়ে বাড়ছে চিন্তা, সতর্ক করা হল প্রতিটি বিমানবন্দর, সীমান্তে হাই অ্যালার্ট

তবে কাকভোরে এই কম্পনে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।