Tag Archives: emiliano martinez

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য বিরাট অবদান রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক!

রোজারিও: তিনি বিতর্কিত চরিত্র সন্দেহ নেই। কিন্তু তার হৃদয়টা বিশাল প্রমাণ করে দিলেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার সমর্থকদের কাছে লিওনেল মেসি যতটা গুরুত্বপূর্ণ, কাতার বিশ্বকাপে তার চেয়ে কিছু কম গুরুত্বপূর্ণ ছিলেন না এমিলিয়ানো মার্টিনেজ। গোলের নীচে তিনি একাই বদলে দিয়েছিলেন নীল সাদা জার্সির ভবিতব্য। ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তো ওই গ্লাভস জোড়ার ভেতরে থাকা বিশ্বস্ত হাত দুটোর কারণে!

ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া একটি শটে অবিশ্বাস্য সেভ করেন মার্তিনেজ। টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ আরেকটি সেভ করেন। গ্লাভস জোড়া তাই মার্তিনেজের নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’জয়ী মার্তিনেজ সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।

আরও পড়ুন – পাকিস্তানে রাস্তায় ভিক্ষে করছে মানুষ, গলফ এবং চুরুট নিয়ে রাজকীয় জীবন কাটাচ্ছে সেনা অফিসাররা!

ফাইনালে টাইব্রেকারে মার্তিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে, ভারতীয় টাকায় প্রায় ৪০ লাখ মূল্য তা বিক্রি হয়েছে। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।

নিলাম চলাকালীন মার্তিনেজ বলেছেন, বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে ছেলেদের কল্যাণ হবে। মার্টিনেজ মনে করেন একটা দেশের ভবিষ্যৎ যারা তাদের উদ্দেশ্যে তিনি নিজেকে কাজে লাগাতে পারছেন এর থেকে ভাল আর কিছু হতে পারে না। তাই শিশুদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এইটুকু সাহায্য করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।